Ajker Patrika

পুলিশে ‘ভর্তির পরীক্ষায়’ অকৃতকার্য তাইওয়ানি কুকুরটি এখন জাতীয় বীর

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১২: ৫৩
পুলিশে ‘ভর্তির পরীক্ষায়’ অকৃতকার্য তাইওয়ানি কুকুরটি এখন জাতীয় বীর

রজার নামের ল্যাব্রাডর কুকুরটি মাদক অনুসন্ধানী কুকুর হতে ব্যর্থ হয়। কারণ সে খুব বেশি বন্ধুভাবাপন্ন এবং আনন্দ-উল্লাসে মেতে থাকতে পছন্দ করে। কিন্তু তাইওয়ানের গত সপ্তাহের ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের পরে নিহত ও আটকে পড়াদের খুঁজে বের করায় দারুণ কাজ দেখিয়ে দেশটির মানুষদের হৃদয় জয় করেছে রজার। 

এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে। 

উদ্ধারকারী কুকুরগুলো আটকে পড়া মানুষ এবং মৃতদেহ উভয়কেই শনাক্ত করতে সহায়তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত বুধবারের ভয়ানক ভূমিকম্পের পরে তাইওয়ান কর্তৃপক্ষ দ্রুত কিছু কুকুরের সাহায্য নেয়। 

দ্বীপের রুক্ষ পূর্ব উপকূলে আঘাত করা ভূমিকম্প, ২৫ বছরের মধ্যে তাইওয়ানের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এটি একটি জাতীয় উদ্যানে মারাত্মক ভূমিধসের সূত্রপাত ঘটায় এবং বেশ কয়েকটি ভবন আংশিকভাবে ধসে পড়ে। 

আর উদ্ধারকাজে ব্যবহার করা এই কুকুরদের একটি আট বছরের রজার। ভূমিকম্পে নিহত ১৩ জনের মধ্যে একজনের মৃতদেহ খুঁজে বের করতে সাহায্য করে সে। 

রজার এবং তাঁকে নিয়ে অনুসন্ধান চালানো লোকেরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত তারোকো ন্যাশনাল পার্কের শাকাডাং ট্রেইলে ২১ বছর বয়সী এক নিখোঁজ নারীর মৃতদেহ খুঁজে পায়। বিষয়টি নিশ্চিত করেছে তাইওয়ানের সরকারি সংবাদসংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি (সিএনএ)। 

যদিও অন্য কুকুরগুলো একই ধরনের ভূমিকা পালন করে, তার পরও রজারই বেশি মনোযোগ আকর্ষণ করে দ্বীপবাসীর। এর একটি বড় কারণ তার ক্যারিয়ারের প্রাথমিক ব্যর্থতা এবং এর পেছনের গল্প। 

খেলনা নিয়ে ব্যস্ত ছোট্ট রজার। কয়েক বছর আগের তোলারজার ড্রাগ-স্নিফিং, অর্থাৎ মাদক অনুসন্ধানী কুকুরদের একটি প্রশিক্ষণকেন্দ্রে জন্ম নেয়। কিন্তু সব সময় আনন্দ করতে পছন্দ করা, খাবার এবং মানুষদের প্রতি তার ভালোবাসা কাল হয় কুকুরটির। এগুলো প্রশিক্ষকদের আদেশের প্রতি প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতাকে বাধাগ্রস্ত করে বলে জানায় সিএনএ। 

আর এতেই মাদক গোয়েন্দা হতে ব্যর্থ হয় রজার। 

কিন্তু তার উচ্ছলতা এবং বুদ্ধিমত্তা তাকে উদ্ধারকারী কুকুর হওয়ার জন্য যোগ্য এক প্রার্থী করে তোলে। আর তাই এই কাজেই নিয়োগ করা হয় তাকে। 

কায়োহসিয়াং ফায়ার ডিপার্টমেন্টের রেসকিউ ডগ ইউনিটের ক্যাপ্টেন চেন চিহ-সান সাংবাদিকদের বলেন, এক বছর বয়সে রজারকে উদ্ধারকাজে নিয়োজিত কুকুরদের প্রশিক্ষণ স্কুলে স্থানান্তরিত করা হয়। 

 ‘আমি বলছি না সে যোগ্য ছিল না। কিন্তু মাদকদ্রব্য শনাক্তকরণে কাজ করা কুকুরদের খুব অস্থির এবং স্বাধীন হওয়ার সুযোগ নেই।’ বলেন চেন, ‘কিন্তু উদ্ধারকারী কুকুরদের বেলায় আবার আমরা এই গুণগুলোই চাই।’ 

তাইওয়ানের সামাজিক যোগাযোগমাধ্যমে এই বীর কুকুরদের নিয়ে আলোচনা ভূমিকম্প পরবর্তী সময়ে এখানকার অধিবাসীদের এই দুঃসহ স্মৃতি ভুলে থাকতে সাহায্য করে। 

 ‘তোমরা এটা চালিয়ে যাও, বীর ও ছোট্ট বীরেরা।’ লেখেন একজন। 

অন্য একজন আবার লেখেন, ‘রজার তাইওয়ানের গর্ব’। 

রজার এখন ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযানে রীতিমতো অভিজ্ঞ এক কুকুর। সিএনএ জানিয়েছে, কুকুরটি কর্মজীবনে সাতটি অভিযানে অংশ নেয়। এর সূচনাটা ছিল ২০১৮ সালে একই অঞ্চলে আঘাত হানা একটি ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযান। 

কায়োহসিয়াং সিটি গভর্নমেন্টের তথ্য বলছে, ইন্টারন্যাশনাল ডগ অর্গানাইজেশন ২০২২ সালে রজারকে প্রত্যয়নপত্র দেয়। এর আগে তাইওয়ানের কোনো কুকুর এমন সম্মান পায় ২০১৯ সালে। 

তবে অবসরের সময় ঘনিয়ে আসছে রজারের। কারণ উদ্ধারকারী কুকুরের বয়স ৯ হলে তাদের উপযুক্ত কোনো বাড়ি বা সেন্টারে পাঠিয়ে দেওয়া হয় বলে সিএনএকে জানান চেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত