Ajker Patrika

নারী ফুটবল দলের ম্যাচ বন্ধে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি আসকের

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ২২: ৫৯
নারী ফুটবল দলের ম্যাচ বন্ধে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি আসকের

জয়পুরহাট ও দিনাজপুরে নারী ফুটবল ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে সহিংসতা এবং ম্যাচ বন্ধ করে দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একই সঙ্গে অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তারা।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে গত বুধবার নারীদের একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই খেলা যেন হতে না পারে, সে জন্য মঙ্গলবার দুপুরের পরে আশপাশের মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কিছু লোক বিক্ষুব্ধ মুসল্লি পরিচয়ে খেলার মাঠে জড়ো হয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে হামলা করে। হামলায় খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করে। এ ছাড়া গত মঙ্গলবার দিনাজপুর জেলার হাকিমপুরে নারী ফুটবল আয়োজনকে কেন্দ্র করে একই কায়দায় হামলার ঘটনা ঘটেছে। উল্লেখ্য, হাকিমপুরে নারী ফুটবল ম্যাচ বন্ধে তৌহিদী জনতার নামে মাইকিংও করা হয়। কিছুদিন ধরে তৌহিদী জনতার নামে একটি গোষ্ঠী দেশের নানা জায়গায় মাজারে সংঘবদ্ধ হামলা, ওরস আয়োজনে বাধা দেওয়া, বাউলগান ও কনসার্ট আয়োজনে বাধা সৃষ্টি করা এমনকি কোথাও কোথাও ভাঙচুর করছে।

আসক মনে করে, নারী ফুটবল ম্যাচ বন্ধসহ মাজারে হামলা ও বাউলশিল্পীদের গানের আসর বন্ধ করে দেওয়ার ঘটনাগুলো দেশের প্রচলিত আইনে ফৌজদারি অপরাধ। এ ছাড়া মেয়েদের খেলাধুলার বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য লক্ষ করা যাচ্ছে, যা অত্যন্ত অমর্যাদাকর এবং একই সঙ্গে নাগরিকের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ন করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত