টিনশেডের একটি বড় ঘরের এক পাশে ঝুলছে সিনথেটিকের রঙিন সুতা। অন্য পাশে ব্লক-বাটিকের টেবিল। তার ওপর ডাইসসহ বিভিন্ন রং ও বাটিকের উপকরণ। ঘরটির মেঝেতে বসে বেশ কয়েকজন নারী কাজ করছেন। কেউ কেউ বাড়িতে কাজ করার জন্য সেখান থেকে কাপড়-সুতাসহ বিভিন্ন উপকরণ বুঝে নিচ্ছেন।
টিনশেডের সেই কারখানার নাম ‘মুক্তা কনসেপ্ট স্টোর অ্যান্ড গার্মেন্টস’। এর মালিক মিফতাহুল জান্নাত। তাঁর সঙ্গে এই কারখানা ও গ্রামের বিভিন্ন বাড়িতে বসে কাজ করেন প্রায় ১২৫ জন নারী! মিফতাহুলের নেতৃত্বে এই নারীদের সূচিশিল্পের কাজের সুনাম এখন দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিদেশেও।
২০১৫ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেও শ্বশুরবাড়ির নিষেধের কারণে ইচ্ছা থাকলেও চাকরি করতে পারেননি মিফতাহুল। বছর পাঁচেক আগে ইউটিউবের একটি ভিডিও তাঁর ভাবনা-প্রক্রিয়া বদলে দেয়। সেই ভিডিওতে বলা হয়েছিল, ভালো লাগার কাজ করলে সাফল্য পাওয়া সহজ।
সেই ভিডিও দেখে মিফতাহুল তাঁর ভালো লাগার বিষয় সূচিশিল্প নিয়ে কাজ শুরু করেন। পাঁচ বছর পর এখন শুধু সুখ্যাতিই নয়, এ বছর অর্থনৈতিক ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন তিনি। আর গত বছর স্মার্ট নারী উদ্যোক্তা হিসেবে রাষ্ট্রীয় অনুদান হিসেবে পেয়েছিলেন ৫০ হাজার টাকা।
মিফতাহুল যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের ইলিয়াস মাহমুদের স্ত্রী। ব্যক্তিগত জীবনে দুই ছেলে সন্তানের মা তিনি। ২০০৫ সালে এইচএসসি পড়ার সময় তাঁর বিয়ে হয়। ২০১৭ সালের শেষের দিকে মাত্র ৭ হাজার টাকা পুঁজি নিয়ে কাজ শুরু করেন তিনি। এই টাকা দিয়ে একটি নকশিকাঁথা ও কিছু কাপড়ে ব্লক-বাটিকের কাজ করেন।
সে সময় নকশিকাঁথা ও কাপড় বিক্রি করে তিনি আয় করেন ৩০ হাজার টাকা। এরপর একটু একটু করে কাজের পরিধি বাড়াতে থাকেন। করোনাকালে ঘরে বসে অনলাইনে মিফতাহুল হাতের কাজের বেশ কিছু প্রশিক্ষণ নেন। তারপর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কোর্সে হাতে-কলমে প্রশিক্ষণ নেন।
২০২১ সালে তিনি যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে নিজের কার্যালয় খুলে বসেন। একই বছর ইউএনডিপি আয়োজিত আনন্দ মেলা, বাণিজ্য মেলা ও এসএমই মেলায় তাঁর পণ্য প্রদর্শন ও বিক্রিতে ব্যাপক সাড়া পড়ে। ২০২২ সালে তিনি মহিলা অধিদপ্তরের কার্যালয়ে সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টার বরাদ্দ পান। উৎপাদিত পণ্য বিক্রি করতে তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।
এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে নিয়মিত পণ্য বিক্রি করেন অনলাইনে; বিশেষ করে জাপান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মিফতাহুলের পণ্যের বেশ কদর।
মিফতাহুল জান্নাতের মুক্তা কনসেপ্ট স্টোর অ্যান্ড গার্মেন্টস কারখানায় ১২৫ জন সূচিশিল্পীর সঙ্গে রয়েছেন ২৫ জন ইনচার্জ। সূচিশিল্পীরা নকশিকাঁথা, কাপড়ে নকশা তোলা, ব্লক-বাটিকের কাজ, পাটের বিভিন্ন পণ্য এবং ওয়ালম্যাট তৈরির কাজ করেন।
মিফতাহুলের মতো তাঁরাও চাকরি করে সংসারে সচ্ছলতা এনেছেন। তাঁর কারখানায় উৎপাদিত পণ্য প্রতি মাসে দেড় থেকে আড়াই লাখ টাকায় বিক্রি হয়।
মিফতাহুলের কারখানায় কাজ করেন কৃষ্ণনগর গ্রামের আছিয়া খাতুন। সাংসারিক কাজের অবসরে নকশিকাঁথা ও কাপড়ে নকশার কাজ করে প্রতি মাসে তিনি ৬ থেকে ৭ হাজার টাকা আয় করেন।
এখানেই থেমে যেতে চান না মিফতাহুল জান্নাত। নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য একটি বড় গার্মেন্টস ও সূচিশিল্পকর্মের কারখানা করতে চান তিনি; যেখানে হাজারো নারীর কর্মসংস্থান সৃষ্টি হবে। সে জন্যই তিনি কারখানায় নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করছেন।
টিনশেডের একটি বড় ঘরের এক পাশে ঝুলছে সিনথেটিকের রঙিন সুতা। অন্য পাশে ব্লক-বাটিকের টেবিল। তার ওপর ডাইসসহ বিভিন্ন রং ও বাটিকের উপকরণ। ঘরটির মেঝেতে বসে বেশ কয়েকজন নারী কাজ করছেন। কেউ কেউ বাড়িতে কাজ করার জন্য সেখান থেকে কাপড়-সুতাসহ বিভিন্ন উপকরণ বুঝে নিচ্ছেন।
টিনশেডের সেই কারখানার নাম ‘মুক্তা কনসেপ্ট স্টোর অ্যান্ড গার্মেন্টস’। এর মালিক মিফতাহুল জান্নাত। তাঁর সঙ্গে এই কারখানা ও গ্রামের বিভিন্ন বাড়িতে বসে কাজ করেন প্রায় ১২৫ জন নারী! মিফতাহুলের নেতৃত্বে এই নারীদের সূচিশিল্পের কাজের সুনাম এখন দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিদেশেও।
২০১৫ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেও শ্বশুরবাড়ির নিষেধের কারণে ইচ্ছা থাকলেও চাকরি করতে পারেননি মিফতাহুল। বছর পাঁচেক আগে ইউটিউবের একটি ভিডিও তাঁর ভাবনা-প্রক্রিয়া বদলে দেয়। সেই ভিডিওতে বলা হয়েছিল, ভালো লাগার কাজ করলে সাফল্য পাওয়া সহজ।
সেই ভিডিও দেখে মিফতাহুল তাঁর ভালো লাগার বিষয় সূচিশিল্প নিয়ে কাজ শুরু করেন। পাঁচ বছর পর এখন শুধু সুখ্যাতিই নয়, এ বছর অর্থনৈতিক ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন তিনি। আর গত বছর স্মার্ট নারী উদ্যোক্তা হিসেবে রাষ্ট্রীয় অনুদান হিসেবে পেয়েছিলেন ৫০ হাজার টাকা।
মিফতাহুল যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের ইলিয়াস মাহমুদের স্ত্রী। ব্যক্তিগত জীবনে দুই ছেলে সন্তানের মা তিনি। ২০০৫ সালে এইচএসসি পড়ার সময় তাঁর বিয়ে হয়। ২০১৭ সালের শেষের দিকে মাত্র ৭ হাজার টাকা পুঁজি নিয়ে কাজ শুরু করেন তিনি। এই টাকা দিয়ে একটি নকশিকাঁথা ও কিছু কাপড়ে ব্লক-বাটিকের কাজ করেন।
সে সময় নকশিকাঁথা ও কাপড় বিক্রি করে তিনি আয় করেন ৩০ হাজার টাকা। এরপর একটু একটু করে কাজের পরিধি বাড়াতে থাকেন। করোনাকালে ঘরে বসে অনলাইনে মিফতাহুল হাতের কাজের বেশ কিছু প্রশিক্ষণ নেন। তারপর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কোর্সে হাতে-কলমে প্রশিক্ষণ নেন।
২০২১ সালে তিনি যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে নিজের কার্যালয় খুলে বসেন। একই বছর ইউএনডিপি আয়োজিত আনন্দ মেলা, বাণিজ্য মেলা ও এসএমই মেলায় তাঁর পণ্য প্রদর্শন ও বিক্রিতে ব্যাপক সাড়া পড়ে। ২০২২ সালে তিনি মহিলা অধিদপ্তরের কার্যালয়ে সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টার বরাদ্দ পান। উৎপাদিত পণ্য বিক্রি করতে তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।
এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে নিয়মিত পণ্য বিক্রি করেন অনলাইনে; বিশেষ করে জাপান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মিফতাহুলের পণ্যের বেশ কদর।
মিফতাহুল জান্নাতের মুক্তা কনসেপ্ট স্টোর অ্যান্ড গার্মেন্টস কারখানায় ১২৫ জন সূচিশিল্পীর সঙ্গে রয়েছেন ২৫ জন ইনচার্জ। সূচিশিল্পীরা নকশিকাঁথা, কাপড়ে নকশা তোলা, ব্লক-বাটিকের কাজ, পাটের বিভিন্ন পণ্য এবং ওয়ালম্যাট তৈরির কাজ করেন।
মিফতাহুলের মতো তাঁরাও চাকরি করে সংসারে সচ্ছলতা এনেছেন। তাঁর কারখানায় উৎপাদিত পণ্য প্রতি মাসে দেড় থেকে আড়াই লাখ টাকায় বিক্রি হয়।
মিফতাহুলের কারখানায় কাজ করেন কৃষ্ণনগর গ্রামের আছিয়া খাতুন। সাংসারিক কাজের অবসরে নকশিকাঁথা ও কাপড়ে নকশার কাজ করে প্রতি মাসে তিনি ৬ থেকে ৭ হাজার টাকা আয় করেন।
এখানেই থেমে যেতে চান না মিফতাহুল জান্নাত। নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য একটি বড় গার্মেন্টস ও সূচিশিল্পকর্মের কারখানা করতে চান তিনি; যেখানে হাজারো নারীর কর্মসংস্থান সৃষ্টি হবে। সে জন্যই তিনি কারখানায় নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করছেন।
বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকারের জন্য অধ্যাদেশ জারির সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন
৩ দিন আগেপ্রতিবন্ধী নারীদের জন্য সহজলভ্য ও নিরাপদ স্যানিটারি পণ্য উদ্ভাবনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে আয়োজিত ‘প্রতিবন্ধী নারীদের জন্য স্যানিটারি পণ্য উদ্ভাবন’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা
৫ দিন আগেনারীর সংজ্ঞা জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ট্রান্সজেন্ডারদের লৈঙ্গিকভিত্তিক সুরক্ষার আবেদন খারিজ করে আদালত জানিয়েছেন, লিঙ্গ একটি দ্বৈত ধারণা—নারী অথবা পুরুষ। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা বিদ্যমান আইনে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পান।
৬ দিন আগেমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা মানুষের গন্তব্য লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া। তারপর নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই বৃত্ত ভেঙে ফেলার চেষ্টা করেন। সে এক বিশাল লড়াই। তেমনই লড়াই করে চলেছেন এক তরুণ উদ্যোক্তা ইফ্ফাত আলম জেসিকা। নিজের তো বটেই, কর্মসংস্থান করেছেন আরও প্রায় ৩২ জন নারীর।
৭ দিন আগে