Ajker Patrika

ঈদের দিন ঘুরতে বেরিয়ে বাইক থেকে ছিটকে পড়ে স্বামী নিহত, স্ত্রী আহত

  পিরোজপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে আজ সোমবার ঈদুল ফিতরের দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও তাঁর স্ত্রী আহত হয়েছেন।

উপজেলার ইন্দুরকানী-চণ্ডীপুর সড়কের ফকিরবাড়ি জামে মসজিদসংলগ্ন এলাকায় বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মহিউদ্দিন তুহিন (২৫)। তিনি বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের রাসেল হাওলাদারের ছেলে। তাঁর আহত স্ত্রীর নাম মিম আক্তার।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মহিউদ্দিন ও তাঁর স্ত্রী মিম ঈদ উপলক্ষে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। পথে মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে আরোহী মহিউদ্দিন ও মিম ছিটকে নিচে পড়ে যান। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রঞ্জন অধিকারী জানান, সড়ক দুর্ঘটনার শিকার যুবককে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মহিউদ্দিনের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে আবেদন জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত