ফিচার ডেস্ক
কাজের মাধ্যমে জীবনে বিস্ময়কর কোনো অভিজ্ঞতাকে অনুভব করতে পারে, এমন মানুষ আসলেই সৌভাগ্যবান। তেমনই একজন চীনের পরমাণু রকেটবিজ্ঞানী ওয়াং হাওজ। ওয়াং ইয়াপিং এবং লিউ ইয়াংয়ের পর ক্রুড স্পেস ফ্লাইটে তৃতীয় চীনা নারী তিনি। ওয়াং ইয়াপিং, লিউ ইয়াং—দুজনেই মহাকাশচারী হওয়ার আগে পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সে পরিবহন পাইলট হিসেবে কাজ করেছিলেন। কিন্তু সেই প্রশিক্ষণ ছিল না ওয়াংয়ের। আর তাই তিনি চীনের প্রথম বেসামরিক নারী মহাকাশচারীর মর্যাদা পেয়েছেন।
চায়নিজ গণমাধ্যমে বলা হয়েছে, ২০২০ সালে ওয়াং চীনের মহাকাশচারীদের তৃতীয় ব্যাচে নির্বাচিত হয়েছিলেন। তিনি চীনের একমাত্র নারী মহাকাশ ফ্লাইট ইঞ্জিনিয়ার।
ওয়াং হাজং বলেন, ‘আমি কখনো কল্পনা করিনি, একজন মহাকাশবিজ্ঞান এবং প্রযুক্তি পেশাদার হিসেবে মহাকাশচারী হওয়ার সুযোগ পাব। যখন সুযোগটি পেয়েছিলাম, অনুভব করেছি যে এটি মূল্যবান এবং অবিশ্বাস্য।’ ওয়াংয়ের ফ্লাইট পরিচালনার কোনো অভিজ্ঞতা ছিল না। তাঁর প্রথম সেন্ট্রিফিউজ পরীক্ষার সময় শ্বাস নিতে কষ্ট হতো। কিন্তু অধ্যবসায় এবং ক্রমাগত প্রশিক্ষণের পর তিনি শেনঝো-১৯ মিশনের ক্রু সদস্য হিসেবে উত্তীর্ণ হন।
ওয়াংয়ের জন্ম উত্তর চীনের হেবেই প্রদেশে। মাঞ্চু বংশোদ্ভূত এই নারী চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের অধীনে একাডেমি অব অ্যারোস্পেস প্রোপালশন টেকনোলজিতে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
কাজের মাধ্যমে জীবনে বিস্ময়কর কোনো অভিজ্ঞতাকে অনুভব করতে পারে, এমন মানুষ আসলেই সৌভাগ্যবান। তেমনই একজন চীনের পরমাণু রকেটবিজ্ঞানী ওয়াং হাওজ। ওয়াং ইয়াপিং এবং লিউ ইয়াংয়ের পর ক্রুড স্পেস ফ্লাইটে তৃতীয় চীনা নারী তিনি। ওয়াং ইয়াপিং, লিউ ইয়াং—দুজনেই মহাকাশচারী হওয়ার আগে পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সে পরিবহন পাইলট হিসেবে কাজ করেছিলেন। কিন্তু সেই প্রশিক্ষণ ছিল না ওয়াংয়ের। আর তাই তিনি চীনের প্রথম বেসামরিক নারী মহাকাশচারীর মর্যাদা পেয়েছেন।
চায়নিজ গণমাধ্যমে বলা হয়েছে, ২০২০ সালে ওয়াং চীনের মহাকাশচারীদের তৃতীয় ব্যাচে নির্বাচিত হয়েছিলেন। তিনি চীনের একমাত্র নারী মহাকাশ ফ্লাইট ইঞ্জিনিয়ার।
ওয়াং হাজং বলেন, ‘আমি কখনো কল্পনা করিনি, একজন মহাকাশবিজ্ঞান এবং প্রযুক্তি পেশাদার হিসেবে মহাকাশচারী হওয়ার সুযোগ পাব। যখন সুযোগটি পেয়েছিলাম, অনুভব করেছি যে এটি মূল্যবান এবং অবিশ্বাস্য।’ ওয়াংয়ের ফ্লাইট পরিচালনার কোনো অভিজ্ঞতা ছিল না। তাঁর প্রথম সেন্ট্রিফিউজ পরীক্ষার সময় শ্বাস নিতে কষ্ট হতো। কিন্তু অধ্যবসায় এবং ক্রমাগত প্রশিক্ষণের পর তিনি শেনঝো-১৯ মিশনের ক্রু সদস্য হিসেবে উত্তীর্ণ হন।
ওয়াংয়ের জন্ম উত্তর চীনের হেবেই প্রদেশে। মাঞ্চু বংশোদ্ভূত এই নারী চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের অধীনে একাডেমি অব অ্যারোস্পেস প্রোপালশন টেকনোলজিতে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
মধ্যপ্রাচ্যে সর্বপ্রথম নারীদের নিয়ে সি রেঞ্জার বাহিনী গঠন করেছে সৌদি আরব। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিশ্ব রেঞ্জার দিবস উপলক্ষে এই রেঞ্জার বাহিনীর কথা জানান সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান রয়্যাল রিজার্ভ। সৌদি আরবের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও নারী ক্ষমতায়নের প্রতি দেশটির প্রতিশ্র
৪ দিন আগেচব্বিশের জুলাই। ৩১ দিনে নয়, শেষ হয়েছিল ৩৬ দিনে। সেই উত্তাল সময় তৈরি করেছে নানা আনন্দের স্মৃতি ও বেদনার ক্ষত। তৈরি হয়েছে এক ঐতিহাসিক অধ্যায়। কেউ কেউ জীবনের পরোয়া না করে ইতিহাস সৃষ্টি করেছিলেন সে সময়। কেউ পানি দিয়েছিলেন, কেউ আহত ব্যক্তিদের নিজের রিকশায় নিয়ে গিয়েছিলেন হাসপাতালে...
৫ দিন আগে৩০ বছর ধরে পাঁপড় বানিয়ে চলেছেন! সেই পাঁপড় বিক্রি করে চলছে সংসার, প্রতিবন্ধী মেয়ের চিকিৎসা ও ছেলের পড়াশোনা। বলছি মাদারীপুর শহরের পাকদি এলাকার হারুন-অর-রশীদ (৬৫) ও মজিদা বেগম (৫০) দম্পতির গল্প।
৫ দিন আগেসুতার নাম কেভলার। সুতি বা কটন, রেশম, রেয়ন ইত্যাদি সুতার কথা আমরা জানি। সেগুলো দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পোশাক ব্যবহারও করি। কিন্তু কেভলার? না, সাধারণ মানুষ এই সুতায় তৈরি পোশাক ব্যবহার করে না। বিশেষ অবস্থার জন্য বিশেষ ধরনের পোশাক তৈরিতেই শুধু এই কেভলার ফাইবার ব্যবহার করা হয়।
৫ দিন আগে