Ajker Patrika

বাসচাপায় মোটরসাইকেল আরোহী ২ শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১২: ৪৬
বাসচাপায় মোটরসাইকেল আরোহী ২ শিক্ষার্থী নিহত

বরিশালের সদর উপজেলার চরকাউয়া–গোমা রুটে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টায় বাকেরগঞ্জের চরামুদ্দি ইউনিয়নের নিমতলা কালভার্টের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। 

নিহতেরা হলেন উপজেলার চরাদির সন্তোসদী গ্রামের জসীম কাজীর ছেলে রাব্বি কাজী (১৮) এবং একই এলাকার নান্না মল্লিকের ছেলে নাজমুল মল্লিক (১৯)। তাঁরা উভয়েই আতাহার উদ্দীন হাওলাদার ডিগ্রি কলেজের ছাত্র।

স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার সকালে বাড়ি থেকে রাব্বি ও নাজমুল বরিশালের চরকাউয়ার দিকে যাচ্ছিলেন। অন্যদিকে গোমায় যাচ্ছিলেন সাগর পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস। পথে চরামুদ্দি ইউপির নিমতলার উত্তর পাশে, কালভার্টের সামনে বাসটি মোড় ঘোরানোর সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলসহ তাঁরা দুজন পড়ে গেলে বাসটি তাঁদের চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই রাব্বি ও নাজমুল নিহত হন। পরে বাস রেখেই পালিয়ে যান চালক ও তাঁর সহকারী। 

খবর পেয়ে চরামুদ্দি ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম দুর্ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এসআই আমিনুল ইসলাম বলেন, ‘বাসের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।’ 

ওই এলাকার বাসিন্দা ফারুক মল্লিক জানান, এই রুটের অধিকাংশ বাসই চলাচলের অনুপযোগী এবং চালকেরা বেপরোয়াভাবে এগুলো চালান। এ নিয়ে তাঁরা কিছুদিন আগে আন্দোলনও করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

এবার শিক্ষক নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএস

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত