নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আমদানি করা স্যানি ব্র্যান্ডের নতুন ৩০টি ১০ চাকার কংক্রিট মিক্সার লরি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস। ২০২৩ সালে আমদানি করা গাড়িগুলো নিতে আগ্রহ পাচ্ছেন বিডাররা। আজ বুধবার সকালে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখা ই-অকশনের মাধ্যমে এ গাড়িগুলো নিলামে তোলা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, নিলামে তোলা ৩০টি লরির মধ্যে ১৫টিতে ১০ চাকা উল্লেখ করা হয়। তবে ক্যাটালগ দেখে জানা যায়, সবগুলো গাড়িই ১০ চাকার। ২০২৩ সালে এ গাড়িগুলো নতুন অবস্থায় চট্টগ্রাম বন্দরে আনা হয়। তাই গাড়িগুলো নতুন অবস্থাতেই রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ৭ থেকে ২১ মে বেলা ২টা পর্যন্ত এই নিলামের প্রস্তাবিত মূল্য নেওয়া হবে। এর মধ্যে ১৩ ও ১৪ মে দুদিন গাড়িগুলো আগ্রহীরা দেখার সুযোগ পাবেন।
নিলামের দায়িত্বশীল রাজস্ব কর্মকর্তা বিজন কুমার তালুকদার বলেন, ‘একজন আমদানিকারকের আনা ৩০টি গাড়ি আমরা আলাদা আলাদা করে নিলামে তুলেছি। যেন কেউ চাইলে একটি গাড়িও নিতে পারেন। শুল্কায়নের পর দুই ধরনের দরে গাড়িগুলো রাখা হয়েছে। এর মধ্যে ১৫টি গাড়ির সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৬৩ লাখ ৭২ হাজার ৪১৯ টাকা এবং বাকি ১৫টি ৭৫ লাখ ৯১ হাজার ৪৯১ টাকা।’
নিলামে বিডারদের আগ্রহ থাকা প্রসঙ্গে নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব বলেন, ‘গাড়িগুলো দ্রুত নিলামে তোলার কারণে বিডাররা আগ্রহী হবে। ক্যাটালগ অনুযায়ী গাড়িগুলোর কন্ডিশন ভালো হওয়ার কথা। এরপরও প্রদর্শনের দিন বাকিটা বোঝা যাবে। কাস্টমসের নিলামে দ্রুততা আনাটা ভালো দিক। তবে সংরক্ষিত মূল্য আরও কম রাখলে অল্প সময়ে কাস্টমস গাড়ি বিক্রি করে রাজস্ব আহরণ করতে পারত।’
আমদানি করা স্যানি ব্র্যান্ডের নতুন ৩০টি ১০ চাকার কংক্রিট মিক্সার লরি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস। ২০২৩ সালে আমদানি করা গাড়িগুলো নিতে আগ্রহ পাচ্ছেন বিডাররা। আজ বুধবার সকালে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখা ই-অকশনের মাধ্যমে এ গাড়িগুলো নিলামে তোলা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, নিলামে তোলা ৩০টি লরির মধ্যে ১৫টিতে ১০ চাকা উল্লেখ করা হয়। তবে ক্যাটালগ দেখে জানা যায়, সবগুলো গাড়িই ১০ চাকার। ২০২৩ সালে এ গাড়িগুলো নতুন অবস্থায় চট্টগ্রাম বন্দরে আনা হয়। তাই গাড়িগুলো নতুন অবস্থাতেই রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ৭ থেকে ২১ মে বেলা ২টা পর্যন্ত এই নিলামের প্রস্তাবিত মূল্য নেওয়া হবে। এর মধ্যে ১৩ ও ১৪ মে দুদিন গাড়িগুলো আগ্রহীরা দেখার সুযোগ পাবেন।
নিলামের দায়িত্বশীল রাজস্ব কর্মকর্তা বিজন কুমার তালুকদার বলেন, ‘একজন আমদানিকারকের আনা ৩০টি গাড়ি আমরা আলাদা আলাদা করে নিলামে তুলেছি। যেন কেউ চাইলে একটি গাড়িও নিতে পারেন। শুল্কায়নের পর দুই ধরনের দরে গাড়িগুলো রাখা হয়েছে। এর মধ্যে ১৫টি গাড়ির সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৬৩ লাখ ৭২ হাজার ৪১৯ টাকা এবং বাকি ১৫টি ৭৫ লাখ ৯১ হাজার ৪৯১ টাকা।’
নিলামে বিডারদের আগ্রহ থাকা প্রসঙ্গে নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব বলেন, ‘গাড়িগুলো দ্রুত নিলামে তোলার কারণে বিডাররা আগ্রহী হবে। ক্যাটালগ অনুযায়ী গাড়িগুলোর কন্ডিশন ভালো হওয়ার কথা। এরপরও প্রদর্শনের দিন বাকিটা বোঝা যাবে। কাস্টমসের নিলামে দ্রুততা আনাটা ভালো দিক। তবে সংরক্ষিত মূল্য আরও কম রাখলে অল্প সময়ে কাস্টমস গাড়ি বিক্রি করে রাজস্ব আহরণ করতে পারত।’
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। ফেসবুকে ঢুকলেই ওই দুর্ঘটনার মন খারাপ করা ছবি ও ভিডিও এড়িয়ে যাওয়ার উপায় নেই। স্ক্রল করতে করতে হঠাৎ চোখ আটকে যায় ‘এসএসসি ০৫-এইচএসসি ০৭’ গ্রুপের একটি পোস্টে।
৩ ঘণ্টা আগেজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডরে আগের দিনের মতো চিৎকার-চেঁচামেচি ছিল না গতকাল মঙ্গলবার। ছিল না রক্তের জন্য ছোটাছুটি। হাসপাতালজুড়ে কেমন যেন একটা উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা দগ্ধ শিশুগুলোর স্বজনদের চোখেমুখে। সবার প্রার্থনা, আর যেন কোনো দুঃসংবাদ কানে না আসে, সব শিশু যেন সুস্থ হয়ে ওঠে।
৩ ঘণ্টা আগেশিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধের অসাধারণ উদাহরণ তৈরি করে গেলেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরী। যুদ্ধবিমানটি যখন তাঁর প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়, তখনো তিনি অক্ষত ও সুস্থ ছিলেন। কিন্তু বিপদের মুখেই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন নিজের সন্তানের মতো ছাত্রছাত্রীদের বাঁচাতে।
৩ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের কোলাহল নেই। বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানের বিকট শব্দে থেমে গেছে সেই কোলাহল। থামেনি সন্তান বা স্বজনহারাদের বুকফাটা কান্না, মাতম। হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে আহত ও দগ্ধরা।
৪ ঘণ্টা আগে