বিমানবন্দরে এক যাত্রীর লাগেজে অস্বাভাবিক একটা কিছুর গন্ধ পেল এক কুকুর। তবে সেটা খোলার পর যে জিনিস পাওয়া গেল, তার জন্য প্রস্তুত ছিল না কেউ।
যুক্তরাষ্ট্রের বোস্টন লোগান বিমানবন্দরে ওই যাত্রী এসেছিলেন আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্তৃপক্ষের কুকুর ওই যাত্রীর লাগেজে অস্বাভাবিক কিছু একটার গন্ধ পায়। সেই লাগেজে শেষ পর্যন্ত মেলে চারটি বানরের মমি।
কঙ্গো থেকে ফিরে আসা যাত্রী বলেছিলেন, তাঁর লাগেজে শুকনো মাছ আছে। কিন্তু বোস্টন লোগান বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষার পর চারটি বানরের মৃত ও পানিশূন্য মৃতদেহ পাওয়া গেছে। সিবিপির মুখপাত্র রায়ান বিসেট জানান, ওই ব্যক্তি বলেছেন, তিনি বানরগুলো নিজের খাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছিলেন।
বন্যপ্রাণীর কাঁচা বা ন্যূনতম প্রক্রিয়াজাত মাংস, যাকে কখনো কখনো ‘বুশমিট’ হিসেবে উল্লেখ করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ। মূলত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকির কারণে এই বিধিনিষেধ।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে।
‘মার্কিন যুক্তরাষ্ট্রে বুশমিট আনার ফলে যে বিপদের ঝুঁকির কথা বলা হয় এগুলো বাস্তব। বুশমিট জীবাণু বহন করতে পারে, যা ইবোলা ভাইরাসসহ বিভিন্ন অসুস্থতার কারণ হতে পারে।’ বলেন সিবিপির স্থানীয় বন্দর পরিচালক জুলিও কারাভিয়া।
ঘটনাটি গত মাস, মানে জানুয়ারির হলেও ফেব্রুয়ারিতে এটি প্রকাশ্যে আসে।
এদিকে বিসেট জানিয়েছেন, এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে ওই যাত্রীর সব লাগেজ বাজেয়াপ্ত করা হয় এবং প্রায় ৯ পাউন্ড (৪ কেজি) বুশমিট ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ধ্বংসের জন্য চিহ্নিত করে।
বিমানবন্দরে এক যাত্রীর লাগেজে অস্বাভাবিক একটা কিছুর গন্ধ পেল এক কুকুর। তবে সেটা খোলার পর যে জিনিস পাওয়া গেল, তার জন্য প্রস্তুত ছিল না কেউ।
যুক্তরাষ্ট্রের বোস্টন লোগান বিমানবন্দরে ওই যাত্রী এসেছিলেন আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্তৃপক্ষের কুকুর ওই যাত্রীর লাগেজে অস্বাভাবিক কিছু একটার গন্ধ পায়। সেই লাগেজে শেষ পর্যন্ত মেলে চারটি বানরের মমি।
কঙ্গো থেকে ফিরে আসা যাত্রী বলেছিলেন, তাঁর লাগেজে শুকনো মাছ আছে। কিন্তু বোস্টন লোগান বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষার পর চারটি বানরের মৃত ও পানিশূন্য মৃতদেহ পাওয়া গেছে। সিবিপির মুখপাত্র রায়ান বিসেট জানান, ওই ব্যক্তি বলেছেন, তিনি বানরগুলো নিজের খাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছিলেন।
বন্যপ্রাণীর কাঁচা বা ন্যূনতম প্রক্রিয়াজাত মাংস, যাকে কখনো কখনো ‘বুশমিট’ হিসেবে উল্লেখ করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ। মূলত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকির কারণে এই বিধিনিষেধ।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে।
‘মার্কিন যুক্তরাষ্ট্রে বুশমিট আনার ফলে যে বিপদের ঝুঁকির কথা বলা হয় এগুলো বাস্তব। বুশমিট জীবাণু বহন করতে পারে, যা ইবোলা ভাইরাসসহ বিভিন্ন অসুস্থতার কারণ হতে পারে।’ বলেন সিবিপির স্থানীয় বন্দর পরিচালক জুলিও কারাভিয়া।
ঘটনাটি গত মাস, মানে জানুয়ারির হলেও ফেব্রুয়ারিতে এটি প্রকাশ্যে আসে।
এদিকে বিসেট জানিয়েছেন, এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে ওই যাত্রীর সব লাগেজ বাজেয়াপ্ত করা হয় এবং প্রায় ৯ পাউন্ড (৪ কেজি) বুশমিট ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ধ্বংসের জন্য চিহ্নিত করে।
আজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১৪ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৫ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৭ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৭ দিন আগে