খান রফিক, নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে দলের সমর্থক ও নেতা-কর্মীদের মিছিলের ঢল নেমেছে বরিশাল মহানগরীতে। লোকে লোকারণ্য হয়ে উঠেছে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান (পুরোনো বেলস পার্ক)। বরিশাল শহর যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে। নগরের বিভিন্ন সড়ক ও অলিগলি থেকে একের পর এক মিছিল বের হয়ে ছুটছে বঙ্গবন্ধু উদ্যানের দিকে।
গণসমাবেশ শুরু হওয়ার কথা দুপুর ২টায়। তবে তার অনেক আগে ভোর থেকে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শনিবার সকাল ১০টার দিকে উদ্যান উপচে মানুষের ভিড় ছড়িয়ে পড়েছে আশপাশের কয়েক কিলোমিটার এলাকার সড়কগুলোতে।
সরেজমিন নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিমে বিআইপি কলোনি গেট, পূর্বে কর অফিস, উত্তরে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত লোকারণ্য হয়ে পড়েছে। শুক্রবার রাতেই বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বিএনপি হাজার হাজার নেতা-কর্মী বঙ্গবন্ধু উদ্যানে এসে অবস্থান নেন।
একাধিক প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন জেলা থেকে সম্মেলনে আসা বিএনপির কর্মীরা এই প্রতিবেদককে জানান, সকাল ৭টার পর থেকেই একের পর এক মিছিল বঙ্গবন্ধু উদ্যানের দিকে আসতে থাকে। বিভিন্ন এলাকা থেকে নৌকা ও ট্রলারে আসা বিএনপির নেতা-কর্মীরা উদ্যানের দক্ষিণ পাশে কীর্তনখোলা নদীতীরের ত্রিশ গোডাউন, কেডিসি ও মুক্তিযোদ্ধা পার্ক এলাকার ঘাটে নেমে সেখান থেকে সমাবেশস্থলে আসেন। তাঁরা অনেকেই গভীর রাতে নিজ নিজ এলাকা থেকে রওনা হন। তাঁরা ট্রলার থেকে নেমে মিছিল করে গণসমাবেশের মাঠে আসেন।
বরিশাল মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিন বলেন, ‘নগরের ৩০ ওয়ার্ডের নেতা-কর্মীরা দুপুর ১২টার পরে নিজ নিজ এলাকা থেকে সমাবেশের দিকে রওনা হবেন। মূল মাঠ ছেড়ে জনসমাগমসহ আশপাশের দুই কিলোমিটার এলাকায় ছাড়িয়ে যাবে বলে ধারণা করছি আমরা।’
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে দলের সমর্থক ও নেতা-কর্মীদের মিছিলের ঢল নেমেছে বরিশাল মহানগরীতে। লোকে লোকারণ্য হয়ে উঠেছে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান (পুরোনো বেলস পার্ক)। বরিশাল শহর যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে। নগরের বিভিন্ন সড়ক ও অলিগলি থেকে একের পর এক মিছিল বের হয়ে ছুটছে বঙ্গবন্ধু উদ্যানের দিকে।
গণসমাবেশ শুরু হওয়ার কথা দুপুর ২টায়। তবে তার অনেক আগে ভোর থেকে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শনিবার সকাল ১০টার দিকে উদ্যান উপচে মানুষের ভিড় ছড়িয়ে পড়েছে আশপাশের কয়েক কিলোমিটার এলাকার সড়কগুলোতে।
সরেজমিন নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিমে বিআইপি কলোনি গেট, পূর্বে কর অফিস, উত্তরে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত লোকারণ্য হয়ে পড়েছে। শুক্রবার রাতেই বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বিএনপি হাজার হাজার নেতা-কর্মী বঙ্গবন্ধু উদ্যানে এসে অবস্থান নেন।
একাধিক প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন জেলা থেকে সম্মেলনে আসা বিএনপির কর্মীরা এই প্রতিবেদককে জানান, সকাল ৭টার পর থেকেই একের পর এক মিছিল বঙ্গবন্ধু উদ্যানের দিকে আসতে থাকে। বিভিন্ন এলাকা থেকে নৌকা ও ট্রলারে আসা বিএনপির নেতা-কর্মীরা উদ্যানের দক্ষিণ পাশে কীর্তনখোলা নদীতীরের ত্রিশ গোডাউন, কেডিসি ও মুক্তিযোদ্ধা পার্ক এলাকার ঘাটে নেমে সেখান থেকে সমাবেশস্থলে আসেন। তাঁরা অনেকেই গভীর রাতে নিজ নিজ এলাকা থেকে রওনা হন। তাঁরা ট্রলার থেকে নেমে মিছিল করে গণসমাবেশের মাঠে আসেন।
বরিশাল মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিন বলেন, ‘নগরের ৩০ ওয়ার্ডের নেতা-কর্মীরা দুপুর ১২টার পরে নিজ নিজ এলাকা থেকে সমাবেশের দিকে রওনা হবেন। মূল মাঠ ছেড়ে জনসমাগমসহ আশপাশের দুই কিলোমিটার এলাকায় ছাড়িয়ে যাবে বলে ধারণা করছি আমরা।’
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল এমন প্রত্যয়নপত্র দিয়েছেন বলে জানা গেছে। মো. শরীফ মিয়া (২২) নামে এক যুবককে ধর্ষক হিসেবে আখ্যায়িত করে এ প্রত্যয়নপত্র দেওয়া হয়।
২৬ মিনিট আগেপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) আওতাধীন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) পিইপিঅ্যান্ডএম বিভাগে কর্মরত মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) মো. আবু তালেব ফরাজীকে কাজের স্বার্থে সংস্থার আওতাধীন বড়পুকুরিয়া...
৩৯ মিনিট আগেসুনামগঞ্জে বাস ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
১ ঘণ্টা আগেবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিন রোববার সন্ধ্যার পর সাংবাদিকদের বলেন, ‘বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর জন্য আমার কাছে সরকারি কোনো নির্দেশনা আসেনি। তাই আমি ছবি সরাতে যাইনি। মূলত বিদ্যালয় এলাকার একটি মহল সকালে বিদ্যালয়ে এসে দেয়ালে বঙ্গবন্ধুর ছবি দেখে ক্ষোভ প্রকাশ করে।’
২ ঘণ্টা আগে