আমতলী (বরগুনা) প্রতিনিধি
নৌকায় করে বরিশালে ‘ধানের শীষের’ বিভাগীয় সম্মেলনে যাচ্ছেন আমতলী উপজেলা বিএনপির ৫ হাজার নেতা-কর্মী। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার পরিবহন মালিক সমিতি মহাসড়কে তিন চাকার গাড়ি বন্ধের দাবিতে বাস ধর্মঘট আহ্বান করে। উপায় না পেয়ে বিএনপির নেতা-কর্মীরা নদীপথেই আজ শুক্রবার ভোর থেকে নৌকায় করে বরিশাল যাচ্ছেন।
বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা বিএনপির উদ্যোগে পাঁচটি ইঞ্জিনচালিত কার্গো নৌকা ভাড়া করা হয়েছে। নৌকাগুলোতে এক থেকে দেড় হাজার নেতা-কর্মী বরিশালে যাওয়ার কথা। আজ শুক্রবার ভোররাতে নৌকাগুলো উপজেলার গুলিশাখালী বাজার থেকে ছেড়ে যায়।
এদিকে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল আহম্মেদ ফকির ও সদস্যসচিব মো. তুহিন মৃধার নেতৃত্বে প্রায় আড়াই হাজার নেতা-কর্মী সম্মেলনস্থলে এসে পৌঁছান। এ বিষয়ে আমতলী উপজেলা বিএনপির সদস্যসচিব মো. তুহিন মৃধা বলেন, ‘বিএনপির বিভাগীয় সম্মেলন বাধাগ্রস্ত করতে মালিক সমিতি বাস ধর্মঘট আহ্বান করেছে। ফলে দুই দিন আগেই বাসযোগে সম্মেলনস্থলে এসেছি। আরও অনেক নেতা-কর্মী রয়েছেন, যাঁরা আজ নৌকায় করে সম্মেলনে আসবেন।’
আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল আহম্মেদ ফকির বলেন, ‘কোনো বাধাই বিএনপির নেতা-কর্মীদের দমিয়ে রাখতে পারবে না। সব বাধা উপেক্ষা করে উপজেলা থেকে সড়ক ও নদীপথে অন্তত পাঁচ হাজার নেতা-কর্মী সম্মেলনে যোগদান করবেন। এরই মধ্যে অন্তত ২ হাজার ৫০০ নেতা-কর্মী সম্মেলনস্থলে এসেছেন।’
তবে বিএনপির সম্মেলন বাধাগ্রস্ত করতে নয়, বরং মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল বন্ধের দাবিতে ধর্মঘট আহ্বান করা হয়েছে বলে দাবি করেছেন বরগুনা মালিক সমিতির কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাসান মৃধা। তিনি বলেন, ‘মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল বন্ধের দাবিতে দুই দিনের ধর্মঘট আহ্বান করা হয়েছে।’
নৌকায় করে বরিশালে ‘ধানের শীষের’ বিভাগীয় সম্মেলনে যাচ্ছেন আমতলী উপজেলা বিএনপির ৫ হাজার নেতা-কর্মী। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার পরিবহন মালিক সমিতি মহাসড়কে তিন চাকার গাড়ি বন্ধের দাবিতে বাস ধর্মঘট আহ্বান করে। উপায় না পেয়ে বিএনপির নেতা-কর্মীরা নদীপথেই আজ শুক্রবার ভোর থেকে নৌকায় করে বরিশাল যাচ্ছেন।
বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা বিএনপির উদ্যোগে পাঁচটি ইঞ্জিনচালিত কার্গো নৌকা ভাড়া করা হয়েছে। নৌকাগুলোতে এক থেকে দেড় হাজার নেতা-কর্মী বরিশালে যাওয়ার কথা। আজ শুক্রবার ভোররাতে নৌকাগুলো উপজেলার গুলিশাখালী বাজার থেকে ছেড়ে যায়।
এদিকে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল আহম্মেদ ফকির ও সদস্যসচিব মো. তুহিন মৃধার নেতৃত্বে প্রায় আড়াই হাজার নেতা-কর্মী সম্মেলনস্থলে এসে পৌঁছান। এ বিষয়ে আমতলী উপজেলা বিএনপির সদস্যসচিব মো. তুহিন মৃধা বলেন, ‘বিএনপির বিভাগীয় সম্মেলন বাধাগ্রস্ত করতে মালিক সমিতি বাস ধর্মঘট আহ্বান করেছে। ফলে দুই দিন আগেই বাসযোগে সম্মেলনস্থলে এসেছি। আরও অনেক নেতা-কর্মী রয়েছেন, যাঁরা আজ নৌকায় করে সম্মেলনে আসবেন।’
আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল আহম্মেদ ফকির বলেন, ‘কোনো বাধাই বিএনপির নেতা-কর্মীদের দমিয়ে রাখতে পারবে না। সব বাধা উপেক্ষা করে উপজেলা থেকে সড়ক ও নদীপথে অন্তত পাঁচ হাজার নেতা-কর্মী সম্মেলনে যোগদান করবেন। এরই মধ্যে অন্তত ২ হাজার ৫০০ নেতা-কর্মী সম্মেলনস্থলে এসেছেন।’
তবে বিএনপির সম্মেলন বাধাগ্রস্ত করতে নয়, বরং মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল বন্ধের দাবিতে ধর্মঘট আহ্বান করা হয়েছে বলে দাবি করেছেন বরগুনা মালিক সমিতির কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাসান মৃধা। তিনি বলেন, ‘মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল বন্ধের দাবিতে দুই দিনের ধর্মঘট আহ্বান করা হয়েছে।’
কারারক্ষী পদে নিয়োগের শর্ত চাওয়া হয়েছে প্রার্থীর শারীরিক উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। সেই শর্ত পূরণের পরও রাজশাহীতে অনেককেই শারীরিক পরীক্ষার মাঠ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে বিক্ষোভ করেছেন বাদ পড়া...
১ মিনিট আগেদীর্ঘ ছয় বছর পর হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে ফিরেছেন মো. ইদ্রিস আলী সিকদার (৫০) নামে এক ইতালিপ্রবাসী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় শরীয়তপুর সদর উপজেলার বেড়া চিকন্দী উচ্চবিদ্যালয় মাঠে তাঁকে নিয়ে হেলিকপ্টারটি অবতরণ করে। হেলিকপ্টার দেখতে গ্রামের শিশু, কিশোর, নারী, পুরুষেরা স্কুলের মাঠে ভিড় জমান
২ মিনিট আগেনারায়ণগঞ্জে ব্যবসায়ী নুরুল হক মোল্লা হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আরও আটজনকে যাবজ্জীবন ও একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত
৪ মিনিট আগেনেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু তোলায় সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় চালককে ৫০ হাজার করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেন। অপর চালককে ১৫ দিনের কারাদণ্ড দেন।
১২ মিনিট আগে