টিনশেডের একটি বড় ঘরের এক পাশে ঝুলছে সিনথেটিকের রঙিন সুতা। অন্য পাশে ব্লক-বাটিকের টেবিল। তার ওপর ডাইসসহ বিভিন্ন রং ও বাটিকের উপকরণ। ঘরটির মেঝেতে বসে বেশ কয়েকজন নারী কাজ করছেন। কেউ কেউ বাড়িতে কাজ করার জন্য সেখান থেকে কাপড়-সুতাসহ বিভিন্ন উপকরণ বুঝে নিচ্ছেন।
টিনশেডের সেই কারখানার নাম ‘মুক্তা কনসেপ্ট স্টোর অ্যান্ড গার্মেন্টস’। এর মালিক মিফতাহুল জান্নাত। তাঁর সঙ্গে এই কারখানা ও গ্রামের বিভিন্ন বাড়িতে বসে কাজ করেন প্রায় ১২৫ জন নারী! মিফতাহুলের নেতৃত্বে এই নারীদের সূচিশিল্পের কাজের সুনাম এখন দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিদেশেও।
২০১৫ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেও শ্বশুরবাড়ির নিষেধের কারণে ইচ্ছা থাকলেও চাকরি করতে পারেননি মিফতাহুল। বছর পাঁচেক আগে ইউটিউবের একটি ভিডিও তাঁর ভাবনা-প্রক্রিয়া বদলে দেয়। সেই ভিডিওতে বলা হয়েছিল, ভালো লাগার কাজ করলে সাফল্য পাওয়া সহজ।
সেই ভিডিও দেখে মিফতাহুল তাঁর ভালো লাগার বিষয় সূচিশিল্প নিয়ে কাজ শুরু করেন। পাঁচ বছর পর এখন শুধু সুখ্যাতিই নয়, এ বছর অর্থনৈতিক ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন তিনি। আর গত বছর স্মার্ট নারী উদ্যোক্তা হিসেবে রাষ্ট্রীয় অনুদান হিসেবে পেয়েছিলেন ৫০ হাজার টাকা।
মিফতাহুল যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের ইলিয়াস মাহমুদের স্ত্রী। ব্যক্তিগত জীবনে দুই ছেলে সন্তানের মা তিনি। ২০০৫ সালে এইচএসসি পড়ার সময় তাঁর বিয়ে হয়। ২০১৭ সালের শেষের দিকে মাত্র ৭ হাজার টাকা পুঁজি নিয়ে কাজ শুরু করেন তিনি। এই টাকা দিয়ে একটি নকশিকাঁথা ও কিছু কাপড়ে ব্লক-বাটিকের কাজ করেন।
সে সময় নকশিকাঁথা ও কাপড় বিক্রি করে তিনি আয় করেন ৩০ হাজার টাকা। এরপর একটু একটু করে কাজের পরিধি বাড়াতে থাকেন। করোনাকালে ঘরে বসে অনলাইনে মিফতাহুল হাতের কাজের বেশ কিছু প্রশিক্ষণ নেন। তারপর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কোর্সে হাতে-কলমে প্রশিক্ষণ নেন।
২০২১ সালে তিনি যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে নিজের কার্যালয় খুলে বসেন। একই বছর ইউএনডিপি আয়োজিত আনন্দ মেলা, বাণিজ্য মেলা ও এসএমই মেলায় তাঁর পণ্য প্রদর্শন ও বিক্রিতে ব্যাপক সাড়া পড়ে। ২০২২ সালে তিনি মহিলা অধিদপ্তরের কার্যালয়ে সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টার বরাদ্দ পান। উৎপাদিত পণ্য বিক্রি করতে তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।
এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে নিয়মিত পণ্য বিক্রি করেন অনলাইনে; বিশেষ করে জাপান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মিফতাহুলের পণ্যের বেশ কদর।
মিফতাহুল জান্নাতের মুক্তা কনসেপ্ট স্টোর অ্যান্ড গার্মেন্টস কারখানায় ১২৫ জন সূচিশিল্পীর সঙ্গে রয়েছেন ২৫ জন ইনচার্জ। সূচিশিল্পীরা নকশিকাঁথা, কাপড়ে নকশা তোলা, ব্লক-বাটিকের কাজ, পাটের বিভিন্ন পণ্য এবং ওয়ালম্যাট তৈরির কাজ করেন।
মিফতাহুলের মতো তাঁরাও চাকরি করে সংসারে সচ্ছলতা এনেছেন। তাঁর কারখানায় উৎপাদিত পণ্য প্রতি মাসে দেড় থেকে আড়াই লাখ টাকায় বিক্রি হয়।
মিফতাহুলের কারখানায় কাজ করেন কৃষ্ণনগর গ্রামের আছিয়া খাতুন। সাংসারিক কাজের অবসরে নকশিকাঁথা ও কাপড়ে নকশার কাজ করে প্রতি মাসে তিনি ৬ থেকে ৭ হাজার টাকা আয় করেন।
এখানেই থেমে যেতে চান না মিফতাহুল জান্নাত। নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য একটি বড় গার্মেন্টস ও সূচিশিল্পকর্মের কারখানা করতে চান তিনি; যেখানে হাজারো নারীর কর্মসংস্থান সৃষ্টি হবে। সে জন্যই তিনি কারখানায় নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করছেন।
টিনশেডের একটি বড় ঘরের এক পাশে ঝুলছে সিনথেটিকের রঙিন সুতা। অন্য পাশে ব্লক-বাটিকের টেবিল। তার ওপর ডাইসসহ বিভিন্ন রং ও বাটিকের উপকরণ। ঘরটির মেঝেতে বসে বেশ কয়েকজন নারী কাজ করছেন। কেউ কেউ বাড়িতে কাজ করার জন্য সেখান থেকে কাপড়-সুতাসহ বিভিন্ন উপকরণ বুঝে নিচ্ছেন।
টিনশেডের সেই কারখানার নাম ‘মুক্তা কনসেপ্ট স্টোর অ্যান্ড গার্মেন্টস’। এর মালিক মিফতাহুল জান্নাত। তাঁর সঙ্গে এই কারখানা ও গ্রামের বিভিন্ন বাড়িতে বসে কাজ করেন প্রায় ১২৫ জন নারী! মিফতাহুলের নেতৃত্বে এই নারীদের সূচিশিল্পের কাজের সুনাম এখন দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিদেশেও।
২০১৫ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেও শ্বশুরবাড়ির নিষেধের কারণে ইচ্ছা থাকলেও চাকরি করতে পারেননি মিফতাহুল। বছর পাঁচেক আগে ইউটিউবের একটি ভিডিও তাঁর ভাবনা-প্রক্রিয়া বদলে দেয়। সেই ভিডিওতে বলা হয়েছিল, ভালো লাগার কাজ করলে সাফল্য পাওয়া সহজ।
সেই ভিডিও দেখে মিফতাহুল তাঁর ভালো লাগার বিষয় সূচিশিল্প নিয়ে কাজ শুরু করেন। পাঁচ বছর পর এখন শুধু সুখ্যাতিই নয়, এ বছর অর্থনৈতিক ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন তিনি। আর গত বছর স্মার্ট নারী উদ্যোক্তা হিসেবে রাষ্ট্রীয় অনুদান হিসেবে পেয়েছিলেন ৫০ হাজার টাকা।
মিফতাহুল যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের ইলিয়াস মাহমুদের স্ত্রী। ব্যক্তিগত জীবনে দুই ছেলে সন্তানের মা তিনি। ২০০৫ সালে এইচএসসি পড়ার সময় তাঁর বিয়ে হয়। ২০১৭ সালের শেষের দিকে মাত্র ৭ হাজার টাকা পুঁজি নিয়ে কাজ শুরু করেন তিনি। এই টাকা দিয়ে একটি নকশিকাঁথা ও কিছু কাপড়ে ব্লক-বাটিকের কাজ করেন।
সে সময় নকশিকাঁথা ও কাপড় বিক্রি করে তিনি আয় করেন ৩০ হাজার টাকা। এরপর একটু একটু করে কাজের পরিধি বাড়াতে থাকেন। করোনাকালে ঘরে বসে অনলাইনে মিফতাহুল হাতের কাজের বেশ কিছু প্রশিক্ষণ নেন। তারপর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কোর্সে হাতে-কলমে প্রশিক্ষণ নেন।
২০২১ সালে তিনি যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে নিজের কার্যালয় খুলে বসেন। একই বছর ইউএনডিপি আয়োজিত আনন্দ মেলা, বাণিজ্য মেলা ও এসএমই মেলায় তাঁর পণ্য প্রদর্শন ও বিক্রিতে ব্যাপক সাড়া পড়ে। ২০২২ সালে তিনি মহিলা অধিদপ্তরের কার্যালয়ে সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টার বরাদ্দ পান। উৎপাদিত পণ্য বিক্রি করতে তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।
এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে নিয়মিত পণ্য বিক্রি করেন অনলাইনে; বিশেষ করে জাপান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মিফতাহুলের পণ্যের বেশ কদর।
মিফতাহুল জান্নাতের মুক্তা কনসেপ্ট স্টোর অ্যান্ড গার্মেন্টস কারখানায় ১২৫ জন সূচিশিল্পীর সঙ্গে রয়েছেন ২৫ জন ইনচার্জ। সূচিশিল্পীরা নকশিকাঁথা, কাপড়ে নকশা তোলা, ব্লক-বাটিকের কাজ, পাটের বিভিন্ন পণ্য এবং ওয়ালম্যাট তৈরির কাজ করেন।
মিফতাহুলের মতো তাঁরাও চাকরি করে সংসারে সচ্ছলতা এনেছেন। তাঁর কারখানায় উৎপাদিত পণ্য প্রতি মাসে দেড় থেকে আড়াই লাখ টাকায় বিক্রি হয়।
মিফতাহুলের কারখানায় কাজ করেন কৃষ্ণনগর গ্রামের আছিয়া খাতুন। সাংসারিক কাজের অবসরে নকশিকাঁথা ও কাপড়ে নকশার কাজ করে প্রতি মাসে তিনি ৬ থেকে ৭ হাজার টাকা আয় করেন।
এখানেই থেমে যেতে চান না মিফতাহুল জান্নাত। নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য একটি বড় গার্মেন্টস ও সূচিশিল্পকর্মের কারখানা করতে চান তিনি; যেখানে হাজারো নারীর কর্মসংস্থান সৃষ্টি হবে। সে জন্যই তিনি কারখানায় নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। বন্ধুদের সঙ্গে সংযোগ, মতপ্রকাশ, ব্যবসা, এমনকি সচেতনতা তৈরির কাজেও এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তির আলোর নিচে গাঢ় হয়ে উঠেছে এক নতুন অন্ধকার, যাকে বলা হয় সাইবার হয়রানি।
১ দিন আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর চারদিক আগুন ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সে সময় ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু করেন শিক্ষিকা মাসুকা বেগম।
১ দিন আগেকালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে কুটিরশিল্পের অন্যতম বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র। একসময় বাঁশের তৈরি বিভিন্ন পণ্য সংসারের কাজের অন্যতম মাধ্যম হলেও আজ তা প্লাস্টিক জিনিসপত্রের ভিড়ে প্রায় হারিয়ে যেতে বসেছে। তবু এই ঐতিহ্য ধরে রাখতে, আর পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন মাদারীপুরের রাজৈর
১ দিন আগেধরুন, আপনি শান্তভাবে শপিং করছেন। হঠাৎ পেছন থেকে কেউ এসে আপনাকে বৈদ্যুতিক শক দিয়ে বসল। কারণ জিজ্ঞেস করলে জানানো হলো, হিজাব পরেননি, তাই আপনার এই শাস্তি প্রাপ্য। অবিশ্বাস্য শোনালেও আফগানিস্তানের মতো দেশে এখন এটি নির্মম বাস্তবতা। দেশটিতে সম্প্রতি এমন শাস্তি দেওয়া হচ্ছে সেই সব নারীকে, যারা হিজাব না পরে
১ দিন আগে