সম্পাদকীয়
বিশ্বসাহিত্য ইতিহাসের দিকে যখনই যাবে চোখ, দেখা যাবে এমন কয়েকটি নাম, যে নামগুলোর সঙ্গে জড়িয়ে আছে একাকিত্ব কিংবা মানসিক চাপ এবং সেই বিষণ্নতা থেকে উদ্ধারের উপায় তারা খুঁজেছেন আত্মহত্যার মধ্যে। এ রকম কয়েকটি নাম এখানে উল্লেখ করা জরুরি। আর্নেস্ট হেমিংওয়ে আত্মহত্যা করেছিলেন। অথচ তিনিই কিনা একসময় বলেছিলেন, ‘মানুষ কখনোই পরাজয় বরণ করে না। প্রয়োজনে লড়াই করতে করতে সে ধ্বংস হয়ে যাবে।’
অ্যাডগার অ্যালান পো একদিন কাউকে কিছু না বলে বেরিয়ে পড়েছিলেন বাড়ি থেকে। ছয় দিন পর বাল্টিমোরের রাস্তায় পাওয়া গিয়েছিল তাঁর নিথর দেহ। আত্মহত্যা করেছিলেন তিনি। আত্মহত্যা করেছিলেন ভার্জিনিয়া উলফ, ভ্লাদিমির মায়াকোভ্স্কি, সিলভিয়া প্লাথ।
বিষণ্নতার সময় আবদুল্লাহ আবু সায়ীদও আত্মহত্যা করতে চেয়েছিলেন। তখন জীবনের কোনো অর্থ খুঁজে পাচ্ছিলেন না তিনি। মরেই যেতেন, কিন্তু তাঁকে বাঁচিয়ে দিয়েছিল হেরমান হেসের ‘সিদ্ধার্থ’ বইটি। ওই বইয়ে হঠাৎ তিনি পেয়ে গেলেন জীবনচক্রের সন্ধান। সমুদ্রের পানি হচ্ছে বাষ্প, বাষ্প হচ্ছে মেঘ, মেঘ হচ্ছে বৃষ্টি, বৃষ্টির পানি নদীর মধ্য দিয়ে যাচ্ছে সমুদ্রে, পানি তার রূপ বদলাচ্ছে ঠিকই, কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে না। তার জীবনচক্র এভাবেই আবর্তিত হচ্ছে।
তখন আবদুল্লাহ আবু সায়ীদ ভাবলেন, ‘আমি হয়তো মরে যাব, কিন্তু আমার তো মৃত্যু হবে না।’ তাঁর মৃত শরীর থেকে রস শুষে জন্মাবে একটা গাছ, তাতে ফুটবে ফুল, ধরবে ফল, তারা মারা গেলে তাদের শরীর থেকে জন্ম নেবে অন্য কিছু। নানারূপে পরিবর্তিত হয়েও তো থেকে যাবেন তিনি! এই কথাগুলো পড়ে আবদুল্লাহ আবু সায়ীদ ভাবলেন, সবকিছুই তাহলে ফিরে ফিরে আসে। আত্মহত্যা করার যে ভাবনা এসেছিল মাথায়, তা সরিয়ে দিল এই নতুন ভাবনা। তিনি ফিরে এলেন নিজের মধ্যে।
সূত্র: আবদুল্লাহ আবু সায়ীদ, সাক্ষাৎকার সংগ্রহ, প্রথম খণ্ড, পৃষ্ঠা ১৪৮-১৪৯
বিশ্বসাহিত্য ইতিহাসের দিকে যখনই যাবে চোখ, দেখা যাবে এমন কয়েকটি নাম, যে নামগুলোর সঙ্গে জড়িয়ে আছে একাকিত্ব কিংবা মানসিক চাপ এবং সেই বিষণ্নতা থেকে উদ্ধারের উপায় তারা খুঁজেছেন আত্মহত্যার মধ্যে। এ রকম কয়েকটি নাম এখানে উল্লেখ করা জরুরি। আর্নেস্ট হেমিংওয়ে আত্মহত্যা করেছিলেন। অথচ তিনিই কিনা একসময় বলেছিলেন, ‘মানুষ কখনোই পরাজয় বরণ করে না। প্রয়োজনে লড়াই করতে করতে সে ধ্বংস হয়ে যাবে।’
অ্যাডগার অ্যালান পো একদিন কাউকে কিছু না বলে বেরিয়ে পড়েছিলেন বাড়ি থেকে। ছয় দিন পর বাল্টিমোরের রাস্তায় পাওয়া গিয়েছিল তাঁর নিথর দেহ। আত্মহত্যা করেছিলেন তিনি। আত্মহত্যা করেছিলেন ভার্জিনিয়া উলফ, ভ্লাদিমির মায়াকোভ্স্কি, সিলভিয়া প্লাথ।
বিষণ্নতার সময় আবদুল্লাহ আবু সায়ীদও আত্মহত্যা করতে চেয়েছিলেন। তখন জীবনের কোনো অর্থ খুঁজে পাচ্ছিলেন না তিনি। মরেই যেতেন, কিন্তু তাঁকে বাঁচিয়ে দিয়েছিল হেরমান হেসের ‘সিদ্ধার্থ’ বইটি। ওই বইয়ে হঠাৎ তিনি পেয়ে গেলেন জীবনচক্রের সন্ধান। সমুদ্রের পানি হচ্ছে বাষ্প, বাষ্প হচ্ছে মেঘ, মেঘ হচ্ছে বৃষ্টি, বৃষ্টির পানি নদীর মধ্য দিয়ে যাচ্ছে সমুদ্রে, পানি তার রূপ বদলাচ্ছে ঠিকই, কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে না। তার জীবনচক্র এভাবেই আবর্তিত হচ্ছে।
তখন আবদুল্লাহ আবু সায়ীদ ভাবলেন, ‘আমি হয়তো মরে যাব, কিন্তু আমার তো মৃত্যু হবে না।’ তাঁর মৃত শরীর থেকে রস শুষে জন্মাবে একটা গাছ, তাতে ফুটবে ফুল, ধরবে ফল, তারা মারা গেলে তাদের শরীর থেকে জন্ম নেবে অন্য কিছু। নানারূপে পরিবর্তিত হয়েও তো থেকে যাবেন তিনি! এই কথাগুলো পড়ে আবদুল্লাহ আবু সায়ীদ ভাবলেন, সবকিছুই তাহলে ফিরে ফিরে আসে। আত্মহত্যা করার যে ভাবনা এসেছিল মাথায়, তা সরিয়ে দিল এই নতুন ভাবনা। তিনি ফিরে এলেন নিজের মধ্যে।
সূত্র: আবদুল্লাহ আবু সায়ীদ, সাক্ষাৎকার সংগ্রহ, প্রথম খণ্ড, পৃষ্ঠা ১৪৮-১৪৯
ইতিহাসের অন্যতম দীর্ঘ ও নির্মম সংঘাত ছিল ভিয়েতনাম যুদ্ধ। এই যুদ্ধের প্রতিটি দিন ভয়, মৃত্যু এবং সাহসিকতার এক করুণ প্রতিচ্ছবি। ঠিক এই কঠিন বাস্তবতার মাঝে ভিয়তনামের যুদ্ধের ছবি তুলতে লাগল কিশোর ফটোসাংবাদিক লু মান হং ওরফে জিমি।
৪ ঘণ্টা আগেবন্ধুত্ব শুধু পারস্পরিক ভালোবাসা নয়, বরং এটি নির্ভরতা ও স্বতঃস্ফূর্ত আন্তসম্পর্কের এক জটিল বিন্যাস। নর্দান ইলিনয় ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ও বন্ধুত্ববিষয়ক বিশেষজ্ঞ ড. সুজান ডেগস-হোয়াইট বলেন, বন্ধুত্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি উপাদান হলো পারস্পরিক নির্ভরতা ও সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা।
১ দিন আগে১৬৪৯ সালে যশোরের ফৌজদার হিসেবে নিযুক্ত হন বাংলার সুবেদার শাহ সুজার শ্যালকপুত্র মীর্জা সাফসি খান। কপোতাক্ষ নদের তীরে যে মীর্জানগর গ্রাম, সেটি কিন্তু তাঁরই নামানুসারে। সম্রাট আওরঙ্গজেবের আমলে ফৌজদার হন নুরল্লা খাঁ। তিনি এই গ্রামে বুড়িভদ্রা নদীর তীরে সুবিস্তৃত পরিখা খনন করে আট-দশ ফুট উঁচু...
৯ দিন আগেঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোরকই গ্রামে রয়েছে প্রাচীন এক মন্দির। গোরক্ষনাথ মন্দির বা গোরকই মন্দির নামেই এটি পরিচিত। মন্দির প্রাঙ্গণে তিনটি শিবমন্দির, একটি কালীমন্দির ও একটি নাথমন্দির ও নাথ আশ্রমের পাশাপাশি রয়েছে বড় বড় কালো পাথর দিয়ে নির্মিত রহস্যময় এক কূপ। কথিত আছে, গুপ্ত যুগ থেকে সেন...
১২ দিন আগে