আরিফ রহমান, ঝালকাঠি
ঝালকাঠির সদর উপজেলার পূর্ব গুয়াটন গ্রামে একটি তালগাছ কেটে ফেলা হয়েছে। এই তালগাছে বাসা বেঁধেছিল বেশ কয়েক জোড়া বাবুই পাখি। গাছটি কেটে ফেলে বাবুই পাখির ছানা, ডিম ও বাসা ধ্বংস করে দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গাছটি যারা কেটেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।
পূর্ব গুয়াটনের যে তালগাছটি কাটা হয়েছে, সেটি বহু বছর ধরে এলাকায় বাবুই পাখিদের প্রধান আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল। গাছটি কেটে ফেলার ফলে অসংখ্য বাবুইছানা, ডিম ও বাসা মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। কেটে ফেলা গাছের নিচে পড়ে থাকে আহত ও মৃত পাখির ছানা ও ভাঙা বাসাগুলো।
কবি রজনীকান্ত সেন তার ‘স্বাধীনতার সুখ’ কবিতায় বাবুই পাখির আত্মমর্যাদার প্রতিচ্ছবি তুলে ধরে বলেছিলেন, ‘কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়...নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।’ কিন্তু আজ মানুষই তাদের সেই স্বাধীনতার ও স্বতঃস্ফূর্ততার বিরুদ্ধে দাঁড়িয়েছে! মানুষের লোভ ও অসচেতনতার বলি হলো তালগাছটিতে বাসা বাঁধা বাবুই পাখিরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা মোবারক আলী ফকির তাঁর বাড়ির পাশের তালগাছটি ফারুক ব্যাপারীর কাছে বিক্রি করেন। ফারুক ব্যাপারী কয়েকজন শ্রমিক নিয়ে গাছটি কেটে ফেলেন। স্থানীয় কয়েকজন যুবক ছুটে গিয়ে গাছটি না কাটার অনুরোধ করেছিলেন। এমনকি গাছের মূল্য পরিশোধ করে সেটি সংরক্ষণ করতে চাইলেও তাঁরা কর্ণপাত করেননি।
স্থানীয় সাব্বির ও জাহিদুল বলেন, এই গাছ শুধু একটি গাছ নয়, এটি একটি প্রাণবৈচিত্র্যের কেন্দ্র ছিল। গাছে গাছে পাখির কিচিরমিচির, ডিম, ছানা—সব মিলে এটি ছিল প্রাণের উৎস। যারা এটি কেটেছে, তারা প্রকৃতির বিরুদ্ধে অপরাধ করেছে।
তাঁরা জানান, গাছ কাটার কাজে নিযুক্ত ব্যক্তিরা শুধু কথা অমান্য করেই ক্ষান্ত হননি, বরং চরম দুর্ব্যবহার করেছেন প্রতিবাদকারীদের সঙ্গে। একপর্যায়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ডেকে আনা হলেও ততক্ষণে সব শেষ।
আজ শনিবার সকালে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। শেখেরহাট ইউনিয়নের গুয়াটন ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুদুর রহমান বলেন, ‘আমি গাছ কাটার পর ঘটনাটি জানতে পারি। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি বহু পাখির বাসা নষ্ট হয়েছে। বিষয়টি ইউএনও ম্যাডামকে জানানো হয়েছে এবং তাঁর নির্দেশে গাছটি জব্দ করা হয়েছে।’
ঝালকাঠির সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের (ভারপ্রাপ্ত বন কর্মকর্তা) ফরেস্টার মো. আরিফুর রহমান বলেন, ‘গাছ কাটার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি একটি বিশাল তালগাছ কেটে ফেলা হয়েছে, যার ডালে শত শত বাবুই পাখির বাসা ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ঘটনায় আমরা বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নিচ্ছি।’
ঝালকাঠি সদর উপজেলার ইউএনও ফারহানা ইয়াসমিন আজকের পত্রিকা'কে বলেন, ‘উপজেলা প্রশাসন এবং বন বিভাগের কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাছ কাটার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পৃথক মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।’
এদিকে গাছ কাটায় জড়িতদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।
আরও খবর পড়ুন:
ঝালকাঠির সদর উপজেলার পূর্ব গুয়াটন গ্রামে একটি তালগাছ কেটে ফেলা হয়েছে। এই তালগাছে বাসা বেঁধেছিল বেশ কয়েক জোড়া বাবুই পাখি। গাছটি কেটে ফেলে বাবুই পাখির ছানা, ডিম ও বাসা ধ্বংস করে দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গাছটি যারা কেটেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।
পূর্ব গুয়াটনের যে তালগাছটি কাটা হয়েছে, সেটি বহু বছর ধরে এলাকায় বাবুই পাখিদের প্রধান আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল। গাছটি কেটে ফেলার ফলে অসংখ্য বাবুইছানা, ডিম ও বাসা মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। কেটে ফেলা গাছের নিচে পড়ে থাকে আহত ও মৃত পাখির ছানা ও ভাঙা বাসাগুলো।
