ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ছোট্ট এক শহরের বাসচালকের মেয়ে সানা আলী। নিম্নমধ্যবিত্ত পরিবারে আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে শেষ করেছেন লেখাপড়া। তবে কোনো প্রতিবন্ধকতাই তাঁর স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সানা নিযুক্ত হয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) সহকারী কারিগরি প্রকৌশলী হিসেবে।
অন্ধ্র প্রদেশের তিরুপাতি জেলার শ্রিহরিকোটায় অবস্থিত ইসরোর সতিশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে বিজ্ঞানী হিসেবে সানার ভূমিকা নিঃসন্দেহে একটি কঠিন সংগ্রাম জয়ের প্রতীক। তাঁর এ অর্জন পরিবারের জন্যও অনেক আবেগের।
কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও লক্ষ্যের প্রতি স্থিরচিত্ত সানাকে সুযোগ অর্জনে সহায়তা করেছে। বাবার সীমিত উপার্জন ও অপর্যাপ্ত সম্পদ তাঁর পড়ালেখা চালিয়ে যেতে বাধা হতে পারেনি। সানা মধ্যপ্রদেশের বিদিশার সম্রাট অশোক টেকনিকাল ইনস্টিটিউট থেকে প্রযুক্তিতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।
সানার পড়ালেখা চালিয়ে নিতে তাঁর বাবা সৈয়দ সাজিদ আলীকে ঋণ নিতে হয়েছিল, আজীবনের শখের গয়নাও বন্ধক রেখেছিলেন মা।
সানার সংগ্রাম কেবল আর্থিক অনটন মোকাবিলা পর্যন্তই সীমাবদ্ধ ছিল না; চারপাশ থেকে ছিল নানা সামাজিক চাপ। আত্মীয়দের পরামর্শ ছিল মেয়েকে আর লেখাপড়া না করিয়ে জলদি বিয়ে দিয়ে দেওয়ার।
তবে সে কথা কানে না তুলে মেয়ের পড়ালেখাকে গুরুত্ব দিয়েছিলেন সানার মা-বাবা। পড়ালেখার খরচ সামলাতে টিউশন পড়াতেন সানা। প্রকৌশলের ডিগ্রি নেওয়ার পরই ২০২২ সালে বিয়ে করেন গোয়ালিয়রের প্রকৌশলী আকরামকে। এই সফলতায় স্বামী ও শ্বশুর-শাশুড়ির অবদানও অনেক বলে জানান সানা।
সানা ইসরোতে কাজ করার সুযোগ পাওয়ার বিষয়ে বলেন, ‘আমি এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি সব নারীকে বলতে চাই: যেভাবেই হোক পড়ালেখা করুন। আপনার জীবনের জন্য যে লক্ষ্য নির্ধারণ করেছেন তা পূরণের জন্য সব চেষ্টা করুন। পথে আসা সব ব্যর্থতাকে দূরে ঠেলে কঠোর পরিশ্রম করতে হবে।’
মানুষের উচিৎ তাঁদের কন্যা সন্তানকে সুশিক্ষিত করা ও তাদের স্বপ্নগুলোকে ডানা মেলতে দেওয়া—যোগ করেন সানা।
ইসরোর সতিশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রতে কারিগরি সহকারী হিসেবে সম্প্রতি মনোনীত হওয়ায় সানাকে অভিনন্দন জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে শিবরাজ বলেন, ‘আপনার মতো নারীরা মধ্যপ্রদেশের গর্ব। এ অঞ্চলের নারীরা কতটা সম্ভাবনাময় তা আপনাদের দেখে বোঝা যায়। আমি আপনাদের সুখী, সফল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ছোট্ট এক শহরের বাসচালকের মেয়ে সানা আলী। নিম্নমধ্যবিত্ত পরিবারে আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে শেষ করেছেন লেখাপড়া। তবে কোনো প্রতিবন্ধকতাই তাঁর স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সানা নিযুক্ত হয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) সহকারী কারিগরি প্রকৌশলী হিসেবে।
অন্ধ্র প্রদেশের তিরুপাতি জেলার শ্রিহরিকোটায় অবস্থিত ইসরোর সতিশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে বিজ্ঞানী হিসেবে সানার ভূমিকা নিঃসন্দেহে একটি কঠিন সংগ্রাম জয়ের প্রতীক। তাঁর এ অর্জন পরিবারের জন্যও অনেক আবেগের।
কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও লক্ষ্যের প্রতি স্থিরচিত্ত সানাকে সুযোগ অর্জনে সহায়তা করেছে। বাবার সীমিত উপার্জন ও অপর্যাপ্ত সম্পদ তাঁর পড়ালেখা চালিয়ে যেতে বাধা হতে পারেনি। সানা মধ্যপ্রদেশের বিদিশার সম্রাট অশোক টেকনিকাল ইনস্টিটিউট থেকে প্রযুক্তিতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।
সানার পড়ালেখা চালিয়ে নিতে তাঁর বাবা সৈয়দ সাজিদ আলীকে ঋণ নিতে হয়েছিল, আজীবনের শখের গয়নাও বন্ধক রেখেছিলেন মা।
সানার সংগ্রাম কেবল আর্থিক অনটন মোকাবিলা পর্যন্তই সীমাবদ্ধ ছিল না; চারপাশ থেকে ছিল নানা সামাজিক চাপ। আত্মীয়দের পরামর্শ ছিল মেয়েকে আর লেখাপড়া না করিয়ে জলদি বিয়ে দিয়ে দেওয়ার।
তবে সে কথা কানে না তুলে মেয়ের পড়ালেখাকে গুরুত্ব দিয়েছিলেন সানার মা-বাবা। পড়ালেখার খরচ সামলাতে টিউশন পড়াতেন সানা। প্রকৌশলের ডিগ্রি নেওয়ার পরই ২০২২ সালে বিয়ে করেন গোয়ালিয়রের প্রকৌশলী আকরামকে। এই সফলতায় স্বামী ও শ্বশুর-শাশুড়ির অবদানও অনেক বলে জানান সানা।
সানা ইসরোতে কাজ করার সুযোগ পাওয়ার বিষয়ে বলেন, ‘আমি এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি সব নারীকে বলতে চাই: যেভাবেই হোক পড়ালেখা করুন। আপনার জীবনের জন্য যে লক্ষ্য নির্ধারণ করেছেন তা পূরণের জন্য সব চেষ্টা করুন। পথে আসা সব ব্যর্থতাকে দূরে ঠেলে কঠোর পরিশ্রম করতে হবে।’
মানুষের উচিৎ তাঁদের কন্যা সন্তানকে সুশিক্ষিত করা ও তাদের স্বপ্নগুলোকে ডানা মেলতে দেওয়া—যোগ করেন সানা।
ইসরোর সতিশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রতে কারিগরি সহকারী হিসেবে সম্প্রতি মনোনীত হওয়ায় সানাকে অভিনন্দন জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে শিবরাজ বলেন, ‘আপনার মতো নারীরা মধ্যপ্রদেশের গর্ব। এ অঞ্চলের নারীরা কতটা সম্ভাবনাময় তা আপনাদের দেখে বোঝা যায়। আমি আপনাদের সুখী, সফল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’
প্রতিবন্ধী নারীদের জন্য সহজলভ্য ও নিরাপদ স্যানিটারি পণ্য উদ্ভাবনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে আয়োজিত ‘প্রতিবন্ধী নারীদের জন্য স্যানিটারি পণ্য উদ্ভাবন’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা
২ দিন আগেনারীর সংজ্ঞা জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ট্রান্সজেন্ডারদের লৈঙ্গিকভিত্তিক সুরক্ষার আবেদন খারিজ করে আদালত জানিয়েছেন, লিঙ্গ একটি দ্বৈত ধারণা—নারী অথবা পুরুষ। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা বিদ্যমান আইনে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পান।
৩ দিন আগেমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা মানুষের গন্তব্য লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া। তারপর নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই বৃত্ত ভেঙে ফেলার চেষ্টা করেন। সে এক বিশাল লড়াই। তেমনই লড়াই করে চলেছেন এক তরুণ উদ্যোক্তা ইফ্ফাত আলম জেসিকা। নিজের তো বটেই, কর্মসংস্থান করেছেন আরও প্রায় ৩২ জন নারীর।
৩ দিন আগেআমি কোর্টের মাধ্যমে স্বামীকে তালাক দিই। সে জন্য তিনটি নোটিশ পাঠাই তাকে। কিন্তু সে প্রবাসে থাকে বলে স্বাক্ষর নেই। এখন অনেক জায়গা থেকে শুনছি, এই তালাক নাকি হয়নি। আমার বিয়ের বয়স চার বছর। বিয়ের প্রথম সপ্তাহেই আমার স্বামী প্রবাসে চলে যায়। প্রথম এক বছর আমার সঙ্গে তার যোগাযোগ ছিল।
৩ দিন আগে