লটারির বিষয়টি পুরোপুরি ভাগ্যের খেলা। ‘যদি লাইগা যায়’ এমন বিশ্বাস থেকে অনেকেই লটারির টিকিট কেনেন। এতে কেউ হন ‘আঙুল ফুলে কলাগাছ’, আবার কারও হয় ‘ভাঁড়ে মা ভবানী’। তবে একই পরিবারের তিন সদস্যের প্রত্যেকে যদি লটারিতে ৫০ হাজার মার্কিন ডলার জেতে, তাও আবার একই দোকান থেকে কেনা তিন লটারির টিকিটে, কেমন অবিশ্বাস্য মনে হয় না? এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড প্রদেশে।
ম্যারিল্যান্ড লটারি সংস্থার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ অক্টোবর ম্যারিল্যান্ডের হ্যাম্পস্টিড অঞ্চলের এক দোকান থেকে ৬১ বছর বয়সী এক ব্যক্তি ১ ডলার দিয়ে একটি লটারির টিকিট কেনেন। তার কিছুক্ষণ পরেই ওই ব্যক্তির ২৮ বছর বয়সী মেয়ে এবং ৩১ বছরের ছেলে ওই একই দোকান থেকে আরও দুটি লটারির টিকিট কেনেন। অথচ তাদের কেউই অন্যজনের কেনা লটারির টিকিট সম্পর্কে জানতেন না।
এদিকে ওই দিনের লটারির ঘোষণায় পরিবারের তিন সদস্যের প্রত্যেকেই ৫০ হাজার মার্কিন ডলার করে পুরস্কার পেয়েছেন বলেছে জানিয়েছে ম্যারিল্যান্ড লটারি সংস্থা। সংস্থার এক কর্মকর্তা বলেন, ‘বিজয়ীদের একজন এই অর্থ দিয়ে নতুন বাড়ি কেনার পরিকল্পনা করছেন এবং বাকি দুজন তাদের পুরস্কারের অর্থ বিনিয়োগের কাজে ব্যবহার করবেন বলে আমাদের জানিয়েছেন।’
লটারি জেতা নিয়ে এর আগেও এমন আশ্চর্যজনক ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। ম্যারিল্যান্ড লটারি সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, অক্টোবর মাসের শুরুতে আরেক ব্যক্তি ৫০ হাজার ডলারের লটারি জিতেছেন, যিনি গত ২০ বছরের লটারি নম্বর বিশ্লেষণ করে লটারির টিকিট কিনেছেন বলে জানান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের আরেক ব্যক্তি ২৫ হাজার ডলারের লটারি জেতেন, যিনি অনলাইনে এলোমেলোভাবে নম্বর তৈরি করার সফটওয়্যার ব্যবহার করে ওই নম্বরের টিকিট কিনেছিলেন বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা ইউপিআই।
লটারির বিষয়টি পুরোপুরি ভাগ্যের খেলা। ‘যদি লাইগা যায়’ এমন বিশ্বাস থেকে অনেকেই লটারির টিকিট কেনেন। এতে কেউ হন ‘আঙুল ফুলে কলাগাছ’, আবার কারও হয় ‘ভাঁড়ে মা ভবানী’। তবে একই পরিবারের তিন সদস্যের প্রত্যেকে যদি লটারিতে ৫০ হাজার মার্কিন ডলার জেতে, তাও আবার একই দোকান থেকে কেনা তিন লটারির টিকিটে, কেমন অবিশ্বাস্য মনে হয় না? এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড প্রদেশে।
ম্যারিল্যান্ড লটারি সংস্থার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ অক্টোবর ম্যারিল্যান্ডের হ্যাম্পস্টিড অঞ্চলের এক দোকান থেকে ৬১ বছর বয়সী এক ব্যক্তি ১ ডলার দিয়ে একটি লটারির টিকিট কেনেন। তার কিছুক্ষণ পরেই ওই ব্যক্তির ২৮ বছর বয়সী মেয়ে এবং ৩১ বছরের ছেলে ওই একই দোকান থেকে আরও দুটি লটারির টিকিট কেনেন। অথচ তাদের কেউই অন্যজনের কেনা লটারির টিকিট সম্পর্কে জানতেন না।
এদিকে ওই দিনের লটারির ঘোষণায় পরিবারের তিন সদস্যের প্রত্যেকেই ৫০ হাজার মার্কিন ডলার করে পুরস্কার পেয়েছেন বলেছে জানিয়েছে ম্যারিল্যান্ড লটারি সংস্থা। সংস্থার এক কর্মকর্তা বলেন, ‘বিজয়ীদের একজন এই অর্থ দিয়ে নতুন বাড়ি কেনার পরিকল্পনা করছেন এবং বাকি দুজন তাদের পুরস্কারের অর্থ বিনিয়োগের কাজে ব্যবহার করবেন বলে আমাদের জানিয়েছেন।’
লটারি জেতা নিয়ে এর আগেও এমন আশ্চর্যজনক ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। ম্যারিল্যান্ড লটারি সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, অক্টোবর মাসের শুরুতে আরেক ব্যক্তি ৫০ হাজার ডলারের লটারি জিতেছেন, যিনি গত ২০ বছরের লটারি নম্বর বিশ্লেষণ করে লটারির টিকিট কিনেছেন বলে জানান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের আরেক ব্যক্তি ২৫ হাজার ডলারের লটারি জেতেন, যিনি অনলাইনে এলোমেলোভাবে নম্বর তৈরি করার সফটওয়্যার ব্যবহার করে ওই নম্বরের টিকিট কিনেছিলেন বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা ইউপিআই।
হাঙ্গেরির মধ্যযুগে একটি মঠ প্যাননহালমা আর্চঅ্যাবি। এই মঠের কয়েক শ বছরের পুরোনো বই সাম্প্রতিক সময়ে এসে গুবরে পোকার আক্রমণের মুখোমুখি হয়েছে। আর বইগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় শুরু হয়েছে এক বড় আকারের উদ্ধার অভিযান। মঠটির লাইব্রেরি থেকে সরানো হচ্ছে হাতে বাঁধানো প্রায় এক লাখ বই।
১০ ঘণ্টা আগেইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।
১ দিন আগেহিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
৪ দিন আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৪ দিন আগে