টাইটানিক যে বছর ডুবেছিল সে বছর, অর্থাৎ ১৯১২ সালে জন্ম ভদ্রলোকের। ১১১ বছর ২২৪ দিন বয়স্ক ব্রিটিশ নাগরিক জন আলফ্রেড টিনিসউড গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের বিবেচনায় বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ মানুষ।
গত শুক্রবার টিনিসউডকে সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হিসেবে স্বীকৃতি দেয় গিনেস বুক কর্তৃপক্ষ । আগের সবচেয়ে বয়স্ক পুরুষ জুয়ান ভিসেন্তে পেরেজের মৃত্যুর বিষয়টি জানানোর দুই দিন বাদে এ ঘোষণা দিল তারা। পেরেজের ১১৫তম জন্মদিন ছিল মে মাসে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
‘আপনি হয় দীর্ঘ সময় বাঁচবেন, নতুবা অল্প দিন। তবে এ বিষয়ে আপনার খুব বেশি কিছু করার নেই।’ আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট দেওয়ার সময় গিনেস কর্তৃপক্ষকে দেওয়া সাক্ষাৎকারে বলেন টিনিসউড।
টিনিসউড ধূমপান করেন না। মদ্যপানও করেন কালেভদ্রে। প্রতি শুক্রবার মাখনসহ ভাজা মাছ ও চিপস খান। তাঁর দীর্ঘজীবনের গোপন রহস্য কী জানতে চাইলে বলেছেন, ‘শুধুমাত্র ভাগ্য’। তবে তিনি আবার একটি পরামর্শও দিয়েছেন। সেটা হলো, ‘যদি খুব বেশি পান করেন, খুব বেশি খান কিংবা বেশি হাঁটেন—অর্থাৎ কোনো কিছুই বেশি করলে এর জন্য ভুগতে হবে আপনাকে।’
ইংল্যান্ডের উত্তর-পশ্চিমের শহর লিভারপুলে ১৯১২ সালের ২৬ আগস্ট জন্ম নেন টিনিসউড। তাঁর এই দীর্ঘ জীবনকালের মধ্যেই হয়েছে দুটি বিশ্বযুদ্ধ, গ্রেট ইনফ্লুয়েঞ্জা ও করোনা মহামারি। গিনেস বুকের বিবেচনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষ সেনাও তিনি।
লিভারপুলের পাড় ভক্ত টিনিসউড। ক্লাবটির ১৯টি লিগ শিরোপা জয় ও আটটি এফএ কাপ ট্রফি জয়ের ঘটনাও ঘটে টিনিসউডের জীবনকালেই।
ইংল্যান্ডের সাগরতীরবর্তী শহর সাউথপোর্টের একটি কেয়ার হোমে বাস করেন এই বৃদ্ধ। কেয়ার হোমের ম্যানেজার কেটি হাওয়ার্ড বিবিসিকে বলেন, ‘বলার মতো অনেক গল্প আছে এমন আশ্চর্যজনক এক ব্যক্তি’ টিনিসউডের যত্ন নেওয়া একটি সম্মানের বিষয়। কেটি জানান, টিনিসউড পেপার পড়া এবং রেডিও শোনা উপভোগ করেন।
এখানে জানিয়ে রাখা ভালো, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বয়স্ক নারী মারিয়া ব্রানিয়াস মোরেরা। ১১৭ বছর বয়স্ক মোরেরার বাস স্পেনে।
টাইটানিক যে বছর ডুবেছিল সে বছর, অর্থাৎ ১৯১২ সালে জন্ম ভদ্রলোকের। ১১১ বছর ২২৪ দিন বয়স্ক ব্রিটিশ নাগরিক জন আলফ্রেড টিনিসউড গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের বিবেচনায় বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ মানুষ।
গত শুক্রবার টিনিসউডকে সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হিসেবে স্বীকৃতি দেয় গিনেস বুক কর্তৃপক্ষ । আগের সবচেয়ে বয়স্ক পুরুষ জুয়ান ভিসেন্তে পেরেজের মৃত্যুর বিষয়টি জানানোর দুই দিন বাদে এ ঘোষণা দিল তারা। পেরেজের ১১৫তম জন্মদিন ছিল মে মাসে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
‘আপনি হয় দীর্ঘ সময় বাঁচবেন, নতুবা অল্প দিন। তবে এ বিষয়ে আপনার খুব বেশি কিছু করার নেই।’ আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট দেওয়ার সময় গিনেস কর্তৃপক্ষকে দেওয়া সাক্ষাৎকারে বলেন টিনিসউড।
টিনিসউড ধূমপান করেন না। মদ্যপানও করেন কালেভদ্রে। প্রতি শুক্রবার মাখনসহ ভাজা মাছ ও চিপস খান। তাঁর দীর্ঘজীবনের গোপন রহস্য কী জানতে চাইলে বলেছেন, ‘শুধুমাত্র ভাগ্য’। তবে তিনি আবার একটি পরামর্শও দিয়েছেন। সেটা হলো, ‘যদি খুব বেশি পান করেন, খুব বেশি খান কিংবা বেশি হাঁটেন—অর্থাৎ কোনো কিছুই বেশি করলে এর জন্য ভুগতে হবে আপনাকে।’
ইংল্যান্ডের উত্তর-পশ্চিমের শহর লিভারপুলে ১৯১২ সালের ২৬ আগস্ট জন্ম নেন টিনিসউড। তাঁর এই দীর্ঘ জীবনকালের মধ্যেই হয়েছে দুটি বিশ্বযুদ্ধ, গ্রেট ইনফ্লুয়েঞ্জা ও করোনা মহামারি। গিনেস বুকের বিবেচনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষ সেনাও তিনি।
লিভারপুলের পাড় ভক্ত টিনিসউড। ক্লাবটির ১৯টি লিগ শিরোপা জয় ও আটটি এফএ কাপ ট্রফি জয়ের ঘটনাও ঘটে টিনিসউডের জীবনকালেই।
ইংল্যান্ডের সাগরতীরবর্তী শহর সাউথপোর্টের একটি কেয়ার হোমে বাস করেন এই বৃদ্ধ। কেয়ার হোমের ম্যানেজার কেটি হাওয়ার্ড বিবিসিকে বলেন, ‘বলার মতো অনেক গল্প আছে এমন আশ্চর্যজনক এক ব্যক্তি’ টিনিসউডের যত্ন নেওয়া একটি সম্মানের বিষয়। কেটি জানান, টিনিসউড পেপার পড়া এবং রেডিও শোনা উপভোগ করেন।
এখানে জানিয়ে রাখা ভালো, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বয়স্ক নারী মারিয়া ব্রানিয়াস মোরেরা। ১১৭ বছর বয়স্ক মোরেরার বাস স্পেনে।
শিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৫ ঘণ্টা আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৩ দিন আগেপরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
৪ দিন আগেভারতের তেলেঙ্গানার হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় গাঁজা সরবরাহকারী একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছেন মাদকবিরোধী কর্মকর্তারা। সম্প্রতি এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল এনফোর্সমেন্টের (ইগল) অভিযানে তাঁরা দেখতে পান, এক দম্পতি তাঁদের চার বছরের শিশুকে নিয়ে এসেছেন গাঁজা...
৫ দিন আগে