বাড়ির ভেতরে অনাহূত এক অতিথিকে দেখে চমকে উঠলেন এক নারী। বাধ্য হয়ে ফোন দিলেন জরুরি সেবা ৯১১-তে। ওই অতিথি আট ফুট লম্বা এক অ্যালিগেটর। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার।
এ তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে।
মেরি হলেনবেক নামের ওই নারী জানান, ভেনাস এলাকায় তাঁর গ্র্যান্ড পাম কমিউনিটির বাড়ির সামনের দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পান।
‘আমি ভেবেছিলাম এলাকায় নতুন কেউ ভুলে আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে।’ বলেন হলেনবেক, ‘চেয়ার থেকে নেমে এগোলাম আমি, উদ্দেশ্য তার ভুলটা ধরিয়ে দেওয়া।’
হলেনবেক জানান, যখন শব্দের উৎস কে তা জানতে পারলেন, তখন মাথায় দুটো চিন্তা আসে। একটি হলো, ‘হায় ঈশ্বর! আমার বাড়িতে একটা অ্যালিগেটর চলে এসেছে।’ আর দ্বিতীয়টি, ‘কীভাবে আমি এর থেকে মুক্তি পাব।’
হলেনবেক তারপর ৯১১-এ ফোন করলেন। তারপর সারাসোটা কাউন্টির কয়েকজন ডেপুটি শেরিফ ও ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের কর্মকর্তাদের মিলিত প্রচেষ্টায় ৭ ফুট ১১ ইঞ্চির অ্যালিগেটরটিকে বাড়ি থেকে বের করে নেওয়া সম্ভব হয়।
ওই নারী জানান, অ্যালিগেটরটি নিশ্চিতভাবেই কাছের কোনো পুকুর থেকে এসে তার বাড়ির দরজা দিয়ে কোনোভাবে ভেতরে ঢুকে পড়ে।
‘রাস্তা পেরিয়ে আমার বাড়িতে আসতে তাকে কেবল দুই গজ দূরত্ব অতিক্রম করতে হয়। কিন্তু কেউ তাকে দেখেনি, এটি খুবই আশ্চর্যজনক।’ বলেন হলেনবেক।
বাড়ির ভেতরে অনাহূত এক অতিথিকে দেখে চমকে উঠলেন এক নারী। বাধ্য হয়ে ফোন দিলেন জরুরি সেবা ৯১১-তে। ওই অতিথি আট ফুট লম্বা এক অ্যালিগেটর। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার।
এ তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে।
মেরি হলেনবেক নামের ওই নারী জানান, ভেনাস এলাকায় তাঁর গ্র্যান্ড পাম কমিউনিটির বাড়ির সামনের দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পান।
‘আমি ভেবেছিলাম এলাকায় নতুন কেউ ভুলে আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে।’ বলেন হলেনবেক, ‘চেয়ার থেকে নেমে এগোলাম আমি, উদ্দেশ্য তার ভুলটা ধরিয়ে দেওয়া।’
হলেনবেক জানান, যখন শব্দের উৎস কে তা জানতে পারলেন, তখন মাথায় দুটো চিন্তা আসে। একটি হলো, ‘হায় ঈশ্বর! আমার বাড়িতে একটা অ্যালিগেটর চলে এসেছে।’ আর দ্বিতীয়টি, ‘কীভাবে আমি এর থেকে মুক্তি পাব।’
হলেনবেক তারপর ৯১১-এ ফোন করলেন। তারপর সারাসোটা কাউন্টির কয়েকজন ডেপুটি শেরিফ ও ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের কর্মকর্তাদের মিলিত প্রচেষ্টায় ৭ ফুট ১১ ইঞ্চির অ্যালিগেটরটিকে বাড়ি থেকে বের করে নেওয়া সম্ভব হয়।
ওই নারী জানান, অ্যালিগেটরটি নিশ্চিতভাবেই কাছের কোনো পুকুর থেকে এসে তার বাড়ির দরজা দিয়ে কোনোভাবে ভেতরে ঢুকে পড়ে।
‘রাস্তা পেরিয়ে আমার বাড়িতে আসতে তাকে কেবল দুই গজ দূরত্ব অতিক্রম করতে হয়। কিন্তু কেউ তাকে দেখেনি, এটি খুবই আশ্চর্যজনক।’ বলেন হলেনবেক।
শিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৬ ঘণ্টা আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৩ দিন আগেপরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
৪ দিন আগেভারতের তেলেঙ্গানার হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় গাঁজা সরবরাহকারী একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছেন মাদকবিরোধী কর্মকর্তারা। সম্প্রতি এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল এনফোর্সমেন্টের (ইগল) অভিযানে তাঁরা দেখতে পান, এক দম্পতি তাঁদের চার বছরের শিশুকে নিয়ে এসেছেন গাঁজা...
৫ দিন আগে