অনলাইন ডেস্ক
ইন্টারনেটে ভাইরাল হতে মানুষ ইদানীং কত কিছুই না করে! কত ধরনের চ্যালেঞ্জিং কাজই না করছে তারা। কেউ উঁচু সেতু থেকে লাফিয়ে পড়ছে নদীতে। কেউ নগ্ন হয়ে দৌড় দিচ্ছে রাস্তায়। এবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক ব্যক্তি এমন এক কাজ করেছেন, যা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। মার্কিন গণমাধ্যম ম্যাশেবলের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই ব্যক্তি একটানা ৪০ দিনে ৪০টি মুরগি খেয়েছেন!
ভদ্রলোকের নাম আলেক্সান্ডার টমিনস্কি। বয়স ৩১। হঠাৎ তাঁর একদিন মনে হলো, তিনি বিভিন্ন এলাকায় গিয়ে প্রতিদিন একটি করে মুরগির গ্রিল খাবেন। যেই ভাবা সেই কাজ। শুরু করলেন মুরগি ভক্ষণের চ্যালেঞ্জ। কোনো একটি দোকানের সামনে গিয়ে একটি করে মুরগি খান আর তার ছবি, খবর ও ভিডিও দেন টুইটারে। টমিনস্কি তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে লিখেছেন, গত রোববার (৬ নভেম্বর) তিনি তাঁর ৪০ দিনের মুরগি খাওয়ার চ্যালেঞ্জ সম্পন্ন করেছেন।
এই চ্যালেঞ্জ সম্পন্ন করার আগে তিনি শহরজুড়ে পোস্টার সাঁটিয়ে তাঁর শেষ দিনের চ্যালেঞ্জ দেখার আমন্ত্রণও জানিয়েছিলেন। টমিনস্কি তাঁর ৪০তম মুরগিটি খেয়েছিলেন ডেলাওয়্যার নদীর পাড়ের একটি দোকানে।
ম্যাশেবল লিখেছে, শেষ দিনের মুরগি ভক্ষণের চ্যালেঞ্জ দেখতে অন্তত ৫০০ মানুষ জড়ো হয়েছিলেন। এখন সবাই তাঁকে ‘ফিলাডেলফিয়ার মুরগিমানব’ বলে ডাকে!
ভীষণ রসিক মানুষ টমিনস্কি। তিনি তাঁর এই ৪০ দিনের চ্যালেঞ্জের কৃতিত্ব উদ্যাপন করতে একটি লাল গালিচারও ব্যবস্থা করেছিলেন। তাঁর টুইটারে পোস্ট করা ছবিতে দেখা গেছে, তিনি যে টেবিলের সামনে দাঁড়িয়ে মুরগি খেয়েছেন, সেই টেবিল পর্যন্ত একটি লাল গালিচা বিছানো আছে।
মুরগিমানব টমিনস্কি দাবি করেছেন, এই পুরো চ্যালেঞ্জের সময় তিনি ১৬ পাউন্ড ওজন হারিয়েছেন। কারণ ওই ৪০ দিনে তাঁর একমাত্র খাবার ছিল মুরগি। দিনে-রাতে একটি মুরগি ছাড়া আর কিছুই খেতেন না তিনি।
নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেছেন, ‘আমি আনন্দের জন্য কাজটি করেছি। এতে আমার কিছু অসুবিধা হয়েছে বটে। তবে অসংখ্য মানুষের ভালোবাসা ও প্রশংসা পেয়েছি।’
ইন্টারনেটে ভাইরাল হতে মানুষ ইদানীং কত কিছুই না করে! কত ধরনের চ্যালেঞ্জিং কাজই না করছে তারা। কেউ উঁচু সেতু থেকে লাফিয়ে পড়ছে নদীতে। কেউ নগ্ন হয়ে দৌড় দিচ্ছে রাস্তায়। এবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক ব্যক্তি এমন এক কাজ করেছেন, যা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। মার্কিন গণমাধ্যম ম্যাশেবলের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই ব্যক্তি একটানা ৪০ দিনে ৪০টি মুরগি খেয়েছেন!
ভদ্রলোকের নাম আলেক্সান্ডার টমিনস্কি। বয়স ৩১। হঠাৎ তাঁর একদিন মনে হলো, তিনি বিভিন্ন এলাকায় গিয়ে প্রতিদিন একটি করে মুরগির গ্রিল খাবেন। যেই ভাবা সেই কাজ। শুরু করলেন মুরগি ভক্ষণের চ্যালেঞ্জ। কোনো একটি দোকানের সামনে গিয়ে একটি করে মুরগি খান আর তার ছবি, খবর ও ভিডিও দেন টুইটারে। টমিনস্কি তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে লিখেছেন, গত রোববার (৬ নভেম্বর) তিনি তাঁর ৪০ দিনের মুরগি খাওয়ার চ্যালেঞ্জ সম্পন্ন করেছেন।
এই চ্যালেঞ্জ সম্পন্ন করার আগে তিনি শহরজুড়ে পোস্টার সাঁটিয়ে তাঁর শেষ দিনের চ্যালেঞ্জ দেখার আমন্ত্রণও জানিয়েছিলেন। টমিনস্কি তাঁর ৪০তম মুরগিটি খেয়েছিলেন ডেলাওয়্যার নদীর পাড়ের একটি দোকানে।
ম্যাশেবল লিখেছে, শেষ দিনের মুরগি ভক্ষণের চ্যালেঞ্জ দেখতে অন্তত ৫০০ মানুষ জড়ো হয়েছিলেন। এখন সবাই তাঁকে ‘ফিলাডেলফিয়ার মুরগিমানব’ বলে ডাকে!
ভীষণ রসিক মানুষ টমিনস্কি। তিনি তাঁর এই ৪০ দিনের চ্যালেঞ্জের কৃতিত্ব উদ্যাপন করতে একটি লাল গালিচারও ব্যবস্থা করেছিলেন। তাঁর টুইটারে পোস্ট করা ছবিতে দেখা গেছে, তিনি যে টেবিলের সামনে দাঁড়িয়ে মুরগি খেয়েছেন, সেই টেবিল পর্যন্ত একটি লাল গালিচা বিছানো আছে।
মুরগিমানব টমিনস্কি দাবি করেছেন, এই পুরো চ্যালেঞ্জের সময় তিনি ১৬ পাউন্ড ওজন হারিয়েছেন। কারণ ওই ৪০ দিনে তাঁর একমাত্র খাবার ছিল মুরগি। দিনে-রাতে একটি মুরগি ছাড়া আর কিছুই খেতেন না তিনি।
নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেছেন, ‘আমি আনন্দের জন্য কাজটি করেছি। এতে আমার কিছু অসুবিধা হয়েছে বটে। তবে অসংখ্য মানুষের ভালোবাসা ও প্রশংসা পেয়েছি।’
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৮ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৮ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৮ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২৩ দিন আগে