ফিচার ডেস্ক
কাউকে দাওয়াত দিয়ে রান্নাবান্না করে খাওয়ানোর পর বাসন মাজতে গিয়ে সমস্যায় পড়েন অনেকে। এত বাসন মাজতে হবে বলে মাথায় হাত পড়ে। এখান থেকেই হয়তো একদিন ডিশওয়াশার তৈরির সূত্র পেয়েছিলেন জোসেফাইন কোচরান। না হলে কি আর ডিশওয়াশার তৈরিতে মন দিতেন তিনি?
শিকাগোর উদ্ভাবক জোসেফাইন ডিশওয়াশার আবিষ্কারের জন্য প্রত্যেক মানুষের; বিশেষ করে নারীদের কাছ থেকে একটা ধন্যবাদ পেতেই পারেন। তবে জানিয়ে রাখা ভালো, জোসেফাইন আসলে কাপড় ধোয়ার যন্ত্রণা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। কিন্তু কোনো এক কারণে সেটিতে তিনি সফল হতে পারেননি। এরপর তিনি ডিশওয়াশার মেশিনের একটি প্রোটোটাইপ ডিজাইন করেন। শুধু তা-ই নয়, ইলিনয়ের শেলবিভিলে নিজ বাড়িতে জোসেফাইন এর প্রথম মডেলটির নকশা করেছিলেন। ১৮৮৬ সালের ২৮ ডিসেম্বর এটির পেটেন্ট পান তিনি।
তবে পঞ্চাশের দশক পর্যন্ত সাধারণ মানুষের কাছে ডিশওয়াশার জনপ্রিয়তা পায়নি। প্রথম দিকে শুধু বড় বড় হোটেল আর রেস্তোরাঁতেই এর জায়গা হয়। তিনি এই ডিশওয়াশার তৈরির জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, যা শেষ পর্যন্ত কিচেনএইডে পরিণত হয়। ১৮৩৯ সালের ৮ মার্চ ওহাইওর অশতাবুলা কাউন্টিতে জন্ম নেওয়া এই নারী উদ্ভাবক ১৯১৩ সালের ৩ আগস্ট শিকাগোর ইলিনয়ে মারা যান।
সূত্র: ক্ল্যাসিক শিকাগো ম্যাগাজিন
কাউকে দাওয়াত দিয়ে রান্নাবান্না করে খাওয়ানোর পর বাসন মাজতে গিয়ে সমস্যায় পড়েন অনেকে। এত বাসন মাজতে হবে বলে মাথায় হাত পড়ে। এখান থেকেই হয়তো একদিন ডিশওয়াশার তৈরির সূত্র পেয়েছিলেন জোসেফাইন কোচরান। না হলে কি আর ডিশওয়াশার তৈরিতে মন দিতেন তিনি?
শিকাগোর উদ্ভাবক জোসেফাইন ডিশওয়াশার আবিষ্কারের জন্য প্রত্যেক মানুষের; বিশেষ করে নারীদের কাছ থেকে একটা ধন্যবাদ পেতেই পারেন। তবে জানিয়ে রাখা ভালো, জোসেফাইন আসলে কাপড় ধোয়ার যন্ত্রণা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। কিন্তু কোনো এক কারণে সেটিতে তিনি সফল হতে পারেননি। এরপর তিনি ডিশওয়াশার মেশিনের একটি প্রোটোটাইপ ডিজাইন করেন। শুধু তা-ই নয়, ইলিনয়ের শেলবিভিলে নিজ বাড়িতে জোসেফাইন এর প্রথম মডেলটির নকশা করেছিলেন। ১৮৮৬ সালের ২৮ ডিসেম্বর এটির পেটেন্ট পান তিনি।
তবে পঞ্চাশের দশক পর্যন্ত সাধারণ মানুষের কাছে ডিশওয়াশার জনপ্রিয়তা পায়নি। প্রথম দিকে শুধু বড় বড় হোটেল আর রেস্তোরাঁতেই এর জায়গা হয়। তিনি এই ডিশওয়াশার তৈরির জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, যা শেষ পর্যন্ত কিচেনএইডে পরিণত হয়। ১৮৩৯ সালের ৮ মার্চ ওহাইওর অশতাবুলা কাউন্টিতে জন্ম নেওয়া এই নারী উদ্ভাবক ১৯১৩ সালের ৩ আগস্ট শিকাগোর ইলিনয়ে মারা যান।
সূত্র: ক্ল্যাসিক শিকাগো ম্যাগাজিন
প্রতিবন্ধী নারীদের জন্য সহজলভ্য ও নিরাপদ স্যানিটারি পণ্য উদ্ভাবনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে আয়োজিত ‘প্রতিবন্ধী নারীদের জন্য স্যানিটারি পণ্য উদ্ভাবন’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা
৩ দিন আগেনারীর সংজ্ঞা জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ট্রান্সজেন্ডারদের লৈঙ্গিকভিত্তিক সুরক্ষার আবেদন খারিজ করে আদালত জানিয়েছেন, লিঙ্গ একটি দ্বৈত ধারণা—নারী অথবা পুরুষ। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা বিদ্যমান আইনে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পান।
৪ দিন আগেমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা মানুষের গন্তব্য লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া। তারপর নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই বৃত্ত ভেঙে ফেলার চেষ্টা করেন। সে এক বিশাল লড়াই। তেমনই লড়াই করে চলেছেন এক তরুণ উদ্যোক্তা ইফ্ফাত আলম জেসিকা। নিজের তো বটেই, কর্মসংস্থান করেছেন আরও প্রায় ৩২ জন নারীর।
৪ দিন আগেআমি কোর্টের মাধ্যমে স্বামীকে তালাক দিই। সে জন্য তিনটি নোটিশ পাঠাই তাকে। কিন্তু সে প্রবাসে থাকে বলে স্বাক্ষর নেই। এখন অনেক জায়গা থেকে শুনছি, এই তালাক নাকি হয়নি। আমার বিয়ের বয়স চার বছর। বিয়ের প্রথম সপ্তাহেই আমার স্বামী প্রবাসে চলে যায়। প্রথম এক বছর আমার সঙ্গে তার যোগাযোগ ছিল।
৪ দিন আগে