অনলাইন ডেস্ক
বিমা কোম্পানিকে ধোঁকা দিয়ে অর্থ আদায় করতে গিয়ে দুই পা হারানোর ঘটনায় দোষী সাব্যস্ত হলেন তাইওয়ানিজ দুই যুবক ঝ্যাং ও লিয়াও। সম্প্রতি এক রায়ে তাদের দুজনকে কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। পা হারানো ঝ্যাং-কে দুই বছর এবং লিয়াওকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ঝ্যাংয়ের সাজা দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। রায়ে বলা হয়েছে, লিয়াওই ছিল পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে এ তথ্য জানানো হয়েছে।
২০২৩ সালের ২৬ জানুয়ারি দুর্ঘটনাটি ঘটেছিল। সংবাদমাধ্যমটির তথ্যমতে, পাঁচটি আলাদা কোম্পানিতে স্বাস্থ্য, জীবন, দুর্ঘটনা, ভ্রমণ, দীর্ঘমেয়াদি চিকিৎসাসহ প্রায় আট ধরনের বিমা করেন তিনি। তারপর কোম্পানিগুলোর কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে বন্ধু লিয়াওয়ের সঙ্গে মিলে একটি দুর্ঘটনার নাটক সাজান ঝাউ। সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্যমতে, লিয়াওয়ের বাড়িতে একটি শুষ্ক বরফভর্তি (ড্রাই আইস) বালতিতে প্রায় ১০ ঘণ্টা পা ডুবিয়ে রাখেন ঝাউ। স্থানীয় সময় রাত ২টা থেকে পরদিন দুপুর পর্যন্ত ওই অবস্থায় ছিলেন ঝাউ।
দুই দিন পর ঝ্যাং তাইপেইয়ের ম্যাকেকে মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান। হাসপাতালে গেলে জানা যায়, তার উভয় পায়ের হাঁটুর নিচে তীব্র ফ্রস্টবাইট, হাড়ের পচন, রক্তে সংক্রমণ (সেপ্টিসেমিয়া), এবং মাসল ব্রেকডাউনের কারণে র্যাবডোমায়োলাইসিস নামের এক জটিল রোগ হয়েছে। পায়ের চতুর্থ স্তরের ফ্রস্টবাইটের কারণে তাঁর দুই পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকেরা।
এই অবস্থায় তাঁরা বিমা কোম্পানিগুলোর কাছে মিথ্যা দাবি করেন যে, তে মোটরসাইকেল চালানোর সময় ফ্রস্টবাইটে আক্রান্ত হয়েছেন ঝ্যাং। পাঁচটি কোম্পানির আটটি বিমা নীতির আওতায় তাঁরা মোট ৪ কোটি ১২ লাখ নিউ তাইওয়ান ডলার (মার্কিন ডলারে প্রায় ১৪ লাখ) দাবি করেন। এর মধ্যে একটি কোম্পানি এনটিডি ২ লাখ ৩৬ হাজার ৪২৭ টাকা প্রদান করলেও বাকি চারটি কোম্পানি অসঙ্গতি চিহ্নিত করে দাবিগুলো প্রত্যাখ্যান করে। পরে ওই পাঁচ বিমা কোম্পানি পুলিশে অভিযোগ জানায়। এরপর প্রসিকিউটররা তাঁদের বিরুদ্ধে প্রতারণা ও ইচ্ছাকৃতভাবে গুরুতর আত্ম-আহতের সহায়তার অভিযোগে এনে অভিযোগপত্র দাখিল করেন।
বিমা কোম্পানিকে ধোঁকা দিয়ে অর্থ আদায় করতে গিয়ে দুই পা হারানোর ঘটনায় দোষী সাব্যস্ত হলেন তাইওয়ানিজ দুই যুবক ঝ্যাং ও লিয়াও। সম্প্রতি এক রায়ে তাদের দুজনকে কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। পা হারানো ঝ্যাং-কে দুই বছর এবং লিয়াওকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ঝ্যাংয়ের সাজা দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। রায়ে বলা হয়েছে, লিয়াওই ছিল পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে এ তথ্য জানানো হয়েছে।
২০২৩ সালের ২৬ জানুয়ারি দুর্ঘটনাটি ঘটেছিল। সংবাদমাধ্যমটির তথ্যমতে, পাঁচটি আলাদা কোম্পানিতে স্বাস্থ্য, জীবন, দুর্ঘটনা, ভ্রমণ, দীর্ঘমেয়াদি চিকিৎসাসহ প্রায় আট ধরনের বিমা করেন তিনি। তারপর কোম্পানিগুলোর কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে বন্ধু লিয়াওয়ের সঙ্গে মিলে একটি দুর্ঘটনার নাটক সাজান ঝাউ। সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্যমতে, লিয়াওয়ের বাড়িতে একটি শুষ্ক বরফভর্তি (ড্রাই আইস) বালতিতে প্রায় ১০ ঘণ্টা পা ডুবিয়ে রাখেন ঝাউ। স্থানীয় সময় রাত ২টা থেকে পরদিন দুপুর পর্যন্ত ওই অবস্থায় ছিলেন ঝাউ।
দুই দিন পর ঝ্যাং তাইপেইয়ের ম্যাকেকে মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান। হাসপাতালে গেলে জানা যায়, তার উভয় পায়ের হাঁটুর নিচে তীব্র ফ্রস্টবাইট, হাড়ের পচন, রক্তে সংক্রমণ (সেপ্টিসেমিয়া), এবং মাসল ব্রেকডাউনের কারণে র্যাবডোমায়োলাইসিস নামের এক জটিল রোগ হয়েছে। পায়ের চতুর্থ স্তরের ফ্রস্টবাইটের কারণে তাঁর দুই পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকেরা।
এই অবস্থায় তাঁরা বিমা কোম্পানিগুলোর কাছে মিথ্যা দাবি করেন যে, তে মোটরসাইকেল চালানোর সময় ফ্রস্টবাইটে আক্রান্ত হয়েছেন ঝ্যাং। পাঁচটি কোম্পানির আটটি বিমা নীতির আওতায় তাঁরা মোট ৪ কোটি ১২ লাখ নিউ তাইওয়ান ডলার (মার্কিন ডলারে প্রায় ১৪ লাখ) দাবি করেন। এর মধ্যে একটি কোম্পানি এনটিডি ২ লাখ ৩৬ হাজার ৪২৭ টাকা প্রদান করলেও বাকি চারটি কোম্পানি অসঙ্গতি চিহ্নিত করে দাবিগুলো প্রত্যাখ্যান করে। পরে ওই পাঁচ বিমা কোম্পানি পুলিশে অভিযোগ জানায়। এরপর প্রসিকিউটররা তাঁদের বিরুদ্ধে প্রতারণা ও ইচ্ছাকৃতভাবে গুরুতর আত্ম-আহতের সহায়তার অভিযোগে এনে অভিযোগপত্র দাখিল করেন।
চুরি গেছে গাড়ি। সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করলেন যুক্তরাজ্যের এক দম্পতি। তথ্যপ্রযুক্তির বদৌলতে গাড়ি কোথায় আছে সে তথ্য বের করে ফেলেছিলেন তাঁরা। কিন্তু পুলিশ এতটাই ‘ব্যস্ত’ যে, কোথায় আছে গাড়িটি সে তথ্য থাকার পর এ নিয়ে ব্যবস্থা নেওয়া সময় বা সুযোগ তাদের নেই। এ অবস্থা দেখে গাড়ি উদ্ধারে নিজেরাই
১৭ দিন আগেসাইপ্রাসের লিমাসলের বাসিন্দা লিউবভ সিরিকের (২০) একটি অদ্ভুত খাদ্যাভ্যাস সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়েছে। বেশির ভাগ মানুষ চা পান করতে ভালোবাসেন, কিন্তু মার্কেটিং ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করা লিউবভ পছন্দ করেন চা-পাতা ও টি-ব্যাগ। তাঁর মতে, এটি ‘সুস্বাদু’ এবং তিনি দিনে দুবার...
১৬ মে ২০২৫সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
২২ এপ্রিল ২০২৫আজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
২০ এপ্রিল ২০২৫