ডয়চে ভেলে
১ হাজার ১০০ বছর আগে হিব্রু ভাষায় লেখা বাইবেল বিক্রি হলো ৩ কোটি ৮১ লাখ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ৪০৮ কোটি টাকারও বেশি। বিশ্বের সবচেয়ে পুরোনো হিব্রুতে লেখা বাইবেল এটি।
চামড়ায় বাঁধানো হাতে লেখা এই বাইবেল নিলামে বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এবার ইসরায়েলে এএনইউ মিউজিয়ামে রাখা হবে এই হিব্রু বাইবেল। আন্তর্জাতিক নিলাম সংস্থা সদবি এটি নিলামে তোলে।
তবে এই বাইবেল দামের ক্ষেত্রে বিশ্ব রেকর্ড করতে পারেনি। এর আগে মার্কিন সংবিধানের প্রথম সংস্করণ বিক্রি হয়েছে ৪ কোটি ৩২ লাখ ডলারে। অবশ্য লিওনার্দো দ্য ভিঞ্চির পাণ্ডুলিপির থেকে বেশি দাম পেয়েছে এই বাইবেল।
সদবির বিশেষজ্ঞ শ্যারন লিবেরম্যান মিন্টজ বলেন, ‘দাম থেকেই বোঝা যাচ্ছে, এই বাইবেলের ক্ষমতা, প্রভাব ও গুরুত্ব কতখানি। এই বাইবেল মানবতার একটা অবিচ্ছেদ্য অঙ্গ।’
মিন্টজ আরও বলেন, ‘এই বাইবেল ইসরায়েলে ফিরে যাচ্ছে দেখে আমি আনন্দিত। এটা ডিসপ্লে করা থাকবে। মানুষ তা দেখতে পারবে।’
সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যালফ্রেড এইচ মোজেস অলাভজনক সংস্থা আমেরিকান ফ্রেন্ডস অব এএনইউর পক্ষ থেকে এই বাইবেল কিনেছেন। এরপর তেল আবিবে এএনইউ মিউজিয়ামে দান করা হচ্ছে এটি।
মোজেস বলেন, ‘হিব্রু বাইবেল হলো পশ্চিমা সভ্যতার ইতিহাসে অন্যতম প্রভাবশালী গ্রন্থ। ইহুদিদের কাছে এই বই ফিরে যাচ্ছে বলে আমি আনন্দিত।’
সদবির নিলাম চার মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। দুজন দর-কষাকষি করেছিলেন। তবে আমেরিকান ফ্রেন্ডস অব এএনইউ এটি কিনতে সক্ষম হয়।
এই প্রাচীন বাইবেল ৮৮০ থেকে ৯৬০ খ্রিষ্টাব্দে লেখা বলে মনে করা হয়।
১ হাজার ১০০ বছর আগে হিব্রু ভাষায় লেখা বাইবেল বিক্রি হলো ৩ কোটি ৮১ লাখ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ৪০৮ কোটি টাকারও বেশি। বিশ্বের সবচেয়ে পুরোনো হিব্রুতে লেখা বাইবেল এটি।
চামড়ায় বাঁধানো হাতে লেখা এই বাইবেল নিলামে বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এবার ইসরায়েলে এএনইউ মিউজিয়ামে রাখা হবে এই হিব্রু বাইবেল। আন্তর্জাতিক নিলাম সংস্থা সদবি এটি নিলামে তোলে।
তবে এই বাইবেল দামের ক্ষেত্রে বিশ্ব রেকর্ড করতে পারেনি। এর আগে মার্কিন সংবিধানের প্রথম সংস্করণ বিক্রি হয়েছে ৪ কোটি ৩২ লাখ ডলারে। অবশ্য লিওনার্দো দ্য ভিঞ্চির পাণ্ডুলিপির থেকে বেশি দাম পেয়েছে এই বাইবেল।
সদবির বিশেষজ্ঞ শ্যারন লিবেরম্যান মিন্টজ বলেন, ‘দাম থেকেই বোঝা যাচ্ছে, এই বাইবেলের ক্ষমতা, প্রভাব ও গুরুত্ব কতখানি। এই বাইবেল মানবতার একটা অবিচ্ছেদ্য অঙ্গ।’
মিন্টজ আরও বলেন, ‘এই বাইবেল ইসরায়েলে ফিরে যাচ্ছে দেখে আমি আনন্দিত। এটা ডিসপ্লে করা থাকবে। মানুষ তা দেখতে পারবে।’
সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যালফ্রেড এইচ মোজেস অলাভজনক সংস্থা আমেরিকান ফ্রেন্ডস অব এএনইউর পক্ষ থেকে এই বাইবেল কিনেছেন। এরপর তেল আবিবে এএনইউ মিউজিয়ামে দান করা হচ্ছে এটি।
মোজেস বলেন, ‘হিব্রু বাইবেল হলো পশ্চিমা সভ্যতার ইতিহাসে অন্যতম প্রভাবশালী গ্রন্থ। ইহুদিদের কাছে এই বই ফিরে যাচ্ছে বলে আমি আনন্দিত।’
সদবির নিলাম চার মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। দুজন দর-কষাকষি করেছিলেন। তবে আমেরিকান ফ্রেন্ডস অব এএনইউ এটি কিনতে সক্ষম হয়।
এই প্রাচীন বাইবেল ৮৮০ থেকে ৯৬০ খ্রিষ্টাব্দে লেখা বলে মনে করা হয়।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৮ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১০ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৬ দিন আগে