Ajker Patrika

মির্জাগঞ্জে ২৪ ঘণ্টা বিদ্যুৎবিহীন ১৫ হাজার গ্রাহক

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি 
মির্জাগঞ্জে ২৪ ঘণ্টা বিদ্যুৎবিহীন ১৫ হাজার গ্রাহক

পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎবিহীন রয়েছেন ১৫ হাজার গ্রাহক। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে আজ শুক্রবার বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎবিহীন ছিলেন এসব গ্রাহক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

মির্জাগঞ্জ সাব–জোনাল অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় বিদ্যুৎ সংযোগ গ্রাহকের সংখ্যা ৩৯ হাজার। গতকাল ঝড়ের পরে ২৪ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে, বাকি ১৫ হাজার গ্রাহককে এখনো সংযোগ দেওয়া সম্ভব হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, গতকাল বেলা ১১টার দিকে ঝড়ের কারণে বিদ্যুৎ চলে যায়। আজ বেলা ১১টা পর্যন্ত বেশ কিছু এলাকার গ্রাহক এখনো বিদ্যুৎ সংযোগ পাননি। তাঁদের লাইনে কোনো গাছপালাও ভেঙে পড়েনি। লাইনে কোনো ত্রুটিও নেই। তবু বিদ্যুৎ বিভাগ ইচ্ছা করে এই সংযোগগুলো দিচ্ছে না। স্থানীয় বিদ্যুৎ অফিসের অভিযোগ, কেন্দ্রগুলোতে যোগাযোগ করা হলেও তারা এখনো এলাকায় আসেনি।

জানতে চাইলে মাধবখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার আজকের পত্রিকাকে বলেন, মুন্সিরহাট বাজারসহ কিসমত ঝাটিবুনিয়া, বাজিতা চতুর্থ খণ্ড ও মাধবখালী গ্রামে অনেক গ্রাহক রয়েছেন। ঝড়ের পরে বিদ্যুৎ বিভাগের কোনো লোকজন এখন পর্যন্ত এলাকায় আসেনি।

এ বিষয়ে কাঁঠালতলী অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. প্রিন্স আওলাদ হোসেন বলেন, ‘বেশ কিছু এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। আমরা মাঠে আছি, যেসব লাইনে এখনো সংযোগ দিতে পারেনি, দ্রুত সংযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

মির্জাগঞ্জ সাব–জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মেহেদী হাসান বলেন, ঝড়ের পরে ৬০ ভাগ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। বাকি ৪০ ভাগ গ্রাহক এখনো বিদ্যুৎ পাননি। আজকের মধ্যে সব গ্রাহককে বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত