Ajker Patrika

স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্তদের সাজার দাবিতে ঝাড়ু-লাঠিমিছিল

খাগড়াছড়ি প্রতিনিধি 
খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে দ্রুত সাজা কার্যকরের দাবিতে ঝাড়ু ও লাঠিমিছিল। ছবি: আজকের পত্রিকা
খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে দ্রুত সাজা কার্যকরের দাবিতে ঝাড়ু ও লাঠিমিছিল। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে দ্রুত সাজা কার্যকর করার দাবিতে ঝাড়ু ও লাঠিমিছিল হয়েছে। বুধবার সকালে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের উদ্যোগে এই মিছিল ও সমাবেশ হয়।

মিছিলটি সদর উপজেলা পরিষদ গেটের সামনে থেকে শুরু করে চেঙ্গী স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিলটি আবার উপজেলা পরিষদ গেটে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সদস্য অর্পনা চাকমা।

খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে দ্রুত সাজা কার্যকরের দাবিতে ঝাড়ু ও লাঠিমিছিল। ছবি: আজকের পত্রিকা
খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে দ্রুত সাজা কার্যকরের দাবিতে ঝাড়ু ও লাঠিমিছিল। ছবি: আজকের পত্রিকা

সমাবেশে বক্তারা ভাইবোনছড়ায় ধর্ষণে জড়িত পলাতক দুই ধর্ষককে গ্রেপ্তারসহ সব ধর্ষকের যথাযথ বিচার ও সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি জানান।

সমাবেশে এন্টি চাকমা বলেন, ‘যখন আমাদের দেশের আইন ধর্ষকদের শাস্তি দিতে পারে না, তখনই লাঠি ও ঝাড়ু নিয়ে মাঠে নামতে হয়। স্বাধীন বাংলাদেশে আজ আমাদের নিজের ইজ্জত, নিজের শরীরকে রক্ষার জন্য রাজপথে নেমে আন্দোলন করতে হচ্ছে।’

এন্টি চাকমা আরও বলেন, ‘ভাইবোনছড়ায় ধর্ষণের শিকার সেই বোন এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। অবিলম্বে দুজন পলাতক ধর্ষককে গ্রেপ্তারপূর্বক সকল ধর্ষকের নারী ও শিশু নির্যাতন দমন আইনে দ্রুত সাজা কার্যকর এবং পার্বত্য চট্টগ্রামে নারী নিরাপত্তার দাবি জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

ট্রাম্প আরোপিত শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতার দোরগোড়ায় বাংলাদেশ

ফেসবুকে নাহিদ ইসলামের বিস্ফোরক স্ট্যাটাস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত