রাস্তায় হঠাৎ যদি দেখেন গাড়ির পাশাপাশি মস্ত এক উট পাখি ছুটছে, তখন কেমন লাগবে বলুন তো? এমন কাণ্ডই হয়েছে দক্ষিণ কোরিয়ার এক শহরে। একটি পার্ক থেকে পালিয়ে আসা ওই উট পাখি এক ঘণ্টার বেশি দৌড়ে বেড়ায় রাস্তায়।
দক্ষিণ কোরিয়ার সিয়ংনাম শহরের এক ব্যস্ত সড়কে গত মঙ্গলবার সকালে এমন কাণ্ড হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে পাখিটিকে যানবাহন এড়ানোর চেষ্টা করতে এবং একটি ট্রাকের সঙ্গে মৃদু ধাক্কা খেতেও দেখা যায়।
উদ্ভট এই দৃশ্য দেখে মোটরসাইকেলচালকেরা উটপাখির সঙ্গে সংঘর্ষ এড়াতে তাদের গাড়ির গতি কমিয়ে দেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, পাখিটির নাম তাদোরি এবং ওই এলাকায় গাড়ি চালানো বেশ কয়েকজন চালক ক্যামেরায় এর ছুটে বেড়ানোর দৃশ্য বন্দী করেন।
সিওংনামের ডেওন টানেল মোড়ে উট পাখিটিকে দেখা যায় বলে জানিয়েছে দ্য স্টার।
তাদোরি একটি স্থানীয় ইকোলজিক্যাল পার্ক থেকে পালিয়ে গিয়েছিল। এক ঘণ্টার বেশি সময় মুক্ত অবস্থায় সে ঘুরে বেড়িয়েছে বলে জানা গেছে। পাখিটিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নিরাপদে পার্কে ফিরিয়ে দিয়েছেন বলে জানায় বিবিসি।
এদিকে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
‘প্রাণীটি গাড়ির মতো একই গতিতে চলছিল।’ একজন এক্স ব্যবহারকারী লেখেন। অন্য একজন লেখেন, ‘উট পাখিটি রাজকীয়ভাবে দৌড়াচ্ছে।’
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহেপ জানিয়েছে, পাখিটিকে সকাল ৯টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) রাস্তায় ছুটে চলতে দেখা যায় এবং সকাল ১০টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) একটি কারখানা নির্মাণের জায়গায় ধরা পড়ে এটি।
রাস্তায় হঠাৎ যদি দেখেন গাড়ির পাশাপাশি মস্ত এক উট পাখি ছুটছে, তখন কেমন লাগবে বলুন তো? এমন কাণ্ডই হয়েছে দক্ষিণ কোরিয়ার এক শহরে। একটি পার্ক থেকে পালিয়ে আসা ওই উট পাখি এক ঘণ্টার বেশি দৌড়ে বেড়ায় রাস্তায়।
দক্ষিণ কোরিয়ার সিয়ংনাম শহরের এক ব্যস্ত সড়কে গত মঙ্গলবার সকালে এমন কাণ্ড হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে পাখিটিকে যানবাহন এড়ানোর চেষ্টা করতে এবং একটি ট্রাকের সঙ্গে মৃদু ধাক্কা খেতেও দেখা যায়।
উদ্ভট এই দৃশ্য দেখে মোটরসাইকেলচালকেরা উটপাখির সঙ্গে সংঘর্ষ এড়াতে তাদের গাড়ির গতি কমিয়ে দেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, পাখিটির নাম তাদোরি এবং ওই এলাকায় গাড়ি চালানো বেশ কয়েকজন চালক ক্যামেরায় এর ছুটে বেড়ানোর দৃশ্য বন্দী করেন।
সিওংনামের ডেওন টানেল মোড়ে উট পাখিটিকে দেখা যায় বলে জানিয়েছে দ্য স্টার।
তাদোরি একটি স্থানীয় ইকোলজিক্যাল পার্ক থেকে পালিয়ে গিয়েছিল। এক ঘণ্টার বেশি সময় মুক্ত অবস্থায় সে ঘুরে বেড়িয়েছে বলে জানা গেছে। পাখিটিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নিরাপদে পার্কে ফিরিয়ে দিয়েছেন বলে জানায় বিবিসি।
এদিকে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
‘প্রাণীটি গাড়ির মতো একই গতিতে চলছিল।’ একজন এক্স ব্যবহারকারী লেখেন। অন্য একজন লেখেন, ‘উট পাখিটি রাজকীয়ভাবে দৌড়াচ্ছে।’
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহেপ জানিয়েছে, পাখিটিকে সকাল ৯টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) রাস্তায় ছুটে চলতে দেখা যায় এবং সকাল ১০টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) একটি কারখানা নির্মাণের জায়গায় ধরা পড়ে এটি।
শিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৫ ঘণ্টা আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৩ দিন আগেপরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
৪ দিন আগেভারতের তেলেঙ্গানার হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় গাঁজা সরবরাহকারী একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছেন মাদকবিরোধী কর্মকর্তারা। সম্প্রতি এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল এনফোর্সমেন্টের (ইগল) অভিযানে তাঁরা দেখতে পান, এক দম্পতি তাঁদের চার বছরের শিশুকে নিয়ে এসেছেন গাঁজা...
৫ দিন আগে