ডয়চে ভেলে
১ হাজার ১০০ বছর আগে হিব্রু ভাষায় লেখা বাইবেল বিক্রি হলো ৩ কোটি ৮১ লাখ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ৪০৮ কোটি টাকারও বেশি। বিশ্বের সবচেয়ে পুরোনো হিব্রুতে লেখা বাইবেল এটি।
চামড়ায় বাঁধানো হাতে লেখা এই বাইবেল নিলামে বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এবার ইসরায়েলে এএনইউ মিউজিয়ামে রাখা হবে এই হিব্রু বাইবেল। আন্তর্জাতিক নিলাম সংস্থা সদবি এটি নিলামে তোলে।
তবে এই বাইবেল দামের ক্ষেত্রে বিশ্ব রেকর্ড করতে পারেনি। এর আগে মার্কিন সংবিধানের প্রথম সংস্করণ বিক্রি হয়েছে ৪ কোটি ৩২ লাখ ডলারে। অবশ্য লিওনার্দো দ্য ভিঞ্চির পাণ্ডুলিপির থেকে বেশি দাম পেয়েছে এই বাইবেল।
সদবির বিশেষজ্ঞ শ্যারন লিবেরম্যান মিন্টজ বলেন, ‘দাম থেকেই বোঝা যাচ্ছে, এই বাইবেলের ক্ষমতা, প্রভাব ও গুরুত্ব কতখানি। এই বাইবেল মানবতার একটা অবিচ্ছেদ্য অঙ্গ।’
মিন্টজ আরও বলেন, ‘এই বাইবেল ইসরায়েলে ফিরে যাচ্ছে দেখে আমি আনন্দিত। এটা ডিসপ্লে করা থাকবে। মানুষ তা দেখতে পারবে।’
সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যালফ্রেড এইচ মোজেস অলাভজনক সংস্থা আমেরিকান ফ্রেন্ডস অব এএনইউর পক্ষ থেকে এই বাইবেল কিনেছেন। এরপর তেল আবিবে এএনইউ মিউজিয়ামে দান করা হচ্ছে এটি।
মোজেস বলেন, ‘হিব্রু বাইবেল হলো পশ্চিমা সভ্যতার ইতিহাসে অন্যতম প্রভাবশালী গ্রন্থ। ইহুদিদের কাছে এই বই ফিরে যাচ্ছে বলে আমি আনন্দিত।’
সদবির নিলাম চার মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। দুজন দর-কষাকষি করেছিলেন। তবে আমেরিকান ফ্রেন্ডস অব এএনইউ এটি কিনতে সক্ষম হয়।
এই প্রাচীন বাইবেল ৮৮০ থেকে ৯৬০ খ্রিষ্টাব্দে লেখা বলে মনে করা হয়।
১ হাজার ১০০ বছর আগে হিব্রু ভাষায় লেখা বাইবেল বিক্রি হলো ৩ কোটি ৮১ লাখ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ৪০৮ কোটি টাকারও বেশি। বিশ্বের সবচেয়ে পুরোনো হিব্রুতে লেখা বাইবেল এটি।
চামড়ায় বাঁধানো হাতে লেখা এই বাইবেল নিলামে বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এবার ইসরায়েলে এএনইউ মিউজিয়ামে রাখা হবে এই হিব্রু বাইবেল। আন্তর্জাতিক নিলাম সংস্থা সদবি এটি নিলামে তোলে।
তবে এই বাইবেল দামের ক্ষেত্রে বিশ্ব রেকর্ড করতে পারেনি। এর আগে মার্কিন সংবিধানের প্রথম সংস্করণ বিক্রি হয়েছে ৪ কোটি ৩২ লাখ ডলারে। অবশ্য লিওনার্দো দ্য ভিঞ্চির পাণ্ডুলিপির থেকে বেশি দাম পেয়েছে এই বাইবেল।
সদবির বিশেষজ্ঞ শ্যারন লিবেরম্যান মিন্টজ বলেন, ‘দাম থেকেই বোঝা যাচ্ছে, এই বাইবেলের ক্ষমতা, প্রভাব ও গুরুত্ব কতখানি। এই বাইবেল মানবতার একটা অবিচ্ছেদ্য অঙ্গ।’
মিন্টজ আরও বলেন, ‘এই বাইবেল ইসরায়েলে ফিরে যাচ্ছে দেখে আমি আনন্দিত। এটা ডিসপ্লে করা থাকবে। মানুষ তা দেখতে পারবে।’
সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যালফ্রেড এইচ মোজেস অলাভজনক সংস্থা আমেরিকান ফ্রেন্ডস অব এএনইউর পক্ষ থেকে এই বাইবেল কিনেছেন। এরপর তেল আবিবে এএনইউ মিউজিয়ামে দান করা হচ্ছে এটি।
মোজেস বলেন, ‘হিব্রু বাইবেল হলো পশ্চিমা সভ্যতার ইতিহাসে অন্যতম প্রভাবশালী গ্রন্থ। ইহুদিদের কাছে এই বই ফিরে যাচ্ছে বলে আমি আনন্দিত।’
সদবির নিলাম চার মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। দুজন দর-কষাকষি করেছিলেন। তবে আমেরিকান ফ্রেন্ডস অব এএনইউ এটি কিনতে সক্ষম হয়।
এই প্রাচীন বাইবেল ৮৮০ থেকে ৯৬০ খ্রিষ্টাব্দে লেখা বলে মনে করা হয়।
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৬ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৭ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৭ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২১ দিন আগে