কবি রজনীকান্ত সেন তার ‘স্বাধীনতার সুখ’ কবিতায় বাবুই পাখির আত্মমর্যাদার প্রতিচ্ছবি তুলে ধরে বলেছিলেন, ‘কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়...নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।’ কিন্তু আজ মানুষই তাদের সেই স্বাধীনতার ও স্বতঃস্ফূর্ততার বিরুদ্ধে দাঁড়িয়েছে! মানুষের লোভ ও অসচেতনতার বলি হলো তালগাছটিতে বাসা বাঁধা বাবুই পাখিরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা মোবারক আলী ফকির তাঁর বাড়ির পাশের তালগাছটি ফারুক ব্যাপারীর কাছে বিক্রি করেন। ফারুক ব্যাপারী কয়েকজন শ্রমিক নিয়ে গাছটি কেটে ফেলেন। স্থানীয় কয়েকজন যুবক ছুটে গিয়ে গাছটি না কাটার অনুরোধ করেছিলেন। এমনকি গাছের মূল্য পরিশোধ করে সেটি সংরক্ষণ করতে চাইলেও তাঁরা কর্ণপাত করেননি।
স্থানীয় সাব্বির ও জাহিদুল বলেন, এই গাছ শুধু একটি গাছ নয়, এটি একটি প্রাণবৈচিত্র্যের কেন্দ্র ছিল। গাছে গাছে পাখির কিচিরমিচির, ডিম, ছানা—সব মিলে এটি ছিল প্রাণের উৎস। যারা এটি কেটেছে, তারা প্রকৃতির বিরুদ্ধে অপরাধ করেছে।
তাঁরা জানান, গাছ কাটার কাজে নিযুক্ত ব্যক্তিরা শুধু কথা অমান্য করেই ক্ষান্ত হননি, বরং চরম দুর্ব্যবহার করেছেন প্রতিবাদকারীদের সঙ্গে। একপর্যায়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ডেকে আনা হলেও ততক্ষণে সব শেষ।
আজ শনিবার সকালে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। শেখেরহাট ইউনিয়নের গুয়াটন ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুদুর রহমান বলেন, ‘আমি গাছ কাটার পর ঘটনাটি জানতে পারি। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি বহু পাখির বাসা নষ্ট হয়েছে। বিষয়টি ইউএনও ম্যাডামকে জানানো হয়েছে এবং তাঁর নির্দেশে গাছটি জব্দ করা হয়েছে।’
ঝালকাঠির সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের (ভারপ্রাপ্ত বন কর্মকর্তা) ফরেস্টার মো. আরিফুর রহমান বলেন, ‘গাছ কাটার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি একটি বিশাল তালগাছ কেটে ফেলা হয়েছে, যার ডালে শত শত বাবুই পাখির বাসা ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ঘটনায় আমরা বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নিচ্ছি।’
ঝালকাঠি সদর উপজেলার ইউএনও ফারহানা ইয়াসমিন আজকের পত্রিকা'কে বলেন, ‘উপজেলা প্রশাসন এবং বন বিভাগের কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাছ কাটার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পৃথক মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।’
এদিকে গাছ কাটায় জড়িতদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।
আরও খবর পড়ুন:
আগামী আগস্ট মাস থেকে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহযোগিতায় ঢাকার দুই সিটি করপোরেশনের তিন এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে ই–রিকশা। রাজধানীর উত্তরা, ধানমন্ডি ও পল্টন এলাকায় ই–রিকশা চালু হবে। আজ শনিবার (২৮ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য
১১ মিনিট আগেচট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়া ঠেকাতে ও মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডরের উদ্যোগ বন্ধের দাবিতে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণের’ রোডমার্চ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ শনিবার বিকেল পৌনে ৫টার দিকে রোডমার্চটি বন্দর ভবনের সামনে পৌঁছায়। রোডমার্চে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)
১৬ মিনিট আগেসম্মেলন শুরুর আগে বিবদমান দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হলে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষ দুই দিকে অবস্থান নেয়। একপর্যায়ে পুলিশ অডিটোরিয়াম গেট আটকে রাখে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৩৩ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বড় খোঁচাবাড়ি হাটে এক বিক্রেতার প্রায় ৩০০টি ইউক্যালিপটাস চারা জব্দ করা হয়েছে। আজ শনিবার (২৮ জুন) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম অভিযান চালিয়ে চারাগুলো জব্দ করেন।
৩৩ মিনিট আগে