Ajker Patrika

মাথায় মোটরসাইকেল নিয়ে বাসের ছাদে উঠলেন তিনি

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১২: ৪৭
মাথায় মোটরসাইকেল নিয়ে বাসের ছাদে উঠলেন তিনি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, এক ব্যক্তি নিজের মাথার ওপর একটি ভারী মোটরসাইকেল নিয়ে সিঁড়ি বেয়ে বাসের ছাদে উঠেছেন। গুলজার সাহেব নামের এক ব্যক্তি ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন। ভিডিওটি এ পর্যন্ত ৭৬ হাজারবারেরও বেশি ভিউ হয়েছে এবং ভিডিওটিতে লাইক পড়েছে ৫ হাজার।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ভারতের কোনো এক জায়গায় বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওটির নিচে অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘তিনি সত্যই সুপারম্যান।’

ভিডিওটিতে দেখা গেছে, ওই ব্যক্তি নিজের মাথায় একটি ভারী মোটরসাইকেল রেখে দাঁড়িয়ে থাকা একটি বাসের দিকে এগিয়ে যাচ্ছেন। তারপর বাসের গায়ে লাগানো কাঠের সিঁড়ি ধরে ছাদের ওপর উঠে যাচ্ছেন। শেষ পর্যন্ত তিনি ভারসাম্য রেখে বাসের ছাদে মোটরসাইকেলটি রাখতে সক্ষম হয়েছেন।

ভিডিওটি আক্ষরিক অর্থেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের হতবাক করে দিয়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আসল বাহুবলী।’ আরেকজন বলেছেন, ‘তাঁর ঘাড়ে কতই না শক্তি!’ ‘মহান শক্তিধর’ বলে মন্তব্য করেছেন একজন। আরেক ব্যক্তি বলেছেন, ‘ক্যাপ্টেন, আমেরিকার পক্ষেও এমন দুঃসাহস দেখানো সম্ভব নয়।’

তবে সহানুভূতিপূর্ণ মন্তব্যও করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘এটি কোনো বীরত্ব দেখানোর মতো বিষয় নয়। উপার্জনের প্রয়োজনেই তিনি এ কাজ করেছেন। তিনি হয়তো সেদিন পরিবারের মুখে আহার জোটানোর জন্যই এতটা ঝুঁকি নিয়েছিলেন।’

এর আগে ৫৬ বছর বয়সী এক নারীর ভারোত্তলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছিল। ভিডিওটি ইনস্টাগ্রামে হিউম্যানস অব মাদ্রাজ এবং মাদ্রা বারবেল নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল। ভিডিওটিতে দেখা যায়, পঞ্চাশোর্ধ্ব এক নারী শাড়ি পরা অবস্থায় ডাম্বেল ও ব্যায়ামাগারের অন্যান্য সরঞ্জাম তুলছেন। পোস্টটি ১০ লাখের বেশি ভিউ হয়েছে এবং ৭০ হাজার লাইক পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত