ইতালির এক দ্বীপের মেয়র আশ্চর্য এক ঘোষণা দিয়েছেন। দ্বীপে ঘুরে বেড়ানো ছাগল ধরতে পারলেই এর মালিক হয়ে যাওয়া যাবে। শুধু তাই নয়, ধরা যাবে যতগুলো ইচ্ছা ছাগল। কিন্তু এমন ঘোষণার কারণ কী?
সিসিলির এয়োলিয়ান দ্বীপপুঞ্জের আলিকুদি দ্বীপের মেয়র রিকার্ডো গুলো। তিনিই ‘এডপ্ট-আ-গোট’ নামের নতুন একটি কার্যক্রম চালু করেছেন। এর আওতায়ই থাকছে এই ছাগল ধরে নিয়ে যাওয়ার সুযোগ।
মেয়র এই ঘোষণা এমনি এমনি দেননি। ১০০ মানুষের দ্বীপটিতে মুক্তভাবে ঘুরে বেড়ানো বুনো ছাগলের সংখ্যা বাড়তে বাড়তে এখন দ্বীপের জনসংখ্যার ছয় গুণ।
রিকার্ডো গুলো বলেন, যে কেউ একটি ইমেইলের মাধ্যমে আবেদন করে ‘স্ট্যাম্প ফি’ হিসেবে ১৭ ডলার পরিশোধ করলেই এই সুবিধা ভোগ করতে পারবেন। নির্ধারিত পনেরো দিনের মধ্যে যত ইচ্ছা ছাগল ধরে নিজের করে নিতে পারবেন। তবে এই সময়ের মধ্যেই এগুলো দ্বীপ থেকে সরিয়ে ফেলতে হবে।
‘যে কেউ ছাগলের জন্য অনুরোধ করতে পারেন, এর জন্য তাঁর কৃষক হতে হবে না। সংখ্যার ওপরও কোনো বিধিনিষেধ নেই।’ দ্য গার্ডিয়ানকে বলেন মেয়র রিকার্ডো গুলো।
মেয়র জানান, এ সুযোগ আপাতত এপ্রিলের ১০ তারিখ পর্যন্ত থাকলেও ছাগলের সংখ্যা আরও নিয়ন্ত্রিত অবস্থায় আসার আগ পর্যন্ত সময়সীমা বাড়াবেন তিনি।
মেয়র সিএনএনকে জানান, ভবিষ্যতে ছাগল মালিকদের উদ্দেশে কোনো ধরনের তদন্ত চালাবেন না তাঁরা। তবে ছাগলগুল খাওয়ার বদলে পোষা হলে খুশি হবেন।
দ্বীপের ছাগল আনা হয় ২০ বছর আগে। এখানকার এক ব্যক্তি এদের নিয়ে আসেন বংশবিস্তার ঘটানোর জন্য। কিন্তু ছাগলগুলো ছুটে গিয়ে মুক্তভাবে ঘুরে বেড়ায় এবং বুনো হয়ে যায়।
এসব ছাগল ধীরে ধীরে দ্বীপের প্রধান পর্যটক আকর্ষণে পরিণত হয়। তবে মেয়র রকার্ডো গুলো বলেন, সংখ্যা বৃদ্ধির কারণে প্রাণীগুলো তাদের স্বাভাবিক আবাসস্থলের বাইরে বাগান এবং বিভিন্ন বাড়িতে হানা দিয়ে সমস্যা সৃষ্টি করছে।
ইতালির এক দ্বীপের মেয়র আশ্চর্য এক ঘোষণা দিয়েছেন। দ্বীপে ঘুরে বেড়ানো ছাগল ধরতে পারলেই এর মালিক হয়ে যাওয়া যাবে। শুধু তাই নয়, ধরা যাবে যতগুলো ইচ্ছা ছাগল। কিন্তু এমন ঘোষণার কারণ কী?
সিসিলির এয়োলিয়ান দ্বীপপুঞ্জের আলিকুদি দ্বীপের মেয়র রিকার্ডো গুলো। তিনিই ‘এডপ্ট-আ-গোট’ নামের নতুন একটি কার্যক্রম চালু করেছেন। এর আওতায়ই থাকছে এই ছাগল ধরে নিয়ে যাওয়ার সুযোগ।
মেয়র এই ঘোষণা এমনি এমনি দেননি। ১০০ মানুষের দ্বীপটিতে মুক্তভাবে ঘুরে বেড়ানো বুনো ছাগলের সংখ্যা বাড়তে বাড়তে এখন দ্বীপের জনসংখ্যার ছয় গুণ।
রিকার্ডো গুলো বলেন, যে কেউ একটি ইমেইলের মাধ্যমে আবেদন করে ‘স্ট্যাম্প ফি’ হিসেবে ১৭ ডলার পরিশোধ করলেই এই সুবিধা ভোগ করতে পারবেন। নির্ধারিত পনেরো দিনের মধ্যে যত ইচ্ছা ছাগল ধরে নিজের করে নিতে পারবেন। তবে এই সময়ের মধ্যেই এগুলো দ্বীপ থেকে সরিয়ে ফেলতে হবে।
‘যে কেউ ছাগলের জন্য অনুরোধ করতে পারেন, এর জন্য তাঁর কৃষক হতে হবে না। সংখ্যার ওপরও কোনো বিধিনিষেধ নেই।’ দ্য গার্ডিয়ানকে বলেন মেয়র রিকার্ডো গুলো।
মেয়র জানান, এ সুযোগ আপাতত এপ্রিলের ১০ তারিখ পর্যন্ত থাকলেও ছাগলের সংখ্যা আরও নিয়ন্ত্রিত অবস্থায় আসার আগ পর্যন্ত সময়সীমা বাড়াবেন তিনি।
মেয়র সিএনএনকে জানান, ভবিষ্যতে ছাগল মালিকদের উদ্দেশে কোনো ধরনের তদন্ত চালাবেন না তাঁরা। তবে ছাগলগুল খাওয়ার বদলে পোষা হলে খুশি হবেন।
দ্বীপের ছাগল আনা হয় ২০ বছর আগে। এখানকার এক ব্যক্তি এদের নিয়ে আসেন বংশবিস্তার ঘটানোর জন্য। কিন্তু ছাগলগুলো ছুটে গিয়ে মুক্তভাবে ঘুরে বেড়ায় এবং বুনো হয়ে যায়।
এসব ছাগল ধীরে ধীরে দ্বীপের প্রধান পর্যটক আকর্ষণে পরিণত হয়। তবে মেয়র রকার্ডো গুলো বলেন, সংখ্যা বৃদ্ধির কারণে প্রাণীগুলো তাদের স্বাভাবিক আবাসস্থলের বাইরে বাগান এবং বিভিন্ন বাড়িতে হানা দিয়ে সমস্যা সৃষ্টি করছে।
সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৩ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৫ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৫ দিন আগেচলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
১৬ মার্চ ২০২৫