অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফাস্টফুড চেইন শপ ম্যাকডোনাল্ডসে রেস্টুরেন্ট কর্মীদের সহায়তায় এক নারী সন্তান প্রসব করেছেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, গত ২৩ নভেম্বর আটলান্টা হাসপাতালে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা অ্যালান্দ্রিয়া ওয়ার্থি ও তাঁর বাগ্দত্তা ডিআন্দ্রে ফিলিপস। পথে পেটে চাপ অনুভব করায় ম্যাকডোনাল্ডসে থামেন তাঁরা। এরপর অ্যালান্দ্রিয়া টয়লেটে যান, সেখানে তাঁর প্রসব বেদনা শুরু হয়।
ম্যাকডোনাল্ডসের ম্যানেজার বলেন, ‘ভদ্রমহিলা চিৎকার করে বলছিলেন তাঁর প্রসব বেদনা শুরু হয়েছে। এ সময় গাড়িতে থাকা সঙ্গীকে ডেকে দিতে বলছিলেন তিনি। তাঁকে সন্তান প্রসবে সাহায্য করার জন্য আমার দুই সহকর্মীকে পাঠাই।’
তিনি আরও বলেন, ‘আমার একজন সহকর্মী ৯১১ জরুরি সেবা নম্বরে ফোন করেন। আরেকজন হবু বাবাকে সাহায্য করছিলেন, যিনি বুঝতে পেরেছিলেন যে তাঁর ছোট্ট মেয়েটি খাবারের দোকানেই জন্ম নিতে চলেছে।’
সদ্য বাবা হওয়া ডিআন্দ্রে ফিলিপস নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘ম্যাকডোনাল্ডসের নারীকর্মীরা ওয়ার্থির সামনের দিকে ছিলেন, তাঁর হাত ধরে ছিলেন। আমি ওকে সহায়তা করছিলাম। এবং ১৫ মিনিটেরও কম সময়ের মধ্যে আমাদের মেয়ের জন্ম হয়।’
ফিলিপস আরও বলেন, ‘আমাদের মেয়ে নন্দী আরিয়াহ মোরেমি ফিলিপসের ডাকনাম রেখেছি “লিটল নাগেট”। মা ও সন্তান উভয়ই ভালো আছে।’
এদিকে ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজির মালিক স্টিভ আকিনবোরো জানিয়েছেন, সন্তান প্রসবে সহায়তাকারী কর্মীদের প্রত্যেককে ২৫০ ডলার করে গিফট কার্ড দিচ্ছেন তিনি।
স্টিভ বলেন, ‘আমরা শুধু খাবার পরিবেশন করি না। প্রতিদিনের সুন্দর অনুভূতি এবং মুহূর্তও পরিবেশন করার চেষ্টা করি।’ রেস্টুরেন্ট কর্মীদের সহায়তায় সন্তান প্রসবের ঘটনাটি নিজের টিমের জন্য দারুণ অনুভূতির প্রতীক বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফাস্টফুড চেইন শপ ম্যাকডোনাল্ডসে রেস্টুরেন্ট কর্মীদের সহায়তায় এক নারী সন্তান প্রসব করেছেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, গত ২৩ নভেম্বর আটলান্টা হাসপাতালে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা অ্যালান্দ্রিয়া ওয়ার্থি ও তাঁর বাগ্দত্তা ডিআন্দ্রে ফিলিপস। পথে পেটে চাপ অনুভব করায় ম্যাকডোনাল্ডসে থামেন তাঁরা। এরপর অ্যালান্দ্রিয়া টয়লেটে যান, সেখানে তাঁর প্রসব বেদনা শুরু হয়।
ম্যাকডোনাল্ডসের ম্যানেজার বলেন, ‘ভদ্রমহিলা চিৎকার করে বলছিলেন তাঁর প্রসব বেদনা শুরু হয়েছে। এ সময় গাড়িতে থাকা সঙ্গীকে ডেকে দিতে বলছিলেন তিনি। তাঁকে সন্তান প্রসবে সাহায্য করার জন্য আমার দুই সহকর্মীকে পাঠাই।’
তিনি আরও বলেন, ‘আমার একজন সহকর্মী ৯১১ জরুরি সেবা নম্বরে ফোন করেন। আরেকজন হবু বাবাকে সাহায্য করছিলেন, যিনি বুঝতে পেরেছিলেন যে তাঁর ছোট্ট মেয়েটি খাবারের দোকানেই জন্ম নিতে চলেছে।’
সদ্য বাবা হওয়া ডিআন্দ্রে ফিলিপস নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘ম্যাকডোনাল্ডসের নারীকর্মীরা ওয়ার্থির সামনের দিকে ছিলেন, তাঁর হাত ধরে ছিলেন। আমি ওকে সহায়তা করছিলাম। এবং ১৫ মিনিটেরও কম সময়ের মধ্যে আমাদের মেয়ের জন্ম হয়।’
ফিলিপস আরও বলেন, ‘আমাদের মেয়ে নন্দী আরিয়াহ মোরেমি ফিলিপসের ডাকনাম রেখেছি “লিটল নাগেট”। মা ও সন্তান উভয়ই ভালো আছে।’
এদিকে ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজির মালিক স্টিভ আকিনবোরো জানিয়েছেন, সন্তান প্রসবে সহায়তাকারী কর্মীদের প্রত্যেককে ২৫০ ডলার করে গিফট কার্ড দিচ্ছেন তিনি।
স্টিভ বলেন, ‘আমরা শুধু খাবার পরিবেশন করি না। প্রতিদিনের সুন্দর অনুভূতি এবং মুহূর্তও পরিবেশন করার চেষ্টা করি।’ রেস্টুরেন্ট কর্মীদের সহায়তায় সন্তান প্রসবের ঘটনাটি নিজের টিমের জন্য দারুণ অনুভূতির প্রতীক বলেও জানান তিনি।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৩ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
৭ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
৯ দিন আগেবিশ্বের সবচেয়ে ছোট হাতে তৈরি ভাস্কর্য হিসেবে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল লেগো ব্রিক। এই ভাস্কর্য এতটাই ক্ষুদ্র যে এটি খালি চোখে দেখা সম্ভব নয়। গত বছর শেষের দিকে এটি তৈরি করেন মাইক্রো-আর্টিস্ট ডেভিড লিনডন। লেগো ব্রিকটির আকার মাত্র ০.০২৫১৭ মিলিমিটার × ০.০২১৮৪ মিলিমিটার, যা একটি শ্বেত রক্তকণিকার আকা
১০ দিন আগে