রজার নামের ল্যাব্রাডর কুকুরটি মাদক অনুসন্ধানী কুকুর হতে ব্যর্থ হয়। কারণ সে খুব বেশি বন্ধুভাবাপন্ন এবং আনন্দ-উল্লাসে মেতে থাকতে পছন্দ করে। কিন্তু তাইওয়ানের গত সপ্তাহের ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের পরে নিহত ও আটকে পড়াদের খুঁজে বের করায় দারুণ কাজ দেখিয়ে দেশটির মানুষদের হৃদয় জয় করেছে রজার।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
উদ্ধারকারী কুকুরগুলো আটকে পড়া মানুষ এবং মৃতদেহ উভয়কেই শনাক্ত করতে সহায়তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত বুধবারের ভয়ানক ভূমিকম্পের পরে তাইওয়ান কর্তৃপক্ষ দ্রুত কিছু কুকুরের সাহায্য নেয়।
দ্বীপের রুক্ষ পূর্ব উপকূলে আঘাত করা ভূমিকম্প, ২৫ বছরের মধ্যে তাইওয়ানের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এটি একটি জাতীয় উদ্যানে মারাত্মক ভূমিধসের সূত্রপাত ঘটায় এবং বেশ কয়েকটি ভবন আংশিকভাবে ধসে পড়ে।
আর উদ্ধারকাজে ব্যবহার করা এই কুকুরদের একটি আট বছরের রজার। ভূমিকম্পে নিহত ১৩ জনের মধ্যে একজনের মৃতদেহ খুঁজে বের করতে সাহায্য করে সে।
রজার এবং তাঁকে নিয়ে অনুসন্ধান চালানো লোকেরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত তারোকো ন্যাশনাল পার্কের শাকাডাং ট্রেইলে ২১ বছর বয়সী এক নিখোঁজ নারীর মৃতদেহ খুঁজে পায়। বিষয়টি নিশ্চিত করেছে তাইওয়ানের সরকারি সংবাদসংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি (সিএনএ)।
যদিও অন্য কুকুরগুলো একই ধরনের ভূমিকা পালন করে, তার পরও রজারই বেশি মনোযোগ আকর্ষণ করে দ্বীপবাসীর। এর একটি বড় কারণ তার ক্যারিয়ারের প্রাথমিক ব্যর্থতা এবং এর পেছনের গল্প।
রজার ড্রাগ-স্নিফিং, অর্থাৎ মাদক অনুসন্ধানী কুকুরদের একটি প্রশিক্ষণকেন্দ্রে জন্ম নেয়। কিন্তু সব সময় আনন্দ করতে পছন্দ করা, খাবার এবং মানুষদের প্রতি তার ভালোবাসা কাল হয় কুকুরটির। এগুলো প্রশিক্ষকদের আদেশের প্রতি প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতাকে বাধাগ্রস্ত করে বলে জানায় সিএনএ।
আর এতেই মাদক গোয়েন্দা হতে ব্যর্থ হয় রজার।
কিন্তু তার উচ্ছলতা এবং বুদ্ধিমত্তা তাকে উদ্ধারকারী কুকুর হওয়ার জন্য যোগ্য এক প্রার্থী করে তোলে। আর তাই এই কাজেই নিয়োগ করা হয় তাকে।
কায়োহসিয়াং ফায়ার ডিপার্টমেন্টের রেসকিউ ডগ ইউনিটের ক্যাপ্টেন চেন চিহ-সান সাংবাদিকদের বলেন, এক বছর বয়সে রজারকে উদ্ধারকাজে নিয়োজিত কুকুরদের প্রশিক্ষণ স্কুলে স্থানান্তরিত করা হয়।
‘আমি বলছি না সে যোগ্য ছিল না। কিন্তু মাদকদ্রব্য শনাক্তকরণে কাজ করা কুকুরদের খুব অস্থির এবং স্বাধীন হওয়ার সুযোগ নেই।’ বলেন চেন, ‘কিন্তু উদ্ধারকারী কুকুরদের বেলায় আবার আমরা এই গুণগুলোই চাই।’
তাইওয়ানের সামাজিক যোগাযোগমাধ্যমে এই বীর কুকুরদের নিয়ে আলোচনা ভূমিকম্প পরবর্তী সময়ে এখানকার অধিবাসীদের এই দুঃসহ স্মৃতি ভুলে থাকতে সাহায্য করে।
‘তোমরা এটা চালিয়ে যাও, বীর ও ছোট্ট বীরেরা।’ লেখেন একজন।
অন্য একজন আবার লেখেন, ‘রজার তাইওয়ানের গর্ব’।
রজার এখন ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযানে রীতিমতো অভিজ্ঞ এক কুকুর। সিএনএ জানিয়েছে, কুকুরটি কর্মজীবনে সাতটি অভিযানে অংশ নেয়। এর সূচনাটা ছিল ২০১৮ সালে একই অঞ্চলে আঘাত হানা একটি ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযান।
কায়োহসিয়াং সিটি গভর্নমেন্টের তথ্য বলছে, ইন্টারন্যাশনাল ডগ অর্গানাইজেশন ২০২২ সালে রজারকে প্রত্যয়নপত্র দেয়। এর আগে তাইওয়ানের কোনো কুকুর এমন সম্মান পায় ২০১৯ সালে।
তবে অবসরের সময় ঘনিয়ে আসছে রজারের। কারণ উদ্ধারকারী কুকুরের বয়স ৯ হলে তাদের উপযুক্ত কোনো বাড়ি বা সেন্টারে পাঠিয়ে দেওয়া হয় বলে সিএনএকে জানান চেন।
রজার নামের ল্যাব্রাডর কুকুরটি মাদক অনুসন্ধানী কুকুর হতে ব্যর্থ হয়। কারণ সে খুব বেশি বন্ধুভাবাপন্ন এবং আনন্দ-উল্লাসে মেতে থাকতে পছন্দ করে। কিন্তু তাইওয়ানের গত সপ্তাহের ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের পরে নিহত ও আটকে পড়াদের খুঁজে বের করায় দারুণ কাজ দেখিয়ে দেশটির মানুষদের হৃদয় জয় করেছে রজার।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
উদ্ধারকারী কুকুরগুলো আটকে পড়া মানুষ এবং মৃতদেহ উভয়কেই শনাক্ত করতে সহায়তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত বুধবারের ভয়ানক ভূমিকম্পের পরে তাইওয়ান কর্তৃপক্ষ দ্রুত কিছু কুকুরের সাহায্য নেয়।
দ্বীপের রুক্ষ পূর্ব উপকূলে আঘাত করা ভূমিকম্প, ২৫ বছরের মধ্যে তাইওয়ানের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এটি একটি জাতীয় উদ্যানে মারাত্মক ভূমিধসের সূত্রপাত ঘটায় এবং বেশ কয়েকটি ভবন আংশিকভাবে ধসে পড়ে।
আর উদ্ধারকাজে ব্যবহার করা এই কুকুরদের একটি আট বছরের রজার। ভূমিকম্পে নিহত ১৩ জনের মধ্যে একজনের মৃতদেহ খুঁজে বের করতে সাহায্য করে সে।
রজার এবং তাঁকে নিয়ে অনুসন্ধান চালানো লোকেরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত তারোকো ন্যাশনাল পার্কের শাকাডাং ট্রেইলে ২১ বছর বয়সী এক নিখোঁজ নারীর মৃতদেহ খুঁজে পায়। বিষয়টি নিশ্চিত করেছে তাইওয়ানের সরকারি সংবাদসংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি (সিএনএ)।
যদিও অন্য কুকুরগুলো একই ধরনের ভূমিকা পালন করে, তার পরও রজারই বেশি মনোযোগ আকর্ষণ করে দ্বীপবাসীর। এর একটি বড় কারণ তার ক্যারিয়ারের প্রাথমিক ব্যর্থতা এবং এর পেছনের গল্প।
রজার ড্রাগ-স্নিফিং, অর্থাৎ মাদক অনুসন্ধানী কুকুরদের একটি প্রশিক্ষণকেন্দ্রে জন্ম নেয়। কিন্তু সব সময় আনন্দ করতে পছন্দ করা, খাবার এবং মানুষদের প্রতি তার ভালোবাসা কাল হয় কুকুরটির। এগুলো প্রশিক্ষকদের আদেশের প্রতি প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতাকে বাধাগ্রস্ত করে বলে জানায় সিএনএ।
আর এতেই মাদক গোয়েন্দা হতে ব্যর্থ হয় রজার।
কিন্তু তার উচ্ছলতা এবং বুদ্ধিমত্তা তাকে উদ্ধারকারী কুকুর হওয়ার জন্য যোগ্য এক প্রার্থী করে তোলে। আর তাই এই কাজেই নিয়োগ করা হয় তাকে।
কায়োহসিয়াং ফায়ার ডিপার্টমেন্টের রেসকিউ ডগ ইউনিটের ক্যাপ্টেন চেন চিহ-সান সাংবাদিকদের বলেন, এক বছর বয়সে রজারকে উদ্ধারকাজে নিয়োজিত কুকুরদের প্রশিক্ষণ স্কুলে স্থানান্তরিত করা হয়।
‘আমি বলছি না সে যোগ্য ছিল না। কিন্তু মাদকদ্রব্য শনাক্তকরণে কাজ করা কুকুরদের খুব অস্থির এবং স্বাধীন হওয়ার সুযোগ নেই।’ বলেন চেন, ‘কিন্তু উদ্ধারকারী কুকুরদের বেলায় আবার আমরা এই গুণগুলোই চাই।’
তাইওয়ানের সামাজিক যোগাযোগমাধ্যমে এই বীর কুকুরদের নিয়ে আলোচনা ভূমিকম্প পরবর্তী সময়ে এখানকার অধিবাসীদের এই দুঃসহ স্মৃতি ভুলে থাকতে সাহায্য করে।
‘তোমরা এটা চালিয়ে যাও, বীর ও ছোট্ট বীরেরা।’ লেখেন একজন।
অন্য একজন আবার লেখেন, ‘রজার তাইওয়ানের গর্ব’।
রজার এখন ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযানে রীতিমতো অভিজ্ঞ এক কুকুর। সিএনএ জানিয়েছে, কুকুরটি কর্মজীবনে সাতটি অভিযানে অংশ নেয়। এর সূচনাটা ছিল ২০১৮ সালে একই অঞ্চলে আঘাত হানা একটি ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযান।
কায়োহসিয়াং সিটি গভর্নমেন্টের তথ্য বলছে, ইন্টারন্যাশনাল ডগ অর্গানাইজেশন ২০২২ সালে রজারকে প্রত্যয়নপত্র দেয়। এর আগে তাইওয়ানের কোনো কুকুর এমন সম্মান পায় ২০১৯ সালে।
তবে অবসরের সময় ঘনিয়ে আসছে রজারের। কারণ উদ্ধারকারী কুকুরের বয়স ৯ হলে তাদের উপযুক্ত কোনো বাড়ি বা সেন্টারে পাঠিয়ে দেওয়া হয় বলে সিএনএকে জানান চেন।
ইন্দোনেশিয়ায় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে পরকীয়ায় ধরার পর অনন্য এক উপায়ে সম্পর্কের ইতি টানলেন। স্ত্রীকে তিনি প্রেমিকের হাতে তুলে দিয়ে বিনিময়ে নিলেন একটি গরু, ঐতিহ্যবাহী কিছু পণ্য এবং নগদ অর্থ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশে, যেখানে তোলাকি নামের আদিবাসী জনগোষ্ঠী প্রাচীন সামাজিক রীতিনীতিতে...
৩ দিন আগেবিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে মানুষের দীর্ঘ নামের একটি আলাদা গুরুত্ব আছে। এই দীর্ঘ নামের মধ্য দিয়ে প্রায় সময় ঐতিহ্য ও সামাজিক কাঠামো প্রতিফলিত হয়। দক্ষিণ ভারতে সাধারণত নামের সঙ্গে গ্রামের নাম, বাবার নাম এবং প্রদত্ত নাম যুক্ত থাকে। অন্যদিকে আরব বিশ্বে বংশগতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে একজনের নাম তার...
৯ দিন আগেউত্তর চীনের হেনান প্রদেশের আনইয়াং শহরের একটি নার্সিং হোম সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে। মূলত তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই সমালোচনার ঝড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, নার্সিং হোমটির এক নারী কর্মকর্তা মিনি স্কার্ট ও স্কুল ইউনিফর্মের মতো পোশাক পরে বয়স্ক রোগীদের সামনে
১০ দিন আগেথাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় চনবুরি প্রদেশে গত সোমবার (৬ অক্টোবর) শুরু হয়েছে ঐতিহ্যবাহী জল-মহিষ উৎসব। শতাধিক বছরের পুরোনো এই উৎসবের লক্ষ্য হলো—মহিষদের সম্মান জানানো ও কৃষিক্ষেত্রে তাঁদের বিলুপ্তি রোধ করা। যন্ত্রচালিত কৃষিকাজে ট্রাক্টরের ব্যবহার বেড়ে যাওয়ায় দেশটিতে বর্তমানে মহিষের অবদান অনেকটাই কমে...
১২ দিন আগে