Ajker Patrika

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ তরুণ গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
Thumbnail image

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার দিবাগত রাতে পৌরসভার হাজীপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। তিনি জানান, ওই তরুণের বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার জাহিদ হাসান সৌরভ (১৯) বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বাসিন্দা। 

র‍্যাব জানায়, চৌমুহনী পৌর হাজীপুর এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে জাহিদ হাসান সৌরভ তাঁর লোকজন নিয়ে অবস্থান করছেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে রাতে র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে সৌরভকে আটক করে তাঁর দেহ তল্লাশি চালিয়ে একটি বন্দুক জব্দ করা হয়। তবে এ সময় তাঁর সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।

র‍্যাব-১১, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, সৌরভ উপজেলার বিভিন্ন স্থানে মারামারি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত রয়েছেন। অস্ত্রসহ আটকের ঘটনায় তাঁর বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত