চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক তরুণের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢেমুশিয়ার ছয়কুড়িটিক্কাপাড়া গ্রামের সড়ক থেকে তরুণকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত তরুণের নাম মো. জাকের হোসেন (১৮)। তিনি ওই এলাকার মাছ বিক্রেতা আব্দুল কাদেরের ছেলে। তিনি বাবার সঙ্গে মাছ বিক্রিতে সহায়তা করতেন।
চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম রকীব উর রাজা আজকের পত্রিকাকে বলেন, পশ্চিম ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই তরুণ। তাঁর বুকের বাম পাঁজর ও বাম রানের মাংস পেশিতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ধারালো ছুরির আঘাতে জাকের নিহত হয়েছেন। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত জাকের এর বাবা আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, তাঁর ছেলেকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে কারও সঙ্গে শক্রতা নেই। কে বা কারা, কী কারণে হত্যা করেছে, তিনি জানেন না। তবে তিনি ছেলে খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, নিহত তরুণের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা হয়েছে। পুলিশের দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে চেষ্টা চালাচ্ছেন।
নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পরিদর্শক ইয়াছিন।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক তরুণের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢেমুশিয়ার ছয়কুড়িটিক্কাপাড়া গ্রামের সড়ক থেকে তরুণকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত তরুণের নাম মো. জাকের হোসেন (১৮)। তিনি ওই এলাকার মাছ বিক্রেতা আব্দুল কাদেরের ছেলে। তিনি বাবার সঙ্গে মাছ বিক্রিতে সহায়তা করতেন।
চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম রকীব উর রাজা আজকের পত্রিকাকে বলেন, পশ্চিম ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই তরুণ। তাঁর বুকের বাম পাঁজর ও বাম রানের মাংস পেশিতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ধারালো ছুরির আঘাতে জাকের নিহত হয়েছেন। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত জাকের এর বাবা আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, তাঁর ছেলেকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে কারও সঙ্গে শক্রতা নেই। কে বা কারা, কী কারণে হত্যা করেছে, তিনি জানেন না। তবে তিনি ছেলে খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, নিহত তরুণের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা হয়েছে। পুলিশের দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে চেষ্টা চালাচ্ছেন।
নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পরিদর্শক ইয়াছিন।
সাদাপাথর, জাফলং, বিছনাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি। সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি। দিনদুপুরে ঘটছে এসব ঘটনা। রাংপানি পর্যটনকেন্দ্র একসময় শ্রীপুর নামে পরিচিত ছিল। সালমান শাহসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সিনেমার শুটিং হয়েছিল সেই সময়।
২০ মিনিট আগেনদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
৩৯ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
৪২ মিনিট আগেকক্সবাজারের রামু উপজেলা সদর থেকে বাঁকখালী নদীর তীরের তিন কিলোমিটার আঁকাবাঁকা পথ বেয়ে গেলেই রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের জাদিপাড়া। সড়কের পাশ ঘেঁষে ৩০০ ফুট উঁচু পাহাড়চূড়ায় অবস্থিত প্রায় ২৫০ বছরের প্রাচীন লাওয়ে জাদি (প্যাগোডা)।
১ ঘণ্টা আগে