সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণে দুই ভাই গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের গড়বাড়ী বারমণ্ডুলীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন মাসুম পারভেজ (৫০) ও মঞ্জুরুল মোরশেদ (৪০)। তাঁরা ওই ইউনিয়নের তৈলধারা গ্রামের আবু সাঈদের ছেলে। বর্তমানে তাঁরা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় আজ শুক্রবার সকালে সখীপুর থানায় মামলা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ও কাঁকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে পরপর চারটি বিস্ফোরণের শব্দ পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে মাসুম ও মঞ্জুরুলকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে রাতেই ঢাকায় নেওয়া হয়।
আহত দুজনের বাবা আবু সাঈদ জানান, গতকাল সন্ধ্যায় মাসুমের ছেলে সনেট ও একই এলাকার আসাদুলের ভাই মোশারফের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় মাসুমের বাসায় গিয়ে হুমকি দেন আসাদুল। পরে রাতে মাসুম ও তাঁর ভাই মঞ্জুরুল মোটরসাইকেলে করে গড়বাড়ী বাজার থেকে বাড়ি ফেরার পথে আসাদুল ককটেল ফাটিয়ে হামলা চালান।
আবু সাঈদ বলেন, তাঁর বড় ছেলে মাসুম বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন।
এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ এনে গড়বাড়ী গ্রামের আসাদুল, তাঁর ছোট ভাই মোশাররফ, তৈলধারা বারমণ্ডুলীয়া গ্রামের ইমরুল হাসান ইমনসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ইমরুলকে গ্রেপ্তার করেছে।
সখীপুর থানার উপপরিদর্শক মোশারফ বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণে দুই ভাই গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের গড়বাড়ী বারমণ্ডুলীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন মাসুম পারভেজ (৫০) ও মঞ্জুরুল মোরশেদ (৪০)। তাঁরা ওই ইউনিয়নের তৈলধারা গ্রামের আবু সাঈদের ছেলে। বর্তমানে তাঁরা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় আজ শুক্রবার সকালে সখীপুর থানায় মামলা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ও কাঁকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে পরপর চারটি বিস্ফোরণের শব্দ পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে মাসুম ও মঞ্জুরুলকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে রাতেই ঢাকায় নেওয়া হয়।
আহত দুজনের বাবা আবু সাঈদ জানান, গতকাল সন্ধ্যায় মাসুমের ছেলে সনেট ও একই এলাকার আসাদুলের ভাই মোশারফের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় মাসুমের বাসায় গিয়ে হুমকি দেন আসাদুল। পরে রাতে মাসুম ও তাঁর ভাই মঞ্জুরুল মোটরসাইকেলে করে গড়বাড়ী বাজার থেকে বাড়ি ফেরার পথে আসাদুল ককটেল ফাটিয়ে হামলা চালান।
আবু সাঈদ বলেন, তাঁর বড় ছেলে মাসুম বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন।
এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ এনে গড়বাড়ী গ্রামের আসাদুল, তাঁর ছোট ভাই মোশাররফ, তৈলধারা বারমণ্ডুলীয়া গ্রামের ইমরুল হাসান ইমনসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ইমরুলকে গ্রেপ্তার করেছে।
সখীপুর থানার উপপরিদর্শক মোশারফ বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কোচ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিহু উৎসব উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে একাডেমির হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
১২ মিনিট আগেজুলাই-৩৬ হলের আবাসিক শিক্ষার্থী রাবেয়া খাতুন বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর আমরা প্রশাসনের কাছে অনেক প্রত্যাশা করেছিলাম। কিন্তু আজ সাজিদ, কাল আপনি, পরশু আমি—এভাবে নামের তালিকা বাড়তেই থাকবে। প্রশাসন আমাদের নিরাপত্তা কতটা নিশ্চিত করতে পারছে, তা নিয়ে প্রশ্ন আছে। আমরা এই ঘটনার প্রকৃত কারণ জানতে চাই।’
১৪ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে খাবারের সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে একই ঘরের চারজনকে অচেতন করে চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘরের চারজনকেই প্রতিবেশীরা উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে ভর্তি করেছেন।
১৬ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে যাওয়ার রাস্তাটিতে খানাখন্দ সৃষ্টি হওয়ায় চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কে টানা কয়েকদিনের বৃষ্টিতে খানাখন্দ সৃষ্টি হয়। এতে করে
৬ ঘণ্টা আগে