‘সুগার ড্যাডি’ যেভাবে ক্যান্ডি থেকে ধনী বুড়ো হয়ে উঠল
এবারের অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে সম্ভবত সবচেয়ে জনপ্রিয় গসিপ ‘সুগার ড্যাডি’। আলোচিত এক অসম যুগলের প্রেমের গল্পকে উপজীব্য করে লেখা একটি বই এবার টেলিভিশন, অনলাইন পোর্টাল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি কভারেজ পাচ্ছে। যেই প্রেম নিয়ে খোদ উচ্চ আদালত আপত্তি জানিয়েছিলেন, সেই যুগল নিজেই উপন্যা