যখন-তখন, যেকোনো পরিস্থিতিতে ঘুমিয়ে যাওয়ার অভ্যাস আছে এমন কর্মী খুঁজছে একটি মার্কিন প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের ওই ম্যাট্রেস বা তোশক প্রস্তুতকারী কোম্পানি ভালো ঘুমোতে পারা লোক খুঁজছে বলে কর্মী নিয়োগের বিজ্ঞাপনও দিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, নিউইয়র্কভিত্তিক কোম্পানি ক্যাসপার ‘ক্যাসপার স্লিপার’ নিয়োগ করছে। যেকোনো পরিস্থিতিতে ঘুমিয়ে পড়তে পারে এমন লোক খুঁজছে তারা। চাকরির জন্য উপযুক্ত হতে হবে এককথায় কুম্ভকর্ণ, যার পোশাকি নাম ‘প্রফেশনাল ন্যাপার’।
বিজ্ঞাপনে বলা হয়েছে, তাঁরা এমন কর্মী নিয়োগ করতে চাইছেন, যাঁদের কাজ হবে শুধু ঘুমোনো। পাশাপাশি অল্প কিছু অন্য কাজ রয়েছে। যখন তাঁরা জেগে থাকবেন, তখন সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করতে হবে। কনটেন্টগুলোও হতে হবে ঘুমসংক্রান্ত। পেশাদার ঘুমকাতুরে (ন্যাপার) হিসেবে ঘুমবিষয়ক ভিডিও শেয়ার করতে হবে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিজ্ঞাপনে আরও বলা হয়, যেহেতু ঘুমোতে হবে অফিসে, ফলে পায়জামার মতো ঢিলেঢালা ঘরোয়া পোশাক পরে অফিসে আসতে পারবেন কর্মীরা। বেতন ছাড়াও সংস্থার যাবতীয় সামগ্রী বিনা মূল্যে পাবেন পেশাদার ঘুমকাতুরেরা। ঘুমের এই অভিনব চাকরি পেতে হলে আগামী ১১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে বলেও জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
অন্যদিকে পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়া, শুধু মিষ্টির প্রতি ভালোবাসা থেকেই বয়সসীমা ছাড়াই কর্মী খুঁজছে কানাডার ক্যান্ডি ফানহাউস। ক্যান্ডি কোম্পানিটি এই পদের নাম দিয়েছে ‘চিফ ক্যান্ডি অফিসার’। নির্বাচিত ওই কর্মীকে প্রতি মাসে সাড়ে তিন হাজার পণ্য চেখে দেখতে হবে। এই পদে আবেদন করার সময় ৩১ আগস্ট পর্যন্ত।
যখন-তখন, যেকোনো পরিস্থিতিতে ঘুমিয়ে যাওয়ার অভ্যাস আছে এমন কর্মী খুঁজছে একটি মার্কিন প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের ওই ম্যাট্রেস বা তোশক প্রস্তুতকারী কোম্পানি ভালো ঘুমোতে পারা লোক খুঁজছে বলে কর্মী নিয়োগের বিজ্ঞাপনও দিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, নিউইয়র্কভিত্তিক কোম্পানি ক্যাসপার ‘ক্যাসপার স্লিপার’ নিয়োগ করছে। যেকোনো পরিস্থিতিতে ঘুমিয়ে পড়তে পারে এমন লোক খুঁজছে তারা। চাকরির জন্য উপযুক্ত হতে হবে এককথায় কুম্ভকর্ণ, যার পোশাকি নাম ‘প্রফেশনাল ন্যাপার’।
বিজ্ঞাপনে বলা হয়েছে, তাঁরা এমন কর্মী নিয়োগ করতে চাইছেন, যাঁদের কাজ হবে শুধু ঘুমোনো। পাশাপাশি অল্প কিছু অন্য কাজ রয়েছে। যখন তাঁরা জেগে থাকবেন, তখন সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করতে হবে। কনটেন্টগুলোও হতে হবে ঘুমসংক্রান্ত। পেশাদার ঘুমকাতুরে (ন্যাপার) হিসেবে ঘুমবিষয়ক ভিডিও শেয়ার করতে হবে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিজ্ঞাপনে আরও বলা হয়, যেহেতু ঘুমোতে হবে অফিসে, ফলে পায়জামার মতো ঢিলেঢালা ঘরোয়া পোশাক পরে অফিসে আসতে পারবেন কর্মীরা। বেতন ছাড়াও সংস্থার যাবতীয় সামগ্রী বিনা মূল্যে পাবেন পেশাদার ঘুমকাতুরেরা। ঘুমের এই অভিনব চাকরি পেতে হলে আগামী ১১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে বলেও জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
অন্যদিকে পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়া, শুধু মিষ্টির প্রতি ভালোবাসা থেকেই বয়সসীমা ছাড়াই কর্মী খুঁজছে কানাডার ক্যান্ডি ফানহাউস। ক্যান্ডি কোম্পানিটি এই পদের নাম দিয়েছে ‘চিফ ক্যান্ডি অফিসার’। নির্বাচিত ওই কর্মীকে প্রতি মাসে সাড়ে তিন হাজার পণ্য চেখে দেখতে হবে। এই পদে আবেদন করার সময় ৩১ আগস্ট পর্যন্ত।
হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
২ দিন আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৩ দিন আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৬ দিন আগেপরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
৭ দিন আগে