Ajker Patrika

সেনাবাহিনীর অভিযান: চৌদ্দগ্রামে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে যুবলীগ নেতা শাহাব উদ্দিন বাবুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ শুক্রবার সকালে তাঁদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়। তথ্যটি দুপুরে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন আহমেদ।

সেনাবাহিনীর ২৩ বীর ক্যাম্প জানায়, ৯ মে ভোরে খাটরা এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ যুবলীগ নেতা শাহাবুদ্দিন বাবুকে (২৯) গ্রেপ্তার করা হয়। শাহাবুদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাস, মাদক কারবার, চাঁদাবাজিসহ বহু অভিযোগ রয়েছে। একই দিন ভোরে গুনবতী ইউনিয়নের খাটরায় সুজন মিয়া (২৩) নামের এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি তল্লাশি করে একটি চায়নিজ কুড়াল, একটি সাধারণ কুড়াল ও একটি দা উদ্ধার করা হয়। একই দিন আরেকটি অভিযানে খাটরা এলাকা থেকে আরেক কিশোর গ্যাং সদস্য জাহিদ হাসানকে (২২) গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট তাঁকে প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করতে দেখা গিয়েছিল। তিনি পলাতক শীর্ষ সন্ত্রাসী তুয়ানের সহযোগী এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানা গেছে।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ বলেন, আজ সকালে আটক তিনজনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্কর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত