একটা সময় সাগরে বিপদে পড়া মানুষ বোতলে বার্তা পাঠাত। এমন চিরকুট পেয়ে এর সাহায্যে হারিয়ে যাওয়া বা বিপদগ্রস্ত মানুষ উদ্ধারের ঘটনাও আছে বিস্তর। সাম্প্রতিক সময়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারে এমন বোতল বার্তার ব্যবহার একেবারেই কমে গেছে। তবে কখনো কখনো ব্যতিক্রমও ঘটে। এমনই একটি বোতল বার্তা ভেসে এসেছে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত ব্রিটিশ শাসিত দ্বীপ কেম্যান দ্বীপের সৈকতে।
কেম্যান আইল্যান্ডের সৈকতে হাঁটা এক ব্যক্তি হঠাৎই আবিষ্কার করেন হাতে লেখা মেসেজ পুরে রাখা কাচের বোতলটিকে। ব্রায়ান ফেলপস নামের ওই ব্যক্তি জানান, উপকূল ধরে হাঁটছিলেন তিনি। হঠাৎ কাচের বোতলটি চোখে পড়ে। ভেতরে রঙিন কাগজে হাতে লেখা বার্তা।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা ইউপিআই-এর এক প্রতিবেদনে।
ফেলপস জানান, তিনি বোতলটি না খোলার সিদ্ধান্ত নেন। তবে তাঁর মনে হয়েছে পৃথিবী থেকে বিদায় নেওয়া কারও প্রতি পরিবারের সদস্যদের বার্তা ছিল বোতলের ভেতরে।
‘বিষয়বস্তু ব্যক্তিগত বলে মনে হওয়ায় পরের বার সেখানে গেলে আবার বোতলটি সমুদ্রে ফেলে দেওয়ার ইচ্ছা আছে আমার। যতটুকু দেখতে পেয়েছি তাতে বোতলটিতে মৃত ব্যক্তির উদ্দেশে ২০২১ সালে পরিবারের সদস্যদের লেখা তিন-চারটি চিঠি রয়েছে বলে মনে হয়েছে।’ ফেলপস বলেন কেম্যান কম্পাসকে।
সাম্প্রতিক সময়েই স্কটল্যান্ডের আঙ্গাসের টে এস্টুয়ারির (মোহনা) তীরে এক নারী ময়লা পরিষ্কারের সময় বোতলে ভরা একটি মেসেজ পান। ৪০ বছরে ছয় মাইল দূরত্ব অতিক্রম করে বোতলটি। জেনি স্মিথ নামের ওই নারী জানান, মেসেজগুলো লেখেন স্থানীয় তিনজন শিক্ষার্থী। তাঁদের সঙ্গে সামাজিকমাধ্যমে যোগাযোগ করতে সক্ষম হন তিনি।
একটা সময় সাগরে বিপদে পড়া মানুষ বোতলে বার্তা পাঠাত। এমন চিরকুট পেয়ে এর সাহায্যে হারিয়ে যাওয়া বা বিপদগ্রস্ত মানুষ উদ্ধারের ঘটনাও আছে বিস্তর। সাম্প্রতিক সময়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারে এমন বোতল বার্তার ব্যবহার একেবারেই কমে গেছে। তবে কখনো কখনো ব্যতিক্রমও ঘটে। এমনই একটি বোতল বার্তা ভেসে এসেছে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত ব্রিটিশ শাসিত দ্বীপ কেম্যান দ্বীপের সৈকতে।
কেম্যান আইল্যান্ডের সৈকতে হাঁটা এক ব্যক্তি হঠাৎই আবিষ্কার করেন হাতে লেখা মেসেজ পুরে রাখা কাচের বোতলটিকে। ব্রায়ান ফেলপস নামের ওই ব্যক্তি জানান, উপকূল ধরে হাঁটছিলেন তিনি। হঠাৎ কাচের বোতলটি চোখে পড়ে। ভেতরে রঙিন কাগজে হাতে লেখা বার্তা।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা ইউপিআই-এর এক প্রতিবেদনে।
ফেলপস জানান, তিনি বোতলটি না খোলার সিদ্ধান্ত নেন। তবে তাঁর মনে হয়েছে পৃথিবী থেকে বিদায় নেওয়া কারও প্রতি পরিবারের সদস্যদের বার্তা ছিল বোতলের ভেতরে।
‘বিষয়বস্তু ব্যক্তিগত বলে মনে হওয়ায় পরের বার সেখানে গেলে আবার বোতলটি সমুদ্রে ফেলে দেওয়ার ইচ্ছা আছে আমার। যতটুকু দেখতে পেয়েছি তাতে বোতলটিতে মৃত ব্যক্তির উদ্দেশে ২০২১ সালে পরিবারের সদস্যদের লেখা তিন-চারটি চিঠি রয়েছে বলে মনে হয়েছে।’ ফেলপস বলেন কেম্যান কম্পাসকে।
সাম্প্রতিক সময়েই স্কটল্যান্ডের আঙ্গাসের টে এস্টুয়ারির (মোহনা) তীরে এক নারী ময়লা পরিষ্কারের সময় বোতলে ভরা একটি মেসেজ পান। ৪০ বছরে ছয় মাইল দূরত্ব অতিক্রম করে বোতলটি। জেনি স্মিথ নামের ওই নারী জানান, মেসেজগুলো লেখেন স্থানীয় তিনজন শিক্ষার্থী। তাঁদের সঙ্গে সামাজিকমাধ্যমে যোগাযোগ করতে সক্ষম হন তিনি।
হাঙ্গেরির মধ্যযুগে একটি মঠ প্যাননহালমা আর্চঅ্যাবি। এই মঠের কয়েক শ বছরের পুরোনো বই সাম্প্রতিক সময়ে এসে গুবরে পোকার আক্রমণের মুখোমুখি হয়েছে। আর বইগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় শুরু হয়েছে এক বড় আকারের উদ্ধার অভিযান। মঠটির লাইব্রেরি থেকে সরানো হচ্ছে হাতে বাঁধানো প্রায় এক লাখ বই।
১৫ ঘণ্টা আগেইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।
২ দিন আগেহিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
৪ দিন আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৫ দিন আগে