Ajker Patrika

লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যার চেষ্টা

ভোলা প্রতিনিধি
Thumbnail image

ঢাকা থেকে ভোলা ও হাতিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া এম ভি ফারহান-৩ লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে এক কিশোরী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ভোলা-বরিশাল সীমানা মধ্যবর্তী কালীগঞ্জ লঞ্চঘাট এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, ওই কিশোরী লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার জনতা বাজার দেবিয়ার চর এলাকার বাসিন্দা।  

এম ভি ফারহান-৩ লঞ্চের স্টাফ মো. জসিম জানান, শনিবার বিকেল সাড়ে ৫টায় এম ভি ফারহান-৩ লঞ্চে চড়ে ওই কিশোরী ঢাকার সদরঘাট থেকে ভোলার তজুমদ্দিনের উদ্দেশে রওনা দেয়। রাত ১০টার দিকে ভোলা-বরিশাল সীমানা মধ্যবর্তী কালীগঞ্জ মেঘনা নদীতে ফোনে কথা বলার একপর্যায়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধারের জন্য মাঝ নদীতে লঞ্চ থামিয়ে উদ্ধারের চেষ্টা করা হয়েছে। পরে নদীতে থাকা জেলেদের সহযোগিতায় কিশোরীকে উদ্ধার করা হয়। ওই কিশোরী অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তজুমদ্দিন থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। 

তজুমদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, শনিবার রাতে এম ভি ফারহান-৩ লঞ্চ থেকে মাঝ নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক কিশোরী। তাকে উদ্ধার করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে লঞ্চ কর্তৃপক্ষ।  

ওই কিশোরী পুলিশকে জানায়, বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর তার মা আবার বিয়ে করেন। কবিতা তার মায়ের সঙ্গে থাকতেন। মা বিয়ের কিছুদিন পর থেকে তাকে নানাভাবে নির্যাতন করে আসছিল। নির্যাতন সহ্য করতে না পেরে একা ঢাকা চলে যান চাকরির জন্য। কিন্তু ঢাকায় কোনো চাকরি না পেয়ে বাড়ি ফেরার পথে আত্মহত্যার উদ্দেশে লঞ্চ থেকে ঝাঁপ দেয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত