Ajker Patrika

৫৫ বছর পর মালিক ফিরে পেল বিটলসের চার সদস্যের প্রতিচ্ছবিযুক্ত টেবিলক্লথ 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ২০: ০২
Thumbnail image

বিটলস ব্যান্ডের কথা অনেকেই জানেন। ১৯৬৬ সালে দলটি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোয় এক কনসার্টের আগে রেস্তোরাঁয় বসে খাবার খেয়েছিলেন। খাবার আসার আগে একটু সময় অপেক্ষা করতে হয় তাদের। অপেক্ষার সময়টুকুতে বিটলসের চার সদস্যের হাত স্থির থাকেনি। যে টেবিলে বসেছিলেন, সেটির টেবিলক্লথে নিজেদের স্কেচ এঁকেছিলেন তাঁরা। পরে সেই টেবিলক্লথটি রেস্তোরাঁ মালিকের কাছ থেকে হারিয়ে যায়। সম্প্রতি হারিয়ে যাওয়া টেবিলক্লথটি ফিরে এসেছে আসল মালিকের কাছে। 

সান ফ্রান্সিসকোর ক্যান্ডেলস্টিক পার্কের ওই রেস্তোরাঁর মালিক জোয়ি ভিলার্ডি। তাঁর রেস্তোরাঁর ওই টেবিলক্লথে জন লেনন, পল ম্যাককার্টনি, জর্জ হ্যারিসন এবং রিঙ্গো স্টার তাদের নিজেদের মুখের স্কেচ করেছিলেন। তাদের সঙ্গে আরও একজনের মুখচ্ছবি আঁকা হয়েছিল ওই টেবিলক্লথে। তিনি হলেন মার্কিন গায়ক জোয়ান বায়েজ। 

সেদিনের পর সাদা কাপড়ের ওই টেবিলক্লথটি জোয়ি আর কখনোই কাজে ব্যবহার করেননি। তার পরিবর্তে তিনি সেটিকে তাঁর রেস্তোরাঁয় একটি জানালায় টাঙিয়ে দেন যাতে সবাই দেখতে পায়। ওই ঘটনার মাত্র একটি পর চুরি হয় জোয়ির দোকানে। অন্য মালপত্রের সঙ্গে খোয়া যায় বিটলসের চার তারকার মুখচ্ছবি সংবলিত ওই টেবিলক্লথটিও। 

যাই হোক, ঘটনার ৫০ বছরেরও বেশি সময় পর জোয়ির নাতি মাইকেল ভিলার্ডি যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে একটি ফোনকল পান। বার্তা সংস্থা এএফপিকে মাইকেল জানান ফোনের অপর প্রান্তে এক নারী কণ্ঠ কথা বলছিল। ওই নারী মাইকেলের কাছে জানতে চান তাদের সান ফ্রান্সিসকোয় কোনো খাবারের দোকান আছে কিনা। মাইকেল বলেন, ‘ওই নারী কণ্ঠের কাছে এই প্রশ্ন শোনার পর আমার মনে হচ্ছিল তিনি দাদুর হারানো টেবিলক্লথের ব্যাপারেই কথা বলতে যাচ্ছেন।’ 

মাইকেল বলেন, ‘ওই নারী বলেন—তাঁর ভাইয়ের কাছে একটি টেবিলক্লথ ছিল। কিন্তু সেটি দিয়ে কী করা হবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে না পারায় এত দিন তা ব্যবহারই করা হয়নি।’ তিনি আরও বলেন, ‘ওই নারী জানিয়েছেন, তাঁর ভাইকে কোনো এক ব্যক্তি ঋণ পরিশোধ করতে গিয়ে এই টেবিলক্লথটি দিয়েছিল। সেই লোক বলেছিল, এটি খুবই মূল্যবান।’ 

ওই নারীর বরাত দিয়ে মাইকেল আরও বলেন, ওই নারীর ভাই টেবিলক্লথটি বিক্রির চিন্তা করেছিলেন। তবে বস্তুটি চুরির হওয়ায় যদি কোনো সমস্যায় পড়তে হয় এই ভেবে তিনি আর তা বিক্রি করেননি। মাইকেল জানান, এত দিন ধরে টেবিলক্লথটিকে খুবই ভালোভাবে সংরক্ষণ করা হয়েছে এবং ভাগ্যক্রমে আবারও তা ভিলার্ডি পরিবারের হাতে এসে পৌঁছেছে। 

এ প্রসঙ্গে মাইকেল বলেন, ‘এটা আমাদের জন্য একটি আনন্দের মুহূর্ত। আমরা কখনোই জানতাম না যে, জিনিসটি আমরা ফিরে পাব। আমি এই টেবিলক্লথের বিষয়ে গল্প শুনে শুনে বড় হয়েছি। কিন্তু সেটি এর আগে আমরা কখনোই দেখতে পাইনি।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত