সরাইল ও নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় উঠান ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে আবুনি বেগম (৯৫) নামের এক বৃদ্ধকে ঢিল ছুড়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল রোববার রাত ৯টায় তিনি মারা যান।
আবুনি বেগম নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের উত্তর ধানতুলিয়া গ্রামের মৃত হাসান আলীর স্ত্রী।
নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে আবুনি বেগমের নাতনি সায়মা বেগম (১৪) বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিল। ঝাড়ু দেওয়ার সময় ধুলা ওড়ার কারণে প্রতিবেশী মমতা বেগম গালিগালাজ করতে থাকেন। পরে দুপক্ষের নারী-পুরুষ মিলে ঢিল ছোড়াছুড়ি শুরু করে দেয়। এ সময় আবুনি বেগমের ওপর প্রতিপক্ষের ৩-৪টি ঢিল এসে পড়লে তিনি অসুস্থ হয়ে যান। পরে গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। গতকাল রাত ৯টায় আবুনি বেগম আবার অসুস্থ হয়ে পড়েন। পল্লি চিকিৎসক এসে তাঁকে মৃত ঘোষণা করেন।
আবুনি বেগমের ছেলে মঞ্জু মিয়া (৪৫) বলেন, ‘উঠান ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে আমার মাকে আমীর হোসেন (৪৮), মিন্টু (৫৬), জসিম (৩৫) ও মমতা বেগম (৪০) ইটের টুকরা দিয়ে উপর্যুপরি ঢিল ছুড়ে আহত করেছে। গত রাতে মা মারা গেছেন। আমি আমার মায়ের হত্যার বিচার চাই।’ এ ঘটনায় ওই চারজনের বিরুদ্ধে রাতে থানায় মামলা করবেন বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মুছাব্বির খান বলেন, ‘শুনেছি উঠান ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে আবুনি বেগম ও মমতা বেগমের মধ্যে ঝগড়া হয়। পরে দুপক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হলে আবুনি বেগম আহত হন। গত রাতে তিনি বাড়িতে মারা গেছেন।’
চাতলপাড় তদন্তকেন্দ্রের ইনচার্জ কাঞ্চন সিনহা ও তদন্ত কর্মকর্তা এসআই আবদুর রহিম বলেন, ‘আবুনি বেগমের বয়স ৯৫ বছর। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে। দুপক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হয়েছে। তাঁর ডান হাতে কনুইয়ের নিচে একটা আঘাতের চিহ্ন আছে। তাই মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় উঠান ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে আবুনি বেগম (৯৫) নামের এক বৃদ্ধকে ঢিল ছুড়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল রোববার রাত ৯টায় তিনি মারা যান।
আবুনি বেগম নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের উত্তর ধানতুলিয়া গ্রামের মৃত হাসান আলীর স্ত্রী।
নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে আবুনি বেগমের নাতনি সায়মা বেগম (১৪) বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিল। ঝাড়ু দেওয়ার সময় ধুলা ওড়ার কারণে প্রতিবেশী মমতা বেগম গালিগালাজ করতে থাকেন। পরে দুপক্ষের নারী-পুরুষ মিলে ঢিল ছোড়াছুড়ি শুরু করে দেয়। এ সময় আবুনি বেগমের ওপর প্রতিপক্ষের ৩-৪টি ঢিল এসে পড়লে তিনি অসুস্থ হয়ে যান। পরে গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। গতকাল রাত ৯টায় আবুনি বেগম আবার অসুস্থ হয়ে পড়েন। পল্লি চিকিৎসক এসে তাঁকে মৃত ঘোষণা করেন।
আবুনি বেগমের ছেলে মঞ্জু মিয়া (৪৫) বলেন, ‘উঠান ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে আমার মাকে আমীর হোসেন (৪৮), মিন্টু (৫৬), জসিম (৩৫) ও মমতা বেগম (৪০) ইটের টুকরা দিয়ে উপর্যুপরি ঢিল ছুড়ে আহত করেছে। গত রাতে মা মারা গেছেন। আমি আমার মায়ের হত্যার বিচার চাই।’ এ ঘটনায় ওই চারজনের বিরুদ্ধে রাতে থানায় মামলা করবেন বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মুছাব্বির খান বলেন, ‘শুনেছি উঠান ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে আবুনি বেগম ও মমতা বেগমের মধ্যে ঝগড়া হয়। পরে দুপক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হলে আবুনি বেগম আহত হন। গত রাতে তিনি বাড়িতে মারা গেছেন।’
চাতলপাড় তদন্তকেন্দ্রের ইনচার্জ কাঞ্চন সিনহা ও তদন্ত কর্মকর্তা এসআই আবদুর রহিম বলেন, ‘আবুনি বেগমের বয়স ৯৫ বছর। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে। দুপক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হয়েছে। তাঁর ডান হাতে কনুইয়ের নিচে একটা আঘাতের চিহ্ন আছে। তাই মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের চিতল মাছ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর থেকে হরিনা ঘাটের মাঝামাঝি এলাকায় মাছটি ধরা পড়ে।
১১ মিনিট আগেগাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে ছুরিকাঘাতের মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে গাইবান্ধা সরকারি কলেজ গেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ফেরদৌস আহমেদ নেহাল (২৫) সাঘাটা উপজেলার হাট ভরতখালি গ্রামের বাসিন্দা।
২৯ মিনিট আগেনোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে আটক করা হয়।
৩৩ মিনিট আগেরাজশাহীর পুঠিয়ায় খাস পুকুর ও দিঘি ইজারার দরপত্র জমা দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। এ সময় দলীয় কার্যালয় ও তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে পরে সেনাবাহিনী গিয়ে তা স্বাভাবিক করে।
১ ঘণ্টা আগে