অনলাইন ডেস্ক
বাড়ির ভেতরে অনাহূত এক অতিথিকে দেখে চমকে উঠলেন এক নারী। বাধ্য হয়ে ফোন দিলেন জরুরি সেবা ৯১১-তে। ওই অতিথি আট ফুট লম্বা এক অ্যালিগেটর। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার।
এ তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে।
মেরি হলেনবেক নামের ওই নারী জানান, ভেনাস এলাকায় তাঁর গ্র্যান্ড পাম কমিউনিটির বাড়ির সামনের দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পান।
‘আমি ভেবেছিলাম এলাকায় নতুন কেউ ভুলে আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে।’ বলেন হলেনবেক, ‘চেয়ার থেকে নেমে এগোলাম আমি, উদ্দেশ্য তার ভুলটা ধরিয়ে দেওয়া।’
হলেনবেক জানান, যখন শব্দের উৎস কে তা জানতে পারলেন, তখন মাথায় দুটো চিন্তা আসে। একটি হলো, ‘হায় ঈশ্বর! আমার বাড়িতে একটা অ্যালিগেটর চলে এসেছে।’ আর দ্বিতীয়টি, ‘কীভাবে আমি এর থেকে মুক্তি পাব।’
হলেনবেক তারপর ৯১১-এ ফোন করলেন। তারপর সারাসোটা কাউন্টির কয়েকজন ডেপুটি শেরিফ ও ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের কর্মকর্তাদের মিলিত প্রচেষ্টায় ৭ ফুট ১১ ইঞ্চির অ্যালিগেটরটিকে বাড়ি থেকে বের করে নেওয়া সম্ভব হয়।
ওই নারী জানান, অ্যালিগেটরটি নিশ্চিতভাবেই কাছের কোনো পুকুর থেকে এসে তার বাড়ির দরজা দিয়ে কোনোভাবে ভেতরে ঢুকে পড়ে।
‘রাস্তা পেরিয়ে আমার বাড়িতে আসতে তাকে কেবল দুই গজ দূরত্ব অতিক্রম করতে হয়। কিন্তু কেউ তাকে দেখেনি, এটি খুবই আশ্চর্যজনক।’ বলেন হলেনবেক।
বাড়ির ভেতরে অনাহূত এক অতিথিকে দেখে চমকে উঠলেন এক নারী। বাধ্য হয়ে ফোন দিলেন জরুরি সেবা ৯১১-তে। ওই অতিথি আট ফুট লম্বা এক অ্যালিগেটর। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার।
এ তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে।
মেরি হলেনবেক নামের ওই নারী জানান, ভেনাস এলাকায় তাঁর গ্র্যান্ড পাম কমিউনিটির বাড়ির সামনের দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পান।
‘আমি ভেবেছিলাম এলাকায় নতুন কেউ ভুলে আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে।’ বলেন হলেনবেক, ‘চেয়ার থেকে নেমে এগোলাম আমি, উদ্দেশ্য তার ভুলটা ধরিয়ে দেওয়া।’
হলেনবেক জানান, যখন শব্দের উৎস কে তা জানতে পারলেন, তখন মাথায় দুটো চিন্তা আসে। একটি হলো, ‘হায় ঈশ্বর! আমার বাড়িতে একটা অ্যালিগেটর চলে এসেছে।’ আর দ্বিতীয়টি, ‘কীভাবে আমি এর থেকে মুক্তি পাব।’
হলেনবেক তারপর ৯১১-এ ফোন করলেন। তারপর সারাসোটা কাউন্টির কয়েকজন ডেপুটি শেরিফ ও ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের কর্মকর্তাদের মিলিত প্রচেষ্টায় ৭ ফুট ১১ ইঞ্চির অ্যালিগেটরটিকে বাড়ি থেকে বের করে নেওয়া সম্ভব হয়।
ওই নারী জানান, অ্যালিগেটরটি নিশ্চিতভাবেই কাছের কোনো পুকুর থেকে এসে তার বাড়ির দরজা দিয়ে কোনোভাবে ভেতরে ঢুকে পড়ে।
‘রাস্তা পেরিয়ে আমার বাড়িতে আসতে তাকে কেবল দুই গজ দূরত্ব অতিক্রম করতে হয়। কিন্তু কেউ তাকে দেখেনি, এটি খুবই আশ্চর্যজনক।’ বলেন হলেনবেক।
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৭ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৭ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৭ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২২ দিন আগে