Ajker Patrika

কালীগঞ্জে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, দুই ফায়ার ফাইটার আহত

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৫, ২১: ২০
আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা
আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের কালীগঞ্জে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সাকোর বাজারে এ ঘটনা ঘটে।

একে একে আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। তাদের ৫ ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে পুড়ে যায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সব মালপত্র। ওই সময় আগুন নেভাতে গিয়ে যশোর সেনানিবাস ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান ও ইব্রাহিম হোসেনের মুখের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়। পরে তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. আলী সাজ্জাদ জানান, রাতে সাকোর বাজারের তেল ব্যবসায়ী আব্দুল আজিজের দোকানে আগুনের সূত্রপাত হয়। ব্যারেলে পেট্রল ও অকটেন মজুত থাকায় মুহূর্তে তা দোকানে ছড়িয়ে পড়ে। আগুন আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর, যশোর সেনানিবাস স্টেশনসহ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মো. আলী সাজ্জাদ আরও জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। তেল স্থানান্তরের সময় বৈদ্যুতিক সুইচের স্পার্কিং থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে আগুন নেভাতে গিয়ে দুজন ফায়ার ফাইটার আহত হলে তাঁদের সঙ্গে সঙ্গেই যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত