Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৮: ৫৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদিকুল আরেফিনসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে রুল জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকে স্বপদে বহাল না করায় বিচারপতি বিশ্বমাধব চক্রবর্তী এবং বিচারপতি মো. আলী রেজার দ্বৈত বেঞ্চ গত ৯ আগস্ট এই রুল জারি করেন।

অন্য যে দুজনের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে তাঁরা হলেন ববির ট্রেজারার ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুপ্রভাত হালদার। এ আদেশের সার্টিফায়েড কপি পাওয়ার তথ্য আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন রিট আবেদনকারী মনিরুল ইসলাম।

চাকরিচ্যুত রেজিস্ট্রার মনিরুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট মো. সালাউদ্দিন দোলন আজকের পত্রিকাকে বলেন, গত ৮ ফেব্রুয়ারি হাইকোর্টের এক আদেশে রেজিস্ট্রার মনিরুল ইসলামকে স্বপদে বহালের নির্দেশ দেওয়া হয়। এ আদেশ কেন ববি উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রার লঙ্ঘন করছেন তা জানতে রুল জারি করেন আদালতের দ্বৈত বেঞ্চ। তা ছাড়া হাইকোর্টের আদেশ যে লঙ্ঘন করা হয়েছে, এর দায়ে কেন উপাচার্যসহ তিনজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, চার সপ্তাহের মধ্যে এর জবাব চাওয়া হয়।

অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন আরও বলেন, চাকরিচ্যুত রেজিস্ট্রার মনিরুল ইসলামকে স্বপদে বহালের উচ্চ আদালতের আদেশের পর গত ১১ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পেছনের তারিখ দেখিয়ে তাঁকে যে সাময়িক বরখাস্ত এবং শোকজ নোটিশ দিয়েছে, তাও ছয় মাসের জন্য স্থগিত করেছেন আদালত।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, চাকরিচ্যুত রেজিস্ট্রারের স্বপদে বহাল হওয়ার বিষয়ে উচ্চ আদালত একটি আদেশ দিয়েছেন বলে তিনি শুনেছেন। তবে রুল জারির নির্দেশনা অফিশিয়ালি তিনি এখনো হাতে পাননি।

ববি উপাচার্য ড. ছাদেকুল আরেফিনকে এ বিষয়ে জানতে চেয়ে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি। 

প্রসঙ্গত, ২০১৯ সালের ১০ এপ্রিল নৈতিক স্খলনের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ড. ইমামুল হক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামকে চাকরিচ্যুত করেন। এর বিরুদ্ধে ওই বছরই তিনি রিট করেন। গত ৪ ফেব্রুয়ারি মনিরুলকে স্বপদে বহাল করতে ববি উপাচার্যকে নির্দেশ দেন হাইকোর্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত