ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে কারাগারে থাকা রাজনৈতিক মামলার এক আসামি দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁকে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। জানাজা নামাজের সময় ওই আসামির হাতে হাতকড়া পড়ানো ছিল।
প্যারোলে মুক্তি পাওয়া ওই ছাত্রদল নেতার নাম সিদ্দিকুর রহমান। সে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধিয়া গ্রামের মোকছেদ আলীর ছেলে। সিদ্দিকুর রহমান ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ছাত্রদলের ইউনিয়ন কমিটির সভাপতি প্রার্থী। সিদ্দিকুর বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী।
জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি ঝালকাঠিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে পুলিশের দায়ের করা মামলার ৮ নম্বর আসামি সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি ঝালকাঠি জেলা কারাগারে ছিলেন। গতকাল বুধবার বিকেলে তার বাবা মোকছেদ আলী হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন সিদ্দিকুরের ভাই মিজানুর রহমান। আজ বৃহস্পতিবার বিকেলে দুই ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়। এরপর বিকেল ৫টায় সিদ্দিকুর রহমান ক্যান্ডকাপ পরিহিত অবস্থায় বাবার জানাজায় অংশ নেয়। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
সিদ্দিকুর রহমানের ভাই মিজানুর রহমান জানান, ‘আমার ভাই বিএনপির কর্মসূচিতে অংশ নিলেও পুলিশের ওপর হামলার ঘটনায় সিদ্দকুর জড়িত ছিল না। আমাদের পরিবারের ছোট ভাই সিদ্দিকুরের গ্রেপ্তারের পর থেকেই বাবা অসুস্থ হয়ে পড়েন।’
ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফারাহ্ গুল নিঝুম বলেন, আসামি সিদ্দিকুর রহমানের বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য তার ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে তাঁকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়েছে।
ঝালকাঠিতে কারাগারে থাকা রাজনৈতিক মামলার এক আসামি দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁকে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। জানাজা নামাজের সময় ওই আসামির হাতে হাতকড়া পড়ানো ছিল।
প্যারোলে মুক্তি পাওয়া ওই ছাত্রদল নেতার নাম সিদ্দিকুর রহমান। সে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধিয়া গ্রামের মোকছেদ আলীর ছেলে। সিদ্দিকুর রহমান ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ছাত্রদলের ইউনিয়ন কমিটির সভাপতি প্রার্থী। সিদ্দিকুর বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী।
জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি ঝালকাঠিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে পুলিশের দায়ের করা মামলার ৮ নম্বর আসামি সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি ঝালকাঠি জেলা কারাগারে ছিলেন। গতকাল বুধবার বিকেলে তার বাবা মোকছেদ আলী হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন সিদ্দিকুরের ভাই মিজানুর রহমান। আজ বৃহস্পতিবার বিকেলে দুই ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়। এরপর বিকেল ৫টায় সিদ্দিকুর রহমান ক্যান্ডকাপ পরিহিত অবস্থায় বাবার জানাজায় অংশ নেয়। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
সিদ্দিকুর রহমানের ভাই মিজানুর রহমান জানান, ‘আমার ভাই বিএনপির কর্মসূচিতে অংশ নিলেও পুলিশের ওপর হামলার ঘটনায় সিদ্দকুর জড়িত ছিল না। আমাদের পরিবারের ছোট ভাই সিদ্দিকুরের গ্রেপ্তারের পর থেকেই বাবা অসুস্থ হয়ে পড়েন।’
ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফারাহ্ গুল নিঝুম বলেন, আসামি সিদ্দিকুর রহমানের বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য তার ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে তাঁকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়েছে।
রাজশাহীর পুঠিয়ায় খাস পুকুর ও দিঘি ইজারার দরপত্র জমা দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। এ সময় দলীয় কার্যালয় ও তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে পরে সেনাবাহিনী গিয়ে তা স্বাভাবিক করে।
২৮ মিনিট আগেকুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলের সময় বজ্রপাতে বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। এ সময় টহল দলে বিজিবি ও আনসারের অন্তত পাঁচ সদস্য আহত হন। নিহত রিয়াদ হোসেন (৩২) জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি ছিলেন। তিনি নেত্রকোনার আটাপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের
১ ঘণ্টা আগেঢাকা থেকে খুলনায় আনা দেশি-বিদেশি মদের একটি চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি প্রাইভেট কারসহ দুজন গ্রেপ্তার হয়েছেন। গাড়িটির মালিক একজন সাবেক সচিব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে রূপসা সেতুর টোল প্লাজায় চালানটি জব্দ করে।
১ ঘণ্টা আগেফেসবুক পোস্টে ফয়েজ আহমদ লিখেছেন, “’৭১ প্রশ্নটি আপসযোগ্য নয়—এমন সৎ উচ্চারণের কারণে মাহফুজ আলমের ওপরে বর্বর ভাষায় আক্রমণ হয়েছে। তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রতীকী পশু বলি দেওয়া হয়েছে। এমন জঘন্য কাজের পরে আজ তাঁর ওপর টার্গেটেড হামলা হয়েছে। সরাসরি মাথায় এ রকম হামলা ব্যক্তির মৃত্যুর কারণ ঘটাতে পারে
১ ঘণ্টা আগে