Ajker Patrika

বরিশালে দোকান কর্মচারীদের ৭ দফা দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে দোকান কর্মচারীদের ৭ দফা দাবিতে বিক্ষোভ

বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের নেতারা ৭ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ শুক্রবার চকবাজার রোডে এই বিক্ষোভ করেন তারা। এ সময় তারা অত্যাবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সপ্তাহে দেড় দিন ছুটি, নিয়োগপত্র ও পরিচয়পত্র পাওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করেন। 

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, বিভিন্ন বিষয়ে শ্রমিকদের আইনগত অধিকার থাকলেও মালিকপক্ষ তা মানছে না। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বরিশালকে বারবার লিখিত এবং মৌখিকভাবে অনুরোধ জানালেও তারা কোনো ভূমিকা রাখছে না। 

শ্রমিক নেতা স্বপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন নেতা এ্যাড. একে আজাদ, আলাউদ্দিন মোল্লা, মো. মিজানুর রহমান সেলিম, অপূর্ব গৌতম, আবুল বাসার আকন, মো. আলম খান, মো. হাসেম মিয়া, মো. আবু সাইদসহ আরও অনেকে। 

শ্রমিক নেতারা বলেন, অবিলম্বে শ্রমিক ছাটাই, নির্যাতন, হয়রানি বন্ধ না হলে আগামী ১১ আগস্ট রাজপথ অবরোধ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত