নিজস্ব প্রতিবেদক
ঢাকা: কানাডার কাছে অব্যবহৃত অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এ অনুরোধ বিবেচনার নিশ্চয়তা দিয়েছে দেশটি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনওয়া প্রিফোনটেইন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠককালে ঢাকার পক্ষ থেকে এ চাহিদা দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়া নিয়েই বৈঠকে মূল আলোচনা হয়েছে। বাংলাদেশে দ্বিতীয় ডোজ পূরণ করতে এখনই এ টিকা প্রয়োজন বলে হাইকমিশনারকে জানানো হয়। বৈঠকে ভারতের সেরামের সঙ্গে চুক্তি ও টিকা দিতে না পারার বিষয়গুলো কানাডার হাইকমিশনারের কাছে তুলে ধরা হয়। দ্বিতীয় ডোজ দেওয়ার স্বার্থে বাংলাদেশের এখনই ১৬ লাখ ডোজ দরকার বলে জানানো হয়। যা এখন বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। ক্রয়মন্ত্রী আনিতা আনন্দের বিবৃতি উল্লেখ করে দেশটিতে থাকা অতিরিক্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশকে দিতে কানাডার সরকারকে জানাতে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময়ে জরুরি ভিত্তিতে দুই লাখ টিকা দিতে বলেন তিনি।
বৈঠকে মন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভেক্সের মাধ্যমে টিকা না দিয়ে সরাসরি বাংলাদেশে পাঠাতে পারে বলে জানিয়েছেন কানাডার হাইকমিশনারকে। এছাড়া কানাডা চাইলে রোহিঙ্গাদের আলাদাভাবে টিকার ব্যবস্থা করতে পারে বলে প্রস্তাব দেন ড. এ কে আবদুল মোমেন। এ সময়ে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে টিকা পেতে বাংলাদেশের প্রচেষ্টাগুলো কানাডার হাইকমিশনারকে জানান তিনি। বাংলাদেশের এ অনুরোধ তাঁর সরকারকে জানানোর নিশ্চয়তা দিয়েছেন কানাডার হাইকমিশনার। কানাডায় বাংলাদেশ হাইকমিশনও বিষয়টিতে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ রাখবে।
রোহিঙ্গা সংকট সমাধানের উদ্দেশ্যে কানাডার ক্রমাগত রাজনৈতিক ও মানবিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া কানাডার বাজারে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকার বাড়ানোর আশা প্রকাশ করেন মন্ত্রী। কানাডার সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা দ্রুত শুরু করবেন বলেও জানান তিনি। এছাড়া বৈঠকে বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে নিকট ভবিষ্যতে বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য খাতে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন কানাডার হাইকমিশনার। এছাড়া আগামী তিন বছর একই মাত্রায় রোহিঙ্গা সংকটে আর্থিক সহযোগিতা করে যাবে কানাডা বলে জানান হাইকমিশনার।
ঢাকা: কানাডার কাছে অব্যবহৃত অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এ অনুরোধ বিবেচনার নিশ্চয়তা দিয়েছে দেশটি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনওয়া প্রিফোনটেইন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠককালে ঢাকার পক্ষ থেকে এ চাহিদা দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়া নিয়েই বৈঠকে মূল আলোচনা হয়েছে। বাংলাদেশে দ্বিতীয় ডোজ পূরণ করতে এখনই এ টিকা প্রয়োজন বলে হাইকমিশনারকে জানানো হয়। বৈঠকে ভারতের সেরামের সঙ্গে চুক্তি ও টিকা দিতে না পারার বিষয়গুলো কানাডার হাইকমিশনারের কাছে তুলে ধরা হয়। দ্বিতীয় ডোজ দেওয়ার স্বার্থে বাংলাদেশের এখনই ১৬ লাখ ডোজ দরকার বলে জানানো হয়। যা এখন বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। ক্রয়মন্ত্রী আনিতা আনন্দের বিবৃতি উল্লেখ করে দেশটিতে থাকা অতিরিক্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশকে দিতে কানাডার সরকারকে জানাতে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময়ে জরুরি ভিত্তিতে দুই লাখ টিকা দিতে বলেন তিনি।
বৈঠকে মন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভেক্সের মাধ্যমে টিকা না দিয়ে সরাসরি বাংলাদেশে পাঠাতে পারে বলে জানিয়েছেন কানাডার হাইকমিশনারকে। এছাড়া কানাডা চাইলে রোহিঙ্গাদের আলাদাভাবে টিকার ব্যবস্থা করতে পারে বলে প্রস্তাব দেন ড. এ কে আবদুল মোমেন। এ সময়ে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে টিকা পেতে বাংলাদেশের প্রচেষ্টাগুলো কানাডার হাইকমিশনারকে জানান তিনি। বাংলাদেশের এ অনুরোধ তাঁর সরকারকে জানানোর নিশ্চয়তা দিয়েছেন কানাডার হাইকমিশনার। কানাডায় বাংলাদেশ হাইকমিশনও বিষয়টিতে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ রাখবে।
রোহিঙ্গা সংকট সমাধানের উদ্দেশ্যে কানাডার ক্রমাগত রাজনৈতিক ও মানবিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া কানাডার বাজারে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকার বাড়ানোর আশা প্রকাশ করেন মন্ত্রী। কানাডার সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা দ্রুত শুরু করবেন বলেও জানান তিনি। এছাড়া বৈঠকে বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে নিকট ভবিষ্যতে বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য খাতে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন কানাডার হাইকমিশনার। এছাড়া আগামী তিন বছর একই মাত্রায় রোহিঙ্গা সংকটে আর্থিক সহযোগিতা করে যাবে কানাডা বলে জানান হাইকমিশনার।
মোহন মিয়া (২৮) নামের এক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে। আহত যুবককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বগুড়া শহরতলির সাবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখার সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান, তাহলে তাঁর বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখতে হবে। তাঁকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে কি না, সেটি দেখতে হবে। এত তড়িঘড়ি করে নিয়োগ দিতে হবে কেন?’
২ ঘণ্টা আগেমো. মজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত বেতন-ভাতাদি পেলেও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না। এমনকি বিশ্ববিদ্যালয় থেকে যানবাহন, টেলিফোন, মোবাইল ফোন ও সংবাদপত্রসংক্রান্ত কোনো সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন না।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে