Ajker Patrika

বরিশালে সাইবার আইনের ৫৯টি মামলা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালে সাইবার নিরাপত্তা আইনে করা অর্ধশতাধিক মামলা প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি এই মামলা প্রত্যাহার করা হয়। রাজনৈতিক বিবেচনায় করা এসব মামলা বরিশাল সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। মামলার বেশির ভাগ আসামি বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী।

বরিশাল সাইবার ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, মতপ্রকাশের কারণে সাইবার আইনে মামলা সরকার প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে বরিশালের ৫৯টি মামলা প্রত্যাহার করা হয়েছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কটূক্তির নানা কারণে ওই মামলাগুলো করা হয়েছিল।

মামলাগুলো রাজনৈতিক বিবেচনায় ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা মোতাবেক প্রত্যাহার করা হয়। প্রত্যাহার করা মামলার মধ্যে সাইবার ট্রাইব্যুনালের ৪৯টি, সাইবার ট্রাইব্যুনাল পিটিশন মামলা ৯টি ও একটি জিডি রয়েছে।

বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান সাংবাদিকদের জানান, ৫৯ মামলা প্রত্যাহারের পর বর্তমানে সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা ৫৩৬। এর মধ্যে ১৮০টি সাইবার ট্রাইব্যুনালের মামলা। সাইবার ট্রাইব্যুনাল পিটিশন মামলা ৩৪৭টি ও জিডি ৯টি। এ ছাড়া উচ্চ আদালতের নির্দেশে ১০টি মামলার বিচার কার্যক্রম স্থগিত রয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে সাইবার ট্রাইব্যুনালের পিপি সাদিকুর রহমান লিংকন বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রদ্রোহী হিসেবে অভিহিত করে সাইবার আইনে মামলা করা হতো। রাষ্ট্রের যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বললেই মিথ্যা অভিযোগ এনে সাইবার আইনে মামলা ঠুকে দিতেন শেখ হাসিনা সরকারের লোকজন। এসব মামলা হয়রানিমূলক হওয়ায় তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় বরিশালেও কিছু হয়রানি মামলা প্রত্যাহার হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত