Ajker Patrika

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জাবি প্রতিনিধি 
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ২৩: ২১
শামীম মোল্লা। ছবি: সংগৃহীত
শামীম মোল্লা। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি শামীমের বহিষ্কারাদেশের চিঠি তাঁর বিভাগে পৌঁছানোর পর বিষয়টি জানাজানি হয়। বিষয়টি নিয়ে অনেকে ফেসবুকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমালোচনা করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন মৃত শিক্ষার্থীকে বহিষ্কার করে উদাসীনতার পরিচয় দিয়েছে বলে কেউ কেউ মন্তব্য করেছেন।

শামীম মোল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩৯তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন। জুলাই আন্দোলনে হামলার অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর একদল শিক্ষার্থী শামীম মোল্লাকে মারধর করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে আশুলিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ রাতুল বলেন, ‘গণ-অভ্যুত্থানের একটা দীর্ঘ সময় পর হামলাকারী শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ দেয় প্রশাসন; যা ভুল ও মনগড়া সিদ্ধান্ত বলে আমি মনে করি। এত দিন সময় নিয়ে তালিকা তৈরি করেও যদি নির্দোষ শিক্ষার্থী, মৃত ব্যক্তি ও ছাত্রত্ব নেই, এমন হামলাকারীদের বহিষ্কার করে, তাহলে বলতেই হয়, এটা প্রশাসনের নাটক ছাড়া আর কিছুই নয়।’

শামীম মোল্লা। ছবি: সংগৃহীত
শামীম মোল্লা। ছবি: সংগৃহীত

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্ডিকেট সভা থেকে পাওয়া তালিকা শিক্ষা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রস্তুত করে আমার কাছে দিয়েছেন। ৩৭টি বিভাগের আলাদা আলাদা চিঠি স্বাক্ষর করতে গিয়ে সব কটি নাম খেয়াল করতে পারিনি। এ কারণে অসাবধানতাবশত আমি স্বাক্ষর করেছি। এখানে আমাদের অনিচ্ছাকৃত একটি ভুল হয়েছে। এর জন্য আমরা দুঃখ প্রকাশ করে একটু পরেই বিবৃতি প্রকাশ করব। দ্রুত বিষয়টি ঠিক করে বিভাগে পুনরায় চিঠি পাঠাব।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৪, ১৫ ও ১৭ জুলাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও বহিরাগতরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। গণ-অভ্যুত্থানের পর নতুন প্রশাসন দায়িত্বে এসে এসব হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন করে। কমিটির তদন্ত প্রতিবেদন শেষে গত ১৭ মার্চ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত