বরগুনা প্রতিনিধি
গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বরগুনা থেকে ঢাকাগামী লঞ্চ ও বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার বরগুনা থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ চলাচল করবে না বলে জানিয়েছেন লঞ্চ পরিবহন মালিক এমকে শিপিং লাইনসের বরগুনা পরিদর্শক এনায়েত হোসেন।
আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার বরগুনা থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ চলাচল করবে না। তবে আজ ঢাকা থেকে বরগুনার উদ্দেশে লঞ্চ ছেড়ে আসবে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু বলেন, ‘বরগুনা-ঢাকা রুটে বাস চলাচল আজ থেকে বন্ধ রয়েছে। আগামী শনিবার সন্ধ্যায় বরগুনা থেকে ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যাবে।’
অপরদিকে, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচি নেওয়া হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু।
টুকু বলেন, ‘এই মুহূর্তে আমাদের কোনো কর্মসূচি নেই। তবে আমাদের নেতা-কর্মীরা সতর্ক রয়েছেন। বিএনপি যদি কোনো ধরনের সহিংসতার পরিস্থিতি সৃষ্টি করে তাহলে আমরা প্রতিহত করতে প্রস্তুত রয়েছি।’
এ ব্যাপারে জেলা বিএনপির সদস্যসচিব তারিকুজ্জামান টিটু বলেন, ‘এই মুহূর্তে আমাদের নেতা-কর্মীরা ঢাকায় অবস্থান করছেন। বিভিন্ন জেলা, উপজেলা ও অন্যান্য ইউনিট থেকে প্রায় ৩ হাজার নেতা-কর্মী ঢাকায় জমায়েত হয়েছেন। যে কারণে জেলায় আমাদের কোনো কর্মসূচি নেই।’
সদস্যসচিব আরও বলেন, ‘বরগুনায় গণসমাবেশকে কেন্দ্র করে ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরই মধ্যে দুজন জামিনে মুক্ত হয়েছেন। অপরজনকেও মুক্ত করার ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, নাশকতার চেষ্টার অভিযোগে করা মামলায় এ পর্যন্ত বরগুনায় তিন নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে দুজন জামিনে মুক্ত হয়েছেন।
ওসি আরও বলেন, ‘যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করা হয়েছে।’
গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বরগুনা থেকে ঢাকাগামী লঞ্চ ও বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার বরগুনা থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ চলাচল করবে না বলে জানিয়েছেন লঞ্চ পরিবহন মালিক এমকে শিপিং লাইনসের বরগুনা পরিদর্শক এনায়েত হোসেন।
আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার বরগুনা থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ চলাচল করবে না। তবে আজ ঢাকা থেকে বরগুনার উদ্দেশে লঞ্চ ছেড়ে আসবে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু বলেন, ‘বরগুনা-ঢাকা রুটে বাস চলাচল আজ থেকে বন্ধ রয়েছে। আগামী শনিবার সন্ধ্যায় বরগুনা থেকে ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যাবে।’
অপরদিকে, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচি নেওয়া হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু।
টুকু বলেন, ‘এই মুহূর্তে আমাদের কোনো কর্মসূচি নেই। তবে আমাদের নেতা-কর্মীরা সতর্ক রয়েছেন। বিএনপি যদি কোনো ধরনের সহিংসতার পরিস্থিতি সৃষ্টি করে তাহলে আমরা প্রতিহত করতে প্রস্তুত রয়েছি।’
এ ব্যাপারে জেলা বিএনপির সদস্যসচিব তারিকুজ্জামান টিটু বলেন, ‘এই মুহূর্তে আমাদের নেতা-কর্মীরা ঢাকায় অবস্থান করছেন। বিভিন্ন জেলা, উপজেলা ও অন্যান্য ইউনিট থেকে প্রায় ৩ হাজার নেতা-কর্মী ঢাকায় জমায়েত হয়েছেন। যে কারণে জেলায় আমাদের কোনো কর্মসূচি নেই।’
সদস্যসচিব আরও বলেন, ‘বরগুনায় গণসমাবেশকে কেন্দ্র করে ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরই মধ্যে দুজন জামিনে মুক্ত হয়েছেন। অপরজনকেও মুক্ত করার ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, নাশকতার চেষ্টার অভিযোগে করা মামলায় এ পর্যন্ত বরগুনায় তিন নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে দুজন জামিনে মুক্ত হয়েছেন।
ওসি আরও বলেন, ‘যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করা হয়েছে।’
রাজধানীর উত্তরা পূর্ব থানায় শিলা আক্তার নামের এক নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ২৭১ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার ১৬৫ নম্বর আসামি গাজীপুর মহানগরীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ হোসেন বকুল। তিনি অভিযোগ করেছেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
২ ঘণ্টা আগেমাটির বুদ্ধ। সাধারণত মহামতি গৌতম বুদ্ধকে যে ধ্যানস্থ বসার ভঙ্গিতে দেখা যায়, এটি তেমন নয়। মাথা কাত করে এক পাশে হাতের দিকে এলিয়ে দেওয়া। আছে সুই–সুতা দিয়ে তৈরি করা বুদ্ধের চিত্র। ছাই দিয়েও আঁকা হয়েছে তাঁর ছবি।
২ ঘণ্টা আগেপাওনাদারদের ভয়ে আত্মগোপনে ছিলেন আবদুর রহিম। এর মধ্যে চট্টগ্রামের চাক্তাই খালে এক ব্যক্তির লাশ মিললে সেটি তাঁর বলে শনাক্ত করে দাফন করেন পরিবারের সদস্যরা। এবার সেই রহিমকে জীবিত খুঁজে পেয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চট্টগ্রামের সীমান্তবর্তী হওয়ায় আশপাশের আরও তিন উপজেলার রোগীরা এখানে ভিড় করেন। ৩১ শয্যার এই হাসপাতাল ২০২১ সালে ৫০ শয্যায় উত্তীর্ণ হলেও এখনো জনবল রয়ে গেছে আগের হিসাবেই। কিন্তু সেই অনুযায়ী ১০১ জন থাকার কথা থাকলেও কর্মরত আছেন ৫০ জন। ফলে জনবলসংকটে
২ ঘণ্টা আগে