নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে নির্ধারিত সময়ের সাড়ে ৩ ঘণ্টা পর সংবাদ সম্মেলন করে কর্তৃপক্ষের কাছে চার দফা দাবি জানানো হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ক্যাম্পাসের নিচতলায় সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরা হয়।
বেলা ১টার ঘোষণা দিয়ে বিকেল সাড়ে ৪টায় এই সংবাদ সম্মেলন করা হয়। এর আগে শিক্ষার্থীদের একটি দল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সঙ্গে দীর্ঘ সময় রুদ্ধদ্বার বৈঠক করে।
এদিকে সকাল থেকে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকধারী সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিকেলে শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারী সুজয় শুভ।
আন্দোলনকারীদের পক্ষে সংবাদ সম্মেলনে সুজয় শুভ বলেন, ‘আন্দোলন চলাকালীন দেশব্যাপী আমাদের অনেক ভাই-বোন নিহত ও আহত হয়েছেন। আমরা কারও হাতিয়ার হিসেবে ব্যবহার হতে চাইনি। নির্বাহী বিভাগ আমাদের কোটা সংস্কারের দাবির পরিপ্রেক্ষিতে যে সমাধান করেছে, আমরা মনে করি তাতে শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটেছে।’
তবে সারা দেশের শিক্ষার্থীদের দাবির পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে কিছু দাবি রয়েছে। দাবিগুলো হচ্ছে, অনতিবিলম্বে হল খুলে দিতে হবে; বিশ্ববিদ্যালয় এলাকার সাধারণ জনগণকে কোনো মামলায় জড়ানো বা হয়রানি করা যাবে না; শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি করা যাবে না এবং বিশ্ববিদ্যালয় খোলার পর ক্যাম্পাসের নিরাপদ এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
সুজয় শুভ আরও বলেন, ‘আমরা অহিংস আন্দোলনে বিশ্বাসী। এ জন্য দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানাচ্ছি। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ও নানা বাস্তবতায় আমাদের কোনো কর্মসূচি নেই। সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’
জানতে চাইলে ববিতে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী সুজয় শুভ আজকের পত্রিকাকে বলেন, তাঁরা কর্মসূচি স্থগিত করেননি। সারা দেশের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন। তিনি বলেন, শনিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে তাঁরা নানা দাবি তুলে ধরেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি দ্রুত এসব বাস্তবায়নের আশ্বাস দিয়েছে।
সুজয় শুভ দাবি করেন, সভা শেষ করতে দেরি হওয়ায় সংবাদ সম্মেলন পেছাতে হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা চাপে আছে কি না জানতে চাইলে তিনি বলেন, হল বন্ধ হয়ে গেছে, থাকার জায়গা নেই। এ জন্যই দাবি তুলেছেন। এ ক্ষেত্রে চাপ তো কিছুটা আছেই।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বদরুজ্জামান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। শিক্ষার্থীদের যেকোনো দাবির বিষয়ে আমি ইতিবাচক ভূমিকা নিয়ে থাকি। সিন্ডিকেটে আলোচনা করে এসব বিষয়ের সুরাহা করা হবে।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে নির্ধারিত সময়ের সাড়ে ৩ ঘণ্টা পর সংবাদ সম্মেলন করে কর্তৃপক্ষের কাছে চার দফা দাবি জানানো হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ক্যাম্পাসের নিচতলায় সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরা হয়।
বেলা ১টার ঘোষণা দিয়ে বিকেল সাড়ে ৪টায় এই সংবাদ সম্মেলন করা হয়। এর আগে শিক্ষার্থীদের একটি দল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সঙ্গে দীর্ঘ সময় রুদ্ধদ্বার বৈঠক করে।
এদিকে সকাল থেকে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকধারী সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিকেলে শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারী সুজয় শুভ।
আন্দোলনকারীদের পক্ষে সংবাদ সম্মেলনে সুজয় শুভ বলেন, ‘আন্দোলন চলাকালীন দেশব্যাপী আমাদের অনেক ভাই-বোন নিহত ও আহত হয়েছেন। আমরা কারও হাতিয়ার হিসেবে ব্যবহার হতে চাইনি। নির্বাহী বিভাগ আমাদের কোটা সংস্কারের দাবির পরিপ্রেক্ষিতে যে সমাধান করেছে, আমরা মনে করি তাতে শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটেছে।’
তবে সারা দেশের শিক্ষার্থীদের দাবির পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে কিছু দাবি রয়েছে। দাবিগুলো হচ্ছে, অনতিবিলম্বে হল খুলে দিতে হবে; বিশ্ববিদ্যালয় এলাকার সাধারণ জনগণকে কোনো মামলায় জড়ানো বা হয়রানি করা যাবে না; শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি করা যাবে না এবং বিশ্ববিদ্যালয় খোলার পর ক্যাম্পাসের নিরাপদ এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
সুজয় শুভ আরও বলেন, ‘আমরা অহিংস আন্দোলনে বিশ্বাসী। এ জন্য দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানাচ্ছি। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ও নানা বাস্তবতায় আমাদের কোনো কর্মসূচি নেই। সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’
জানতে চাইলে ববিতে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী সুজয় শুভ আজকের পত্রিকাকে বলেন, তাঁরা কর্মসূচি স্থগিত করেননি। সারা দেশের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন। তিনি বলেন, শনিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে তাঁরা নানা দাবি তুলে ধরেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি দ্রুত এসব বাস্তবায়নের আশ্বাস দিয়েছে।
সুজয় শুভ দাবি করেন, সভা শেষ করতে দেরি হওয়ায় সংবাদ সম্মেলন পেছাতে হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা চাপে আছে কি না জানতে চাইলে তিনি বলেন, হল বন্ধ হয়ে গেছে, থাকার জায়গা নেই। এ জন্যই দাবি তুলেছেন। এ ক্ষেত্রে চাপ তো কিছুটা আছেই।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বদরুজ্জামান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। শিক্ষার্থীদের যেকোনো দাবির বিষয়ে আমি ইতিবাচক ভূমিকা নিয়ে থাকি। সিন্ডিকেটে আলোচনা করে এসব বিষয়ের সুরাহা করা হবে।’
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৪ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৪ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৪ ঘণ্টা আগে