Ajker Patrika

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মে ২০২৫, ২২: ৪৭
আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চিকিৎসার জন্য দেশত্যাগের ঘটনায় এবার কিশোরগঞ্জ পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে পুলিশ সদর দপ্তর একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত আইজিকে (প্রশাসন)।

আজ বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে কিশোরগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে এই ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অতিরিক্ত এসপিকে (ইমিগ্রেশন) প্রত্যাহার, কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের নামে করা মামলার তদন্ত কর্মকর্তা ও আরও একজন এসবি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সূত্র বলছে, সাবেক রাষ্ট্রপতির বিদেশগমন নিয়ে কয়েকটি ছাত্রসংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ দেখানোর পর সরকার এই সিদ্ধান্ত নিল। এ ছাড়া আজ দিনব্যাপী বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে প্রতিক্রিয়া দেখান। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিষয়টি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে পুলিশ সদর দপ্তর।

প্রসঙ্গত, আবদুল হামিদ গতকাল বুধবার রাতে চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক যান। গত দুই সপ্তাহ ধরে অসুস্থ হয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন এবং চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ড গেছেন। মো. আবদুল হামিদ ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং কিশোরগঞ্জ-৪ আসন থেকে বহুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত