Ajker Patrika

চাকরি ছাড়ার পর বসের প্রেমিকার চাপে ফেরত দিতে হলো অফিসে খাওয়া চায়ের দাম

অনলাইন ডেস্ক
Thumbnail image

প্রতিটা অফিসেই কম বেশি চা-কফি খাওয়ার সুযোগ থাকে। এই যুগে এ ব্যবস্থা না থাকলে কর্মীদের চাঙা করা যায় না। টানা কয়েক বছর চাকরি করলেও ওই চা-কফি নিয়ে কোনো আলোচনা হয় না। কিন্তু চীনের আনহুই প্রদেশে ঘটেছে বিরল একটি ঘটনা। কর্মী চাকরি ছাড়া পর অফিসে যত কাপ চা খেয়েছেন, তার বিল পরিশোধ করতে হয়েছে।

চীনের আনহুই প্রদেশে কয়েকজন কর্মী চাকরি ছেড়েছিলেন। খুবই স্বাভাবিক ঘটনা, আমরা সকলেই নানা কারণেই চাকরি ছেড়ে থাকি। কিন্তু পরের ধাপে যা ঘটছে, সেটা কোনোভাবেই স্বাভাবিক নয়। যেসব কর্মীরা কাজ ছেড়েছেন, বস তাদের কাছ থেকে অফিসে থাকার সময়ে তারা যত কাপ চা খেয়েছেন তার মোট দাম চেয়ে বসেছেন।   

অফিসের সাবেক কর্মীদের কাছে পাঠানো চায়ের বিলসেই টাকা আদায়ের জন্য রীতিমতো হিসাব-নিকাশ করে কর্মীদের চিঠিও ধরিয়েছেন ভদ্রলোক। সেই চিঠি পেয়ে কর্মীরা স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন। সব থেকে বড় কথা, টাকার অঙ্কটাও নেহাত কম নয়। কর্মী প্রতি এই বিল এসেছে ৯০ থেকে ২৫৫ ইউয়ান পর্যন্ত। মোটে ১ হাজার ৫০০ চীনা ইউয়ান বা ২১ হাজার ৯৬৬ টাকা।

এ নিয়ে মামলা লড়ে সময় নষ্ট করতে যাননি শেংজিয়াও নামের এক কর্মী। সেই টাকা অফিসের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন তিনি। তবে ঘটনা ফলাও করে ছেড়েছেন চীনা সোশ্যাল মিডিয়া জিয়াওহংশুতে। স্বাভাবিকভাবেই দেশটির নাগরিকেরা এখন ওই অফিসের বসের নিন্দায় পঞ্চমুখ। 

একজন ওই পোস্টে মন্তব্য করেছেন, ‘এটি শুধু অভদ্রতাই নয়, জঘন্য রকমের আপত্তিকর।’ আরেকজন লিখেছেন, ‘কি চালাকি রে বাবা! সহকর্মীদের খাটিয়ে নেওয়ার জন্য দুধ আর চা কিনেছিলেন। এখন চাকরি ছাড়ার পর সেই চায়ের দাম ফেরত চাচ্ছেন। এটি হাস্যকর।’

তবে বস ভদ্রলোক দোষ চাপিয়েছেন তার প্রেমিকার ঘাড়ে, ওই নারীর জেদেই না কি এই টাকার জন্য চিঠি পাঠানো হয়েছিল, দাবি তার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত