খাগড়াছড়ি প্রতিনিধি
দুর্নীতির অভিযোগে সরিয়ে দেওয়া খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরোনা ত্রিপুরার অফিস কক্ষ থেকে প্রায় ৯ লাখ টাকার বান্ডিল জব্দ করা হয়েছে। আজ বুধবার নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর অফিস কক্ষ পরিদর্শনের সময় এই টাকার সন্ধান পাওয়া যায়।
খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আল মাহফুজ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, টাকাগুলো গণনার পর দেখা যায়, মোট ৮ লাখ ৮২ হাজার ৬০০ টাকা রয়েছে। টাকা উদ্ধারের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
জানা যায়, আজ দুপুরে পরিষদের নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা দায়িত্ব গ্রহণের পরপরই সদস্যদের সঙ্গে নিয়ে পুরোনো চেয়ারম্যানের অফিস কক্ষ পরিদর্শন করেন। এ সময় একটি ড্রয়ার খুলতেই এই নগদ টাকার সন্ধান পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, ‘আমরা বিষয়টি আইনানুগভাবে নিচ্ছি। টাকার উৎস সম্পর্কে খোঁজ নেওয়া হবে।’
গত শনিবার খাগড়াছড়ি জেলা পরিষদের ১৪ জন সদস্য চেয়ারম্যান জিরোনা ত্রিপুরার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, শিক্ষক বদলি-বাণিজ্য এবং ঠিকাদারদের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে পার্বত্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন। এরপর মন্ত্রণালয় তাঁকে দায়িত্ব পালনে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়।
দুর্নীতির অভিযোগে সরিয়ে দেওয়া খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরোনা ত্রিপুরার অফিস কক্ষ থেকে প্রায় ৯ লাখ টাকার বান্ডিল জব্দ করা হয়েছে। আজ বুধবার নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর অফিস কক্ষ পরিদর্শনের সময় এই টাকার সন্ধান পাওয়া যায়।
খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আল মাহফুজ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, টাকাগুলো গণনার পর দেখা যায়, মোট ৮ লাখ ৮২ হাজার ৬০০ টাকা রয়েছে। টাকা উদ্ধারের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
জানা যায়, আজ দুপুরে পরিষদের নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা দায়িত্ব গ্রহণের পরপরই সদস্যদের সঙ্গে নিয়ে পুরোনো চেয়ারম্যানের অফিস কক্ষ পরিদর্শন করেন। এ সময় একটি ড্রয়ার খুলতেই এই নগদ টাকার সন্ধান পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, ‘আমরা বিষয়টি আইনানুগভাবে নিচ্ছি। টাকার উৎস সম্পর্কে খোঁজ নেওয়া হবে।’
গত শনিবার খাগড়াছড়ি জেলা পরিষদের ১৪ জন সদস্য চেয়ারম্যান জিরোনা ত্রিপুরার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, শিক্ষক বদলি-বাণিজ্য এবং ঠিকাদারদের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে পার্বত্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন। এরপর মন্ত্রণালয় তাঁকে দায়িত্ব পালনে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়।
ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। উজানের ঢল ও টানা বৃষ্টিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সড়ক তলিয়ে যাওয়ায় জেলা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পরশুরাম উপজেলা।
১৭ মিনিট আগেটানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর অন্তত ২০টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয়েছে ৩০টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে এক লাখের বেশি মানুষ।
২১ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘২০০০ সাল থেকে ২৫ বছরে সীমান্তে বিএসএফ ১ হাজার ২০০ মানুষকে হত্যা করেছে। বিএসএফ সীমান্তরক্ষী নয়, একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। তারা শুধু খুন করতে চায়। খুন করা তাদের নেশা। বিএসএফ মানবতাবিরোধী বাহিনী। আমরা সীমান্ত হত্যা মেনে নেব না। আমরা ভারত
২৯ মিনিট আগেঢাকার সাভারে সরকারি জমি উদ্ধারের জন্য দখলদারদের নোটিশ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় ভূমি অফিসের এক কর্মকর্তা। আজ বুধবার বিকেলে শ্যামলাশী এলাকায় হামলার ঘটনা ঘটে। হামলার শিকার কর্মকর্তার নাম জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা।
৩৬ মিনিট আগে