Ajker Patrika

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

আসন্ন কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে আর্জেন্টিনা ফুটবল সমর্থকেরা এক আনন্দ শোভাযাত্রা বের করে। আনন্দ র‍্যালিতে পতাকা, ব্যানার, ফেস্টুন ও ঢাক-ঢোল বাজিয়ে প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়াড় মেসির স্লোগানে মুখরিত করে তোলে দলটির সমর্থকেরা। উপজেলায় আর্জেন্টিনার সর্বস্তরের সমর্থকের ব্যানারে এ আনন্দ শোভাযাত্রা বের করা হয় বলে জানা গেছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেট থেকে এ আনন্দ শোভাযাত্রা বের হয়। সেখান থেকে লেবুখালী বাউফল মহাসড়ক হয়ে থানাব্রীজ, পিরতলা বাজার, পবিপ্রবির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়। এ আনন্দ র‍্যালিতে অংশ নেয় উপজেলার সর্বস্তরের আর্জেন্টিনা সমর্থকেরা।

আর্জেন্টিনার সমর্থক রাজিবুল বলেন, ‘আসলে আমরা খুবই আনন্দ উপভোগ করছি। খেলা হচ্ছে একটি বিনোদন। আমরা ফুটবলকে ভালোবাসি, আর্জেন্টিনাকে ভালোবাসি ও প্রিয় খেলোয়াড় লিওনেল মেসিকে ভালোবাসি।

আসন্ন কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে আর্জেন্টিনা ফুটবল সমর্থকেরা এক আনন্দ শোভাযাত্রা বের করে।আরেকজন সমর্থক রাজ বলেন, ‘আগামী কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এ প্রিয় দল আর্জেন্টিনা শিরোপা অর্জন করবে এটাই প্রত্যাশা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত