বরগুনা প্রতিনিধি
গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বরগুনা থেকে ঢাকাগামী লঞ্চ ও বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার বরগুনা থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ চলাচল করবে না বলে জানিয়েছেন লঞ্চ পরিবহন মালিক এমকে শিপিং লাইনসের বরগুনা পরিদর্শক এনায়েত হোসেন।
আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার বরগুনা থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ চলাচল করবে না। তবে আজ ঢাকা থেকে বরগুনার উদ্দেশে লঞ্চ ছেড়ে আসবে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু বলেন, ‘বরগুনা-ঢাকা রুটে বাস চলাচল আজ থেকে বন্ধ রয়েছে। আগামী শনিবার সন্ধ্যায় বরগুনা থেকে ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যাবে।’
অপরদিকে, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচি নেওয়া হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু।
টুকু বলেন, ‘এই মুহূর্তে আমাদের কোনো কর্মসূচি নেই। তবে আমাদের নেতা-কর্মীরা সতর্ক রয়েছেন। বিএনপি যদি কোনো ধরনের সহিংসতার পরিস্থিতি সৃষ্টি করে তাহলে আমরা প্রতিহত করতে প্রস্তুত রয়েছি।’
এ ব্যাপারে জেলা বিএনপির সদস্যসচিব তারিকুজ্জামান টিটু বলেন, ‘এই মুহূর্তে আমাদের নেতা-কর্মীরা ঢাকায় অবস্থান করছেন। বিভিন্ন জেলা, উপজেলা ও অন্যান্য ইউনিট থেকে প্রায় ৩ হাজার নেতা-কর্মী ঢাকায় জমায়েত হয়েছেন। যে কারণে জেলায় আমাদের কোনো কর্মসূচি নেই।’
সদস্যসচিব আরও বলেন, ‘বরগুনায় গণসমাবেশকে কেন্দ্র করে ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরই মধ্যে দুজন জামিনে মুক্ত হয়েছেন। অপরজনকেও মুক্ত করার ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, নাশকতার চেষ্টার অভিযোগে করা মামলায় এ পর্যন্ত বরগুনায় তিন নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে দুজন জামিনে মুক্ত হয়েছেন।
ওসি আরও বলেন, ‘যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করা হয়েছে।’
গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বরগুনা থেকে ঢাকাগামী লঞ্চ ও বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার বরগুনা থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ চলাচল করবে না বলে জানিয়েছেন লঞ্চ পরিবহন মালিক এমকে শিপিং লাইনসের বরগুনা পরিদর্শক এনায়েত হোসেন।
আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার বরগুনা থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ চলাচল করবে না। তবে আজ ঢাকা থেকে বরগুনার উদ্দেশে লঞ্চ ছেড়ে আসবে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু বলেন, ‘বরগুনা-ঢাকা রুটে বাস চলাচল আজ থেকে বন্ধ রয়েছে। আগামী শনিবার সন্ধ্যায় বরগুনা থেকে ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যাবে।’
অপরদিকে, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচি নেওয়া হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু।
টুকু বলেন, ‘এই মুহূর্তে আমাদের কোনো কর্মসূচি নেই। তবে আমাদের নেতা-কর্মীরা সতর্ক রয়েছেন। বিএনপি যদি কোনো ধরনের সহিংসতার পরিস্থিতি সৃষ্টি করে তাহলে আমরা প্রতিহত করতে প্রস্তুত রয়েছি।’
এ ব্যাপারে জেলা বিএনপির সদস্যসচিব তারিকুজ্জামান টিটু বলেন, ‘এই মুহূর্তে আমাদের নেতা-কর্মীরা ঢাকায় অবস্থান করছেন। বিভিন্ন জেলা, উপজেলা ও অন্যান্য ইউনিট থেকে প্রায় ৩ হাজার নেতা-কর্মী ঢাকায় জমায়েত হয়েছেন। যে কারণে জেলায় আমাদের কোনো কর্মসূচি নেই।’
সদস্যসচিব আরও বলেন, ‘বরগুনায় গণসমাবেশকে কেন্দ্র করে ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরই মধ্যে দুজন জামিনে মুক্ত হয়েছেন। অপরজনকেও মুক্ত করার ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, নাশকতার চেষ্টার অভিযোগে করা মামলায় এ পর্যন্ত বরগুনায় তিন নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে দুজন জামিনে মুক্ত হয়েছেন।
ওসি আরও বলেন, ‘যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করা হয়েছে।’
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে দিনভর ছিল স্থবিরতা। এর প্রভাব পড়েছে নগরের অন্যান্য অংশে। প্রবেশমুখ-সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট থাকলেও অন্যত্র ছিল গণপরিবহনের সংকট। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
৫ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন এক্সচেঞ্জটি এখন গ্রাহকের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে একসময় নেওয়া ফোন সংযোগ এখন অধিকাংশ গ্রাহকের না থাকলেও প্রতি মাসে গুনতে হচ্ছে বিল। অন্যদিকে অল্প কয়েকটি ইন্টারনেট সংযোগেও সেবার...
৫ ঘণ্টা আগেজয়পুরহাটের কালাই উপজেলার এলজিইডির সড়ক প্রশস্তকরণ ও দৃঢ়ীকরণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি এ প্রকল্পের কাজে নিম্নমানের উপকরণ, সঠিকভাবে সেতু (সাঁকো) নির্মাণ না করা, এমনকি তিন ফসলি জমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে রাস্তার সাইড ফিলিং করার অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে৫০০ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের র্যাটহোল (পরিত্যক্ত সুড়ঙ্গ)। কখনো হামাগুড়ি, কখনো নুয়ে হেঁটে র্যাটহোলে ঢুকে গাঁইতি, শাবল, বেলচা দিয়ে টুকরো টুকরো কয়লা তুলে বস্তায় ভরে নিয়ে আসেন শ্রমিকেরা। ঝুঁকি নিয়ে এভাবে কয়লা সংগ্রহের সময় ঘটে দুর্ঘটনা। সীমান্তের ওপার থেকে কয়লা আনতে গিয়ে সরকারি হিসাবেই...
৫ ঘণ্টা আগে