Ajker Patrika

পুরোনো ট্রেনের বগি থেকে নতুন রেস্টুরেন্ট 

পুরোনো ট্রেনের বগি থেকে নতুন রেস্টুরেন্ট 

প্রথম দেখায় মনে হতে পারে-রাস্তার পাশে ট্রেনের বগি এল কি করে! একটু কাছে গেলেই সব ভুলের অবসান ঘটবে। এ যে ট্রেনের বগির ভেতর রীতিমতো এক রেস্টুরেন্ট। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের পাশে ট্রেনের বগিকে পুরোদস্তুর রেস্টুরেন্টে পরিণত করেছেন নিউ জলপাইগুড়ি জংশনের অতিরিক্ত বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সঞ্জয় চিলওয়ারওয়ার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কাস্টমারদের রেস্টুরেন্টে বসেই ট্রেনের অভিজ্ঞতা দিতে ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ নেন সঞ্জয়।

এই রেস্টুরেন্টে চা, কফি, বিরিয়ানি থেকে শুরু করে উত্তর ভারতীয়, দক্ষিণ ভারতীয় এমনকি চাইনিজ ঘরানার খাবার পাওয়া যায় বলে সঞ্জয় জানান। তিনি বলেন, ‘রেস্টুরেন্টটি কেবল আমাদের রেলওয়ে স্টেশনের আয়ই বৃদ্ধি করবে না বরং রেলওয়ে যাত্রী ও এখানে আসা সবাইকে একটি সুন্দর অভিজ্ঞতা দেবে।’

এদিকে এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা জানিয়েছে ভারতের রেল মন্ত্রণালয়। টুইটার পোস্টে বলা হয়, ‘যাত্রী এবং এখানে বেড়াতে আসা সবাইকে নান্দনিক এক অভিজ্ঞতা দিতে নিউ জলপাইগুড়ি জংশন কর্তৃপক্ষের কোচ থেকে রেস্টুরেন্টে পরিণত করার উদ্যোগটি সত্যই প্রশংসনীয়। আপনাদের এখানে ঘুরতে আসার আমন্ত্রণ রইল।’

রেস্টুরেন্টটির ভেতরে ও বাহির থেকে তোলা বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